Malda News: আচমকা স্বাস্থ্য দফতরের হানা নার্সিংহোমে ,যা উদ্ধার হল চোখ কপালে উঠবে!
- Published by:Pooja Basu
Last Updated:
ঘটনার পরেই নার্সিংহোমের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন স্থানীয় থেকে রোগীর আত্মীয়দের একাংশ।
#মালদহ: আচমকা নার্সিংহোমে হানা দিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার করল মালদহ জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। মালদহ শহর সংলগ্ন নার্সিংহোমের ওষুধের দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ঘটনার পরেই নার্সিংহোমের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন স্থানীয় থেকে রোগীর আত্মীয়দের একাংশ। মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধারের পরেই নার্সিংহোমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য দফতর।
advertisement
বুধবার বিকেল নাগাদ মালদহ শহর সংলগ্ন গাবগাছি এলাকায় একটি নার্সিংহোম হানা দেয় মালদহ জেলা স্বাস্থ্য দফতরের একটি বিশেষ টিম। সাথে ছিল জেলা পুলিশ প্রশাসন ও ড্রাগ কন্ট্রোল দফতরের কর্তারা। জাতীয় সড়কের ধারে ওই নার্সিংহোমে অভিযান চালায় স্বাস্থ্য দফতরের কর্তারা। ডেপুটি সিএমওএইচ -১ ডা: মৌসুমী পাল বন্দ্যোপাধ্যায় ও ডিএসপি প্রশান্ত দেবনাথ, জেলা ড্রাগ কন্ট্রোল অফিসের ইন্সপেক্টর আব্দুল অডুড সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। নার্সিংহোমের ভেতরে গিয়ে বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়।
advertisement
আরও পড়ুন Howrah News: হাওড়া খড়গপুর শাখায় যাত্রীবোঝাই লোকাল ট্রেনের খুলে গেল বগি! ব্যাহত ট্রেন চলাচল
সেখানে স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। এছাড়া অন্যান্য বিষয় সঠিকভাবে স্বাস্থ্য দফতরের নিয়ম অনুসারে চালানো হচ্ছে কিনা তা খুঁতিয়ে দেখেন স্বাস্থ্য কর্তারা। বিভিন্ন বিষয় গুলি তদারকি চালানোর সময় আধিকারিকদের নজরে আসে মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিষয়টি। নার্সিংহোমের মধ্যে রয়েছে একটি ওষুধের দোকান। যেখান থেকেই রোগীদের জন্য ওষুধ সরবরাহ করা হয়ে থাকে।ওই ওষুধের দোকানেই মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার হওয়ায় রীতিমতো নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনের কর্তারা।যদিও এবিষয়ে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ কোনরকম মন্তব্য করেনি।
advertisement
Harashit Singha
Location :
First Published :
July 07, 2022 5:51 PM IST