Malda News- আমের জেলা মালদহেই আমের দাম চড়া! কিন্তু কেন?

Last Updated:

বাজারে দেদার বিক্রি হচ্ছে গোপালভোগ, হিমসাগর ও গোবিন্দভোগ আম। তবে এই আম মালদহের বাগানের নয়

+
মালদহের

মালদহের বাজারে বাইরের জেলার আম বিক্রি হচ্ছে

#মালদহ- বাজারে দেদার বিক্রি হচ্ছে গোপালভোগ, হিমসাগর ও গোবিন্দভোগ আম। তবে এই আম মালদহের বাগানের নয়। মালদহের আম নয়, তবুও একশো টাকা কেজি দরের বেশি দামে বিক্রি হচ্ছে আম। বাজারে হয়তো মালদহের আমের দাম একশো টাকা কেজি হয়নি। সেখানে আমের জেলাতে বাজার দখল করে একশো টাকা থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাইরের জেলার আম। মালদহের আম বাজারে আসতে এখনো প্রায় ২০ থেকে ২৫ দিন। তার আগে মালদহের বাজার দখল করে নিয়েছে ভিন জেলার আম। খুব একটা চাহিদা না থাকলেও, বিক্রি হচ্ছে। প্রচন্ড গরম, এই গরম থেকে রেহাই পেতে মানুষ বিভিন্ন ধরনের রসালো ফল খেতে পছন্দ করেন। তাই মালদহের বাজারেও এখন বিক্রি হচ্ছে বাইরের আম।
মালদহের আমের মতো হয়তো স্বাদ বা গন্ধ নেই। তুলনায় দামও বেশি। তবে বছরের ফল বাজারে প্রথমদিকেই চাহিদা কিছুটা হলেও থাকে। আম খাওয়ার ইচ্ছে পূরণের জন্য অনেকেই কিনে খাচ্ছেন এই আম। ব্যবসায়ীরা জানান, কিছুদিন আগেই বাজারে দক্ষিণ ভারতের আম বিক্রি হচ্ছিল। এখন বাজারে বিক্রি হচ্ছে দক্ষিণবঙ্গের আম।
advertisement
advertisement
মূলত মালদহের বাজারে এখন নদিয়া কৃষ্ণনগরের আম বিক্রি হচ্ছে। মালদহ জেলার আম পাকার আগেই নদিয়া জেলার আম পেকে যায়। তাই এই সময় মালদহের বাজারে বিক্রি হতে দেখা যায় নদিয়া জেলার আম। বাইরের জেলা থেকে আমগুলি আসায় তুলনায় দাম বেশি। মালদহের আমের থেকেও বেশি দামে বিক্রি হচ্ছে এই আম। ব্যবসায়ীদের দাবি, মালদহের আমের মত স্বাদ নেই। তাই চাহিদা খুব একটা বেশি নেই নদিয়ার আমের। তবে বিক্রি হচ্ছে বাজারে। বাইরে থেকে আসা এই আমের দামও বেশি।
advertisement
মালদহের বাজারে এখন জেলার কাঁচা আম বিক্রি হচ্ছে। জেলার বিভিন্ন বাজারে কাঁচা কাঁচামিঠা আম ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সে জায়গায় বাইরের জেলার আম মালদহের বাজারে বিক্রি হচ্ছে ১০০ টাকার বেশি দামে। আগামী তিন সপ্তাহ পর থেকেই মালদহের গোপালভোগ, গোবিন্দভোগ প্রজাতির আম পাকতে শুরু করবে এমনটাই দাবি ব্যবসায়ীদের।
advertisement
মালদহের আম বাজারে আসতে শুরু করলেই দাম কমে যাবে। বাইরের জেলা থেকেও আম আসা বন্ধ হয়ে যাবে। তখন মালদহের আম ছড়িয়ে পড়বে গোটা রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে।
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News- আমের জেলা মালদহেই আমের দাম চড়া! কিন্তু কেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement