Malda Flood: পুজোর আগে ফুঁসছে মহানন্দা! বানভাসি মালদহ শহরের অসংরক্ষিত এলাকা

Last Updated:

মহানন্দা নদীর জল বৃদ্ধি পাচ্ছে। ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভার অসংরক্ষিত এলাকায় জল ঢুকতে শুরু করেছে। বানভাসি বহু এলাকা।

+
শহরের

শহরের অসংরক্ষিত এলাকা জলমগ্ন

মালদহ: উত্তরবঙ্গে ভারী বর্ষণের জের,পুজোর আগে নতুন করে বানভাসি মহানন্দা নদীর তীরবর্তী অঞ্চল। মালদহের অন্যান্য নদীগুলির সঙ্গে মহানন্দা নদীর জলস্তর ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভার নদী তীরবর্তী ওয়ার্ড গুলির অসংরক্ষিত এলাকা জলমগ্ন হতে শুরু করেছে। গত সপ্তাহে ভারী বর্ষণের জেরে আবারও মহানন্দা নদীর জলস্তর বাড়তে শুরু করেছে।
প্লাবিত হয়েছে ইংরেজবাজার পুরসভার ৮,১২,১৩ নম্বর ওয়ার্ডের নদীর তীরবর্তী বস্তি এলাকাগুলি। এছাড়াও পুরাতন মালদহ পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হতে শুরু করেছে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, নতুন করে মহানন্দা নদীর জলে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। আমরা পুরসভার পক্ষ থেকে ত্রাণ শিবির খুলে দিয়েছি। সেখানে সকলের থাকার ব্যবস্থা করা হচ্ছে।
advertisement
advertisement
সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে ব্যাপক হারে মহানন্দা নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে মহানন্দা নদীর জল স্তর ২০.৮৭ মিটার রয়েছে। বিপদসীমার অনেকটাই কাছাকাছি রয়েছে মহানন্দা নদীর জল স্তর। নতুন করে বন্যার জল এলাকায় ঢুকে পড়ায় বাড়ি ঘর ছাড়ছেন বাসিন্দারা। পুজোর আগে বানভাসি দুই পুরসভার নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda Flood: পুজোর আগে ফুঁসছে মহানন্দা! বানভাসি মালদহ শহরের অসংরক্ষিত এলাকা
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement