Malda: প্রাচীন ক্যামেরা সহ দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনী মালদহে
Last Updated:
মোঘল আমলের মুদ্রা থেকে ইংরেজ আমলের মুদ্রা, ভারত সহ একাধিক দেশের বিভিন্ন সময়ের টাকা, পয়সার কয়েন যেমন রয়েছে, পাশাপাশি, পুরনো যুগের কাঁচের বোতল, টেলিফোন, টর্ট লাইট, ক্যামেরা, টেপ রেকর্ডার, ঘড়ি থেকে বিভিন্ন দুস্প্রাপ্য সামগ্রী রয়েছে প্রদর্শনীতে।
মালদহ: মোঘল আমলের মুদ্রা থেকে ইংরেজ আমলের মুদ্রা, ভারত সহ একাধিক দেশের বিভিন্ন সময়ের টাকা, পয়সার কয়েন যেমন রয়েছে, পাশাপাশি, পুরনো যুগের কাঁচের বোতল, টেলিফোন, টর্ট লাইট, ক্যামেরা, টেপ রেকর্ডার, ঘড়ি থেকে বিভিন্ন দুস্প্রাপ্য সামগ্রী রয়েছে প্রদর্শনীতে। শুধু তাই নয়, দেশলাইয়ের কাঠি দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী, বিভিন্ন ধরনের চাবির রিং, নানান দেশের কলম থেকে পুঁথির প্রদর্শনী নিয়ে হাজির হয়েছেন মালদহ জেলার বিভিন্ন প্রান্তের সংগ্রাহকেরা। মালদহ শহরের বিনয় সরকার অতিথি আবাসনের কনফারেন্স হলে এই প্রদর্শনীর আয়োজন করে মালদহ নিউমিসম্যাটিক এন্ড কালেক্টরস ফোরাম। শনিবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
আরও পড়ুনঃ
Malda: বাঁশ বাগান থেকে উদ্ধার টোটো চালকের ক্ষতবিক্ষত দেহ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আগারওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত বিশিষ্ট ব্যক্তি ও অতিথিরা ব্যক্তিগত সংগ্রহশালা প্রদর্শনী ঘুরে দেখেন। মালদহ জেলার বহু ব্যক্তি রয়েছেন যারা পরিশ্রম করে নানান ধরনের দুষ্প্রাপ্য সামগ্রী সংরক্ষণ করে চলেছেন। কেউ নানা দেশের মুদ্রা সংগ্রহ করছেন, আবার কেউ পুরনো প্রাচীন আমলের দুষ্প্রাপ্য নানা সামগ্রী সংগ্রহ করেন। এই সমস্ত সংগ্রহের দুষ্প্রাপ্য জিনিস বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে মালদা জেলা নিউমিসম্যাটিক এন্ড কালেক্টরস ফোরামের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মালদহ জেলা নিউমিসম্যাটিক কালেক্টরস ফোরামের উদ্যোগে আয়োজিত দুষ্প্রাপ্য সামগ্রী প্রদর্শনী তিন দিনব্যাপী চলবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ
Malda: মালদহের মৎস্য প্রজনন কেন্দ্র চালু হল আবার
মালদহ জেলার বিভিন্ন প্রান্তের মোট ১২ জন এই প্রদর্শনীতে তাদের দুষ্প্রাপ্য সামগ্রী নিয়ে হাজির হয়েছেন। জেলায় এই ধরনের প্রদর্শনী করার মূল লক্ষ্য, প্রাচীন পুঁথি প্রাচীন টাকা-পয়সা থাকে বিভিন্ন সামগ্রী সম্পর্কে বর্তমান প্রজন্মের মধ্যে ধারণা তৈরি করতে। এমনকি বর্তমান প্রজন্ম যাতে এই সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিবহাল হতে পারে। তাই এমন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে আগামীতে এই ধরনের প্রদর্শনী রাজ্য স্তরের করার চিন্তাভাবনা রয়েছে। রাজ্যস্তরে এমন প্রদর্শনী হলে বহু মানুষ জানতে পারবে দুষ্প্রাপ্য সংগ্রহ সম্পর্কে।
advertisement
Harashit Singha
view commentsLocation :
First Published :
May 14, 2022 7:03 PM IST