Malda News: রাত হলেই মহানন্দার পাড়ে শুরু হয়ে যায় মাটি মাফিয়াদের দাপাদাপি, ফের ভাঙন আতঙ্ক মালদহে

Last Updated:

খোদ মালদহ শহরের বুকে এই ঘটনা ঘটায় হতভম্ব সকলেই। শহরের ২১ নম্বর ওয়ার্ডটি নদী তীরবর্তী এলাকা। অভিযোগ, শাসকদলের একাংশের মদতে এলাকার মাটি মাফিয়ারা রাতের অন্ধকারে মহানন্দা নদীর মাটি চুরি করে নিয়ে যাচ্ছে।

+
title=

মালদহ: রাতের অন্ধকারে মহানন্দার নদী গর্ভ থেকে চুরি হচ্ছে মাটি। পুরোটাই ঘটছে মাফিয়াদের মদতে। এমনই অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হলেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, এইভাবে লাগামহীন মাটি চুরির ফলে মহানন্দার গতিপথ বদলে যেতে পারে। তার জেরে বর্ষার সময় মালদহের নদী ভাঙন সমস্যা আরও ব্যাপক আকার ধারণ করার আশঙ্কায় ভুগছে সাধারণ মানুষ। সব মিলিয়ে মাটি মাফিয়াদের এই দৌরাত্ম্যের মাথায় হাত গ্রামবাসীদের।
খোদ মালদহ শহরের বুকে এই ঘটনা ঘটায় হতভম্ব সকলেই। শহরের ২১ নম্বর ওয়ার্ডটি নদী তীরবর্তী এলাকা। অভিযোগ, শাসকদলের একাংশের মদতে এলাকার মাটি মাফিয়ারা রাতের অন্ধকারে মহানন্দা নদীর মাটি চুরি করে নিয়ে যাচ্ছে। এলাকার মানুষের সঙ্গে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর‌ও এই অভিযোগ তুলেছেন।
advertisement
advertisement
নদী থেকে মাটি তুলে নিয়ে গিয়ে তা দিয়ে শহরেরই নিচু জায়গা ভরাট করা হচ্ছে। মাটি মাফিয়াদের সঙ্গে এই কাজে শহরের প্রোমোটাররাও জড়িত আছে বলে অভিযোগ। নদীগর্ভে প্রায় ৫ ফুট গভীর গর্ত করে মাটি তোলা হচ্ছে। এই অবস্থায় নদীর পাড়ে বসবাসকারীরা ভাঙনের আতঙ্কে ভুগতে শুরু করেছেন। এমনিতেই মালদহ জেলায় নদী ভাঙন সমস্যা সম্প্রতি ব্যাপক আকার ধারণ করেছে।
advertisement
মাটি মাফিয়াদের দৌরাত্ম্যের বিষয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে প্রশাসনিকভাবে জানানো হয়েছে, মহানন্দা নদীর গর্ভ থেকে মাটি কাটা বা বালি তোলার সরকারি কোন‌ও নির্দেশিকা দেওয়া হয়নি। এই বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়।
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: রাত হলেই মহানন্দার পাড়ে শুরু হয়ে যায় মাটি মাফিয়াদের দাপাদাপি, ফের ভাঙন আতঙ্ক মালদহে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement