Malda News: কাজে বেরিয়ে আর ফেরা হল না! মাঝ রাস্তাতেই নৃশংস পরিণতি ব্যক্তির
- Reported by:HARASHIT SINGHA
- news18 bangla
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Malda News: জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি।
মালদহ: জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ধাক্কা মারে ওই ব্যক্তিকে। বাসের ধাক্কায় জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে রক্তাক্ত অবস্থায় মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকা জুড়ে। মালদহের কালিয়াচক থানার টাঙ্গা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটেছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আরিফ আকতার (৪৮)। বাড়ি কালিয়াচক থানার কুশাবাড়ির ডাঙ্গা মোড় এলাকায়। পরিবারের রয়েছে স্ত্রী সুখিয়া বিবি এক মেয়ে ও এক ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিন সকালে সুজাপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পায়ে হেঁটে যাওয়ার পথে ডাঙা মোড় জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় মালদহের দিক থেকে আসা একটি সরকারি বাস কলকাতা উদ্দেশ্যে যাওয়ার পথে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগেই চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পরে ওই সরকারি বাসটিকে আটক করেছে কালিয়াচক থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত গাড়ির চালক পলাতক বলে জানা যায়।
advertisement
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত ব্যক্তির পরিবার সহ গোটা গ্রামে। প্রত্যক্ষদর্শী তথা স্থানীয় বাসিন্দা রেজাউল বলেন, সুজাপুর যাওয়ার সময় ডাঙ্গা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। আশেপাশের বাসিন্দা আমরা সকলে ছুটে যায়। উদ্ধার করে হাসপাতলে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 20, 2023 5:30 PM IST







