‘মাছ ধরতে গেলে লাগে কন্ডোম’! নিরোধের এমন অভিনব ব্যবহার আগে জানতেন?

Last Updated:

শুধু যৌন সুরক্ষাতেই নয়, নয়া ও অভিনব পদ্ধতিতে কন্ডোমের ব্যবহার করেন কেনিয়ার মৎস্যজীবীরা ৷

#মোম্বাসা: কন্ডোমের নয়া ও অভিনব গুণ আবিষ্কার করেছেন মৎস্যজীবীরা ৷ শুধু গর্ভনিরোধক বা সুরক্ষিত যৌনতাতেই এর ব্যবহার সীমাবদ্ধ নয়, কন্ডোমের রয়েছে আরও অনেক গুণ  ৷ এমনটাই দাবি কেনিয়ার জেলেদের ৷ মাছ ধরতে যাওয়ার আগে কন্ডোম না নিয়ে বাড়ি থেকে বেরোনই না মোম্বাসার জেলেরা ৷
গোটা বিশ্বে যৌনসুরক্ষা ও কন্ট্রাসেপটিভ হিসেবে কন্ডোম পরিচিত হলেও কেনিয়ার এই মৎস্যজীবীদের দৌলতে এবার নয়া তকমা জুটল তার গায়ে ৷ মোম্বাসার এই জেলেরা যে কাজে কন্ডোম ব্যবহার করেন তার সঙ্গে যৌনতার কোনও সম্পর্ক নেই ৷ নিজেদের মোবাইল ফোন বাঁচাতে বা মোবাইল ফোনের সুরক্ষায় কন্ডোমটিকে কাজে লাগান তারা ৷
আরও পড়ুন 
advertisement
চুল স্ট্রেট করার পরই বিপত্তি, সামলাতে না পেরে চরম পদক্ষেপ ছাত্রীর
মাছ ধরতে সমুদ্রে নৌকা নামানোর আগে এখানকার জেলেরা পকেট থেকে বার করেন কন্ডোমের প্যাকেট ৷ কন্ডোমটি প্যাকেট থেকে বার করে ঘষে তার গা থেকে লুব্রিকেটিং পদার্থটি তুলে দেন তারা ৷ এরপর নিজেদের মোবাইলটি কন্ডোমে ভরে ভাল করে বেঁধে দেন কন্ডোমের খোলা মুখ ৷
advertisement
0-condom-main-1446158701
আসলে মাছ ধরতে গিয়ে বহুবার ঝড়ের মুখে পড়ে বা ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় নৌকা এবং জলে পড়ে যান জেলেরা ৷ অথবা জালে ওজনদার কোনও মাছ পড়লে জাল টেনে তুলতে অনেক সময় কোমর জলেও নেমে পড়তে হয় মৎস্যজীবীদের ৷ ফলে ভিজে যায় পকেটে থাকা মোবাইল ফোন ৷ এদিকে মোবাইল ফোন না নিয়ে বেরলেও বিপত্তি ৷ পরিবারের সঙ্গে যোগাযোগ, আবহাওয়া বদলের খবর বা আচমকা কোনও প্রাকৃতিক দুর্যোগের খবর পাওয়া অসম্ভব হয়ে ওঠে জেলেদের পক্ষে ৷ তাই দু’দিক রক্ষা করতে অবশেষে রক্ষাকর্তা কন্ডোম ৷ মাছ ধরতে বেরনোর সময় মাছ ধরার জালের সঙ্গে কন্ডোম নিতে ভোলেন না এই মৎস্যজীবীরা ৷
advertisement
আরও পড়ুন 
কন্ডোমের রবারের মতো আবরণ ফোনটিকে জলে ভেজার হাত থেকে রক্ষা করে ৷ ওয়াটার প্রুফ হিসেবে কন্ডোমের এমন ব্যবহার মোম্বাসার এই জেলেদের আগে বোধহয় কেউ করেননি ৷ তবে উল্লেখ্য, কন্ডোম ব্যবহার করে মোবাইল বাঁচালেও জেলে বউরা স্বামীর পকেট থেকে উদ্ধার হওয়া ব্যবহৃত কন্ডোমগুলিকে বেশ সন্দেহের চোখেই দেখেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
‘মাছ ধরতে গেলে লাগে কন্ডোম’! নিরোধের এমন অভিনব ব্যবহার আগে জানতেন?
Next Article
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE