Malda: রাজ্য সরকারের উদ্যোগে উদ্বোধন করা হল সিভিল সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্র

Last Updated:

মালদহ কলেজে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হল সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস অধ্যয়ন কেন্দ্র। জেলার মেধাবী পড়ুয়াদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয় সিভিল সার্ভিস সহ বিভিন্ন চাকুরীর প্রস্তুতির।

+
title=

#মালদহঃ মালদহ কলেজে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হল সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস অধ্যয়ন কেন্দ্র। জেলার মেধাবী পড়ুয়াদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয় সিভিল সার্ভিস সহ বিভিন্ন চাকুরীর প্রস্তুতির। শুধু মালদহ জেলা নয় রাজ্যের বেশ কয়েকটি জেলায় এই অধ্যায়ন কেন্দ্র খোলা হল রাজ্য সরকারের উদ্যোগে। এই অধ্যায়ন কেন্দ্রে অনলাইনে পড়ুয়াদের বিভিন্ন চাকরির প্রস্তুতির প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ক্লাসে বসেই প্রস্তুতির জন্য লাইব্রেরীর ও ব্যবস্থা রয়েছে। মালদহ জেলা প্রশাসনের কর্তা আধিকারিক থেকে বিশিষ্ট অধ্যাপকেরা ও এই অধ্যায়ন কেন্দ্রে প্রশিক্ষণ দিতে পারবেন। বৃহস্পতিবার রাজ্যজুড়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য জুড়ে শুরু হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ ও সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস অধ্যয়ন কেন্দ্রের উদ্বোধন।
 
 
advertisement
ভার্চুয়াল মাধ্যমে জেলায় জেলায় উদ্বোধন হয় এই প্রকল্পের। এদিন মালদহ কলেজে কনফারেন্সে হলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণের আসর বসে।উপস্থিত ছিলেন মালদহ জেলা শাসক নিতীন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ)বৈভব চৌধুরী, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তি ছেত্রী,মালদহ কলেজ অধ্যক্ষ মানস কুমার বৈদ্য, সহ অন্যান্য আধিকারিকেরা।
advertisement
 
 
এদিন মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে রাজ্যে মোট আট হাজার ছাত্র ছাত্রীকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরন করা হয়। জেলায় জেলায় অধ্যায়ন কেন্দ্র খোলায় চাকরি প্রার্থীদের অনেকটাই সুবিধা হবে এমনটাই দাবি অনেকের। মালদহ কলেজে সরকারি উদ্যোগে তৈরি করা হয়েছে এই অধ্যয়ন কেন্দ্র।
advertisement
 
 
অনলাইন পড়াশোনার ব্যবস্থা সহ সব ধরনের পরিকাঠামো তৈরি করা হয়েছে প্রশাসনের উদ্যোগে। এদিন সরকারিভাবে উদ্বোধন করা হলো এই অধ্যায়ন কেন্দ্রের। আগামীতে রাজ্য সরকারের নির্দেশ মতোই চালু করা হবে।
advertisement
 
 
Harashit Singha
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: রাজ্য সরকারের উদ্যোগে উদ্বোধন করা হল সিভিল সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement