Ashwin Month Vastu Eating Tips: শুরু হল আশ্বিন মাস! ভুলেও দাঁতে কাটবেন না এই ৪ সবজি, ১ শাক এবং এই সাদা জিনিস! অসুখ অভাবে তছনছ হবে সংসার! ছারখার জীবন!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Ashwin Month Vastu Eating Tips:আশ্বিন মাসের আগেই সূর্যের দক্ষিণায়ণ গতির শুরু হয়ে যায়৷ ফলে বাতাসে চলে আসে হিমের পরশ৷ শহরে কম হলেও গ্রামে বেশ ভালই অনুভব করা যায় এই ঋতু পরিবর্তন৷ ঋতু পরিবর্তনের সঙ্গে শরীরকে মানিয়ে নিতে কী খাবেন, কী খাবেন না সে বিষয়ে আয়ুর্বেদে একাধিক নির্দেশ আছে৷
advertisement
advertisement
advertisement
এই আহারবিধি মূলত তৈরি করা হয় সুস্থতার লক্ষ্যে৷ ধীরে ধীরে এর সঙ্গে যুক্ত হয় জ্যোতিষ অনুষঙ্গ৷ মনে করা হয় এই বিধি পালন না করলে অসুস্থতার আশঙ্কা থাকে৷ অসুস্থ হলে রোগব্যাধিতে অর্থক্ষয় হয়ে হতে পারে৷ ফলে সংসারে দেখা দিতে পারে দারিদ্য৷ তাই বলা হয় রোগ ব্যাধিকে দূরে রেখে সুস্থ থাকতে, সংসারে অর্থাগমন বজায় রাখতে আশ্বিন মাসে কিছু খাবার বর্জন করতে হবে৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement