‘মাছ ধরতে গেলে লাগে কন্ডোম’! নিরোধের এমন অভিনব ব্যবহার আগে জানতেন?

Last Updated:

শুধু যৌন সুরক্ষাতেই নয়, নয়া ও অভিনব পদ্ধতিতে কন্ডোমের ব্যবহার করেন কেনিয়ার মৎস্যজীবীরা ৷

#মোম্বাসা: কন্ডোমের নয়া ও অভিনব গুণ আবিষ্কার করেছেন মৎস্যজীবীরা ৷ শুধু গর্ভনিরোধক বা সুরক্ষিত যৌনতাতেই এর ব্যবহার সীমাবদ্ধ নয়, কন্ডোমের রয়েছে আরও অনেক গুণ  ৷ এমনটাই দাবি কেনিয়ার জেলেদের ৷ মাছ ধরতে যাওয়ার আগে কন্ডোম না নিয়ে বাড়ি থেকে বেরোনই না মোম্বাসার জেলেরা ৷
গোটা বিশ্বে যৌনসুরক্ষা ও কন্ট্রাসেপটিভ হিসেবে কন্ডোম পরিচিত হলেও কেনিয়ার এই মৎস্যজীবীদের দৌলতে এবার নয়া তকমা জুটল তার গায়ে ৷ মোম্বাসার এই জেলেরা যে কাজে কন্ডোম ব্যবহার করেন তার সঙ্গে যৌনতার কোনও সম্পর্ক নেই ৷ নিজেদের মোবাইল ফোন বাঁচাতে বা মোবাইল ফোনের সুরক্ষায় কন্ডোমটিকে কাজে লাগান তারা ৷
আরও পড়ুন 
advertisement
চুল স্ট্রেট করার পরই বিপত্তি, সামলাতে না পেরে চরম পদক্ষেপ ছাত্রীর
মাছ ধরতে সমুদ্রে নৌকা নামানোর আগে এখানকার জেলেরা পকেট থেকে বার করেন কন্ডোমের প্যাকেট ৷ কন্ডোমটি প্যাকেট থেকে বার করে ঘষে তার গা থেকে লুব্রিকেটিং পদার্থটি তুলে দেন তারা ৷ এরপর নিজেদের মোবাইলটি কন্ডোমে ভরে ভাল করে বেঁধে দেন কন্ডোমের খোলা মুখ ৷
advertisement
0-condom-main-1446158701
আসলে মাছ ধরতে গিয়ে বহুবার ঝড়ের মুখে পড়ে বা ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় নৌকা এবং জলে পড়ে যান জেলেরা ৷ অথবা জালে ওজনদার কোনও মাছ পড়লে জাল টেনে তুলতে অনেক সময় কোমর জলেও নেমে পড়তে হয় মৎস্যজীবীদের ৷ ফলে ভিজে যায় পকেটে থাকা মোবাইল ফোন ৷ এদিকে মোবাইল ফোন না নিয়ে বেরলেও বিপত্তি ৷ পরিবারের সঙ্গে যোগাযোগ, আবহাওয়া বদলের খবর বা আচমকা কোনও প্রাকৃতিক দুর্যোগের খবর পাওয়া অসম্ভব হয়ে ওঠে জেলেদের পক্ষে ৷ তাই দু’দিক রক্ষা করতে অবশেষে রক্ষাকর্তা কন্ডোম ৷ মাছ ধরতে বেরনোর সময় মাছ ধরার জালের সঙ্গে কন্ডোম নিতে ভোলেন না এই মৎস্যজীবীরা ৷
advertisement
আরও পড়ুন 
কন্ডোমের রবারের মতো আবরণ ফোনটিকে জলে ভেজার হাত থেকে রক্ষা করে ৷ ওয়াটার প্রুফ হিসেবে কন্ডোমের এমন ব্যবহার মোম্বাসার এই জেলেদের আগে বোধহয় কেউ করেননি ৷ তবে উল্লেখ্য, কন্ডোম ব্যবহার করে মোবাইল বাঁচালেও জেলে বউরা স্বামীর পকেট থেকে উদ্ধার হওয়া ব্যবহৃত কন্ডোমগুলিকে বেশ সন্দেহের চোখেই দেখেন ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
‘মাছ ধরতে গেলে লাগে কন্ডোম’! নিরোধের এমন অভিনব ব্যবহার আগে জানতেন?
Next Article
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE