Malda News- রাস্তায় বেড়িয়ে ঠান্ডা পানীয় খাচ্ছেন? সাবধান! লুকিয়ে আছে বিপদ!

Last Updated:

ফুটপাতে অস্থায়ী ঠেলা গাড়িতে করে মালদহ শহরের রাস্তায় দেদার বিক্রি হচ্ছে লস্যি, শরবত সহ বিভিন্ন ঠান্ডা পানীয়। কিন্তু জানেন, কী জল দিয়ে তৈরি এই বরফ?

+
মাছে

মাছে দেওয়া বরফ দিয়ে তৈরি হচ্ছে লস্যি

#মালদহ- ফুটপাতে অস্থায়ী ঠেলা গাড়িতে করে মালদহ শহরের রাস্তায় দেদার বিক্রি হচ্ছে লস্যি, শরবত সহ বিভিন্ন ঠান্ডা পানীয়। তীব্র গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পেতে সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে কিনে খাচ্ছেন রাস্তায় তৈরি লস্যি, শরবত। তবে লস্যি ও শরবত তৈরির জন্য যে বরফ ব্যবহার হচ্ছে, তা কোথা থেকে আসছে এ নিয়ে কোনো খোঁজ-খবর নেই সাধারণ ক্রেতা থেকে প্রশাসনের কাছে।
মালদহ শহরে বা শহরের আশেপাশে, পরিশ্রুত পানীয় জলের তৈরি বরফ তৈরির কারখানা নেই। যে সমস্ত বরফ তৈরির কারখানাগুলি রয়েছে সেখানে মূলত মৃতদেহ ও মাছে দেওয়ার বরফ তৈরি করা হয়। মাছ ও মৃতদেহতে বরফগুলি দেওয়া হয়, তাই পরিশ্রুত পানীয় জল দিয়ে তৈরি করা হয় না। তুলনামূলক কম দামে তৈরি সেই বরফগুলি কিনে নিয়ে এসেই বিক্রেতারা লস্যি শরবত তৈরি করছেন। তীব্র গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পেতে সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে লস্যি বা শরবত জাতীয় ঠান্ডা পানীয় কিনে খাচ্ছে।
advertisement
মালদহ শহরের প্রতিটি ফুটপাতের দোকানে যে লস্যি তৈরি করা হচ্ছে, তা মাছে দেওয়া বরফ দিয়ে। ফুটপাতে সকলের সামনে বরফ, দই সহ অন্যান্য সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে লস্যি। এমনকী, শরবতে বিভিন্ন ধরনের রং ব্যবহার করা হচ্ছে বরফের সাথে। সেই রংগুলির গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে। তীব্র গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পেতে মানুষ ফুটপাতের দোকান থেকে লস্যি কিনে খাচ্ছেন। সেই খাবার থেকে নানান রোগের সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ পরিশ্রুত পানীয় জল দিয়ে তৈরি হচ্ছে না বরফগুলি। যদিও বিক্রেতাদের দাবি তারা যে বরফগুলি নিয়ে আসে, সেগুলি ঠান্ডা পানীয় তৈরির জন্যই কারখানায় তৈরি করা হয়।
advertisement
advertisement
অপরদিকে, বরফ কারখানার কর্মীদের দাবি, মাছ ও মৃতদেহে দেওয়ার জন্যই তাদের কারখানায় বরফ তৈরি হয়। মালদহ শহরের রাস্তায় ফুটপাতে এইভাবে শরবত জাতীয় ঠান্ডা পানীয় বিক্রি করা হলেও কোন নজরদারী নেই প্রশাসনের।
জেলা স্বাস্থ্য দফতরের আলাদা একটি ফুড ইন্সপেক্টর দফতর রয়েছে। এছাড়াও পুরসভার একটি আলাদা ফুড দফতর রয়েছে। এই দুটি দফতরের মূল কাজ, শহরের বিভিন্ন খাবারের দোকানগুলির ওপর নজরদারি চালানো। নিয়ম মেনে খাবার তৈরি হচ্ছে কিনা, খাবারের দোকান পরিষ্কার পরিছন্ন কিনা, দোকানগুলিতে খাবারের সামগ্রী ব্যবহারে কোন নিম্নমানের খাদ্য সামগ্রী ব্যবহার করা হচ্ছে কিনা। নিয়মিত এই সমস্ত বিষয়গুলির ওপর নজরদারি চালানোই তাদের কাজ।
advertisement
মালদহ শহরের রাস্তায় গরম পড়তে মাছে দেওয়া বরফ দিয়ে ঠান্ডা পানীয় তৈরি হলেও কোনো উদ্যোগ এখন পর্যন্ত এই দুটি দফতরের পক্ষ থেকে নেওয়া হয়নি। যদিও বিষয়টি জানার পর দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মালদহ জেলার সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো।
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News- রাস্তায় বেড়িয়ে ঠান্ডা পানীয় খাচ্ছেন? সাবধান! লুকিয়ে আছে বিপদ!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement