Malda News: ষষ্ঠী পর্যন্ত চণ্ডীরূপে পুজিত হন উমা! রীতি মেনে মালদহের লালবাথানিতে হল বোধন
Last Updated:
প্রাচীন রীতি মেনে আজো লালবাথানি গ্রামে ষষ্ঠীর পনেরো দিন আগে থেকে বোধনের মধ্যে দিয়ে শুরু হয় দুর্গা পুজো। মালদহের মানিকচক ব্লকের লালবাথানি গ্রামে বেশ কয়েকটি বনেদি বাড়ির পুজো হয়।
#মালদহ: বোধনের ঘট ভরে সূচনা হল দুর্গা পুজোর। প্রাচীন রীতি মেনে আজ লালবাথানি গ্রামে ষষ্ঠীর পনেরো দিন আগে থেকে বোধনের মধ্যে দিয়ে শুরু হয় দুর্গা পুজো। মালদহের মানিকচক ব্লকের লালবাথানি গ্রামে বেশ কয়েকটি বনেদি বাড়ির পুজো হয়। প্রাচীন রীতি নীতি মেনে নিষ্ঠার সঙ্গে এই গ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে পুজো। পুজোর ১৫ দিন আগে ঘট ভরে নিয়ে আসা হয় স্থানীয় নদী থেকে। এই ঘটভরা অনুষ্ঠানে মূলত পুরুষেরা অংশগ্রহণ করেন। সকাল বেলা নদীঘাটে পুরোহিত গিয়ে মন্ত্র উচ্চারণ করে ঘট ভরে নিয়ে আসা হয়।সেই ঘট মন্দিরে প্রতিষ্ঠা করে শুরু হয় পুজো। বোধনের দিন প্রাচীন নিয়ম মেনে পাঁঠা বলি দেওয়ার রীতি রয়েছে। বোধন থেকে ষষ্টী পর্যন্ত চন্ডী পুজো করা হয় মূলত। ১৫ দিন চন্ডীপুজো করে ষষ্ঠীর সকালে নতুন ঘট ভরা হয়। তারপর পাঁচদিন ব্যাপী চলে দেবী দুর্গার আরাধনা।
আরও পড়ুন Durga Puja 2022: আহেলী-র পুজোর ভোজে মিলবে জেলার স্বাদ!
এক সময় জেলার প্রায় প্রতিটি জমিদার ও বনেদি বাড়িতে বোধন পুজোর মধ্যে দিয়ে সূচনা করা হতো দুর্গা উৎসবের। তবে সময়ের সঙ্গে বদলেছে সবকিছু। এখন আর বোধন দেখা যায় না অধিকাংশ পুজোতেই। তবে মানিকচকের লালবাথানি গ্রামের বেশ কয়েকটি পুজো আজও প্রাচীন রীতি-নীতি মেনে নিষ্ঠার সাথে বোধন পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর সূচনা করে থাকে। যদিও সমস্ত পুজো বোধন দিয়ে শুরু হয়না। মূলত পাঁচদিনের পুজোয় ব্যাপক হারে প্রচলিত হয়ে আসছে প্রাচীন কাল থেকেই। তবে দেবীর বোধনের আলোচনা পাওয়া যায় মৎস্যপুরাণ, মার্কেণ্ডয়পুরাণ, শ্রীশ্রীচণ্ডী, দেবীপুরাণ, কালিকাপুরাণ এবং দেবী ভাগবতে। মা বর্তমানে বেশ কিছু পুজোয় এখনো বর্তমান। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য লালবাথানি গ্রামের বড় দুর্গা। আজওনিষ্ঠার সাথে বোধনের ঘট ভরে শুরু হয় পুজো।
advertisement
হরষিত সিংহ
advertisement
Location :
First Published :
September 19, 2022 9:32 PM IST
