হোম /খবর /মালদহ /
উত্তরবঙ্গ এক্সপ্রেস-সহ আরও ৪টি ট্রেন দাঁড়াবে মালদহের বিভিন্ন স্টেশনে

Malda News: উত্তরবঙ্গ এক্সপ্রেস-সহ আরও ৪টি ট্রেন দাঁড়াবে মালদহের বিভিন্ন স্টেশনে

হরিশ্চন্দ্রপুর পেল দুটি ট্রেনের স্টপেজ

হরিশ্চন্দ্রপুর পেল দুটি ট্রেনের স্টপেজ

উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন এবার থেকে দাঁড়াবে মালদহের সামসি স্টেশনে। এছাড়াও মালদহের হরিশ্চন্দ্রপুর স্টেশনে দাঁড়াবে হাওড়া- রাধিকাপুর কুলিক এক্সপ্রেস ও পুরী কামাখ্যা সাপ্তাহিক এক্সপ্রেস।

  • Share this:

মালদহ: উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন এবার থেকে দাঁড়াবে মালদহের সামসি স্টেশনে। এছাড়াও মালদহের হরিশ্চন্দ্রপুর স্টেশনে দাঁড়াবে হাওড়া- রাধিকাপুর কুলিক এক্সপ্রেস ও পুরী কামাখ্যা সাপ্তাহিক এক্সপ্রেস। মালদহের একলাখি স্টেশনে দাঁড়াবে শিয়ালদহ সহরসা হাট বাজার এক্সপ্রেস ও হাওড়া- বালুরঘাট এক্সপ্রেস। চলতি মাস থেকেই এই ট্রেনগুলি নতুন স্টেশনে স্টপেজ দেবে। উত্তর মালদহের এই তিনটি রেল স্টেশনে একাধিক এক্সপ্রেস ট্রেন থামার ফলে গুরুত্ব বাড়বে স্টেশনগুলির।

বর্তমানে উত্তর মালদহের গুরুত্বপূর্ণ রেল স্টেশন সামসি। সেখানে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ায় আরও গুরুত্ব বৃদ্ধি পাবে। এছাড়াও অনান্য দূরপাল্লার ট্রেনগুলি হরিশ্চন্দ্রপুর ও একলাখি স্টেশনে দাঁড়ানোয় উত্তর মালদহের ট্রেন যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। ভারতীয় রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশিকা দেওয়া হয়েছে।১৩০৫৩হাওড়া - রাধিকাপুর কুলিক এক্সপ্রেস (০২.০৫.২০২৩ থেকে যাত্রা শুরু হচ্ছে) এবং ১৩০৫৪ রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস (০২.০৫.২০২৩ থেকে যাত্রা শুরু হচ্ছে) হরিশ্চন্দ্রপুর স্টেশনে ১৭.১০ এ পৌঁছবে।  ১৫৬৪৩ পুরী – কামাখ্যা সাপ্তাহিক এক্সপ্রেস (০৬.০৫.২০২৩ থেকে যাত্রা শুরু হচ্ছে) এবং ১৫৬৪৪ কামাখ্যা-পুরী সাপ্তাহিক এক্সপ্রেস (০৪.০৫.২০২৩ থেকে যাত্রা শুরু হচ্ছে) হরিশ্চন্দ্রপুর স্টেশনে ১৫.৫৫ এ পৌঁছবে।  ১৩১৬৯ শিয়ালদহ - সহরসা হাট বাজার এক্সপ্রেস (০২.০৫.২০২৩ থেকে যাত্রা শুরু হচ্ছে) এবং ১৩১৭০ সহরসা - শিয়ালদহ হাট বাজার এক্সপ্রেস একলাখি স্টেশনে ০৩.০৫এ পৌঁছাবে৷

১৩০৬৩হাওড়া - বালুরঘাট এক্সপ্রেস (০৩.০৫.২০২৩ থেকে যাত্রা শুরু হচ্ছে) এবং ১৩০৬৪বালুরঘাট - হাওড়া এক্সপ্রেস (০৩.০৫.২০২৩ থেকে যাত্রা শুরু হচ্ছে) একলাখি স্টেশনে ১৫.৫৩ ​​টায় পৌঁছবে৷১৩১৪৭ শিয়ালদহ - বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস ( ০৩.০৫.২০২৩ থেকে যাত্রা শুরু হচ্ছে) এবং ১৩১৪৮ বামনহাট - শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস ( ০৩.০৫.২০২৩থেকে এবং ০৩.০৫.২০২৩ থেকে যাত্রা শুরু হচ্ছে) সামসি স্টেশনে ০৩.০৮এ পৌঁছবে৷

হরষিত সিংহ

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Malda