E20 Petrol : E20 পেট্রোল নিয়ে আবার বড় ঘোষণা, কেন্দ্রীয় মন্ত্রী এবার যা বললেন, লাখ লাখ গাড়ি, বাইক চালকের দুঃশ্চিন্তা কমল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
E20 Petrol- ইথানল মিশ্রিত পেট্রোল বা E20 পেট্রোল, যা নিয়ে এখন গোটা দেশে আলোচনা চলছে। অনেকেই দাবি করছেন, এই পেট্রোল গাড়ি বা বাইকে ব্যবহারের ফলে মাইলেজ কমছে। অনেকে আবার যন্ত্রাংশের সমস্যার কথাও বলছেন।
ইথানল মিশ্রিত পেট্রোল বা E20 পেট্রোল, যা নিয়ে এখন গোটা দেশে আলোচনা চলছে। অনেকেই দাবি করছেন, এই পেট্রোল গাড়ি বা বাইকে ব্যবহারের ফলে মাইলেজ কমছে। অনেকে আবার যন্ত্রাংশের সমস্যার কথাও বলছেন। তবে সরকার বলছে, এই পেট্রোল ব্যবহার ধোঁয়া নির্গমন কমাতে সাহায্য করে এবং বিশুদ্ধ পেট্রোলের উপর নির্ভরশীলতা হ্রাস করছে। তাই ভারত সরকার দেশ জুড়ে এর সরবরাহ বাধ্যতামূলক করেছে। অন্য দিকে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি দেশে E20 অনুবর্তী গাড়ির বিক্রয় শুরু হয়েছে।
advertisement
advertisement
কেপিএমজি ENRich 2025 অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ২০% ইথানল মিশ্রণ লক্ষ্য ছিল আমাদের। সেটা ২০৩০ সালের মধ্যে অর্জনের পরিকল্পনা ছিল সরকারের। আমরা সেটা ৬ বছর আগেই পূর্ণ করে ফেলেছি। এখন ২০ শতাংশের বেশি ইথানল মেশানোর কোনও পরিকল্পনা আর নেই। বর্তমান পরিস্থিতি মূল্যায়ণ করে দেখা হবে সবার আগে।
advertisement
মন্ত্রী পুরী এদিন আরও বলেন, ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে যে সব কথা শোনা যাচ্ছে, তা সত্যি নয়। পরিবেশ রক্ষায় ও কৃষকদের স্বার্থে এই পদক্ষেপ দরকার ছিল। ২০১৪ সালে দেশে মাত্র ১.৪% ইথানল মিশ্রণ ছিল। কিন্তু ২০২২ সালের নভেম্বরে তা বেড়ে ১০ শতাংশে দাঁড়ায়। কার্বন ডাই-অক্সাইড নির্গমন আগের থেকে অনেকটা কমানো সম্ভব হয়েছে।
advertisement
advertisement
