Malda News: কী করলে ঠেকানো যাবে গঙ্গার ভাঙন? পথ খুঁজতে মালদহে সেমিনার

Last Updated:

মালদহের সেই নদী ভাঙন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করতে আয়োজিত হল এক সেমিনার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া।

+
title=

মালদহ: গঙ্গা ভাঙন মালদহের সবচেয়ে বড় জ্বলন্ত সমস্যাগুলির অন্যতম। জেলার তিনটি ব্লকের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই গঙ্গার গর্ভে তলিয়ে গিয়েছে। কিন্তু তাতেও খামতি নেই। ফি বছর ভেঙেই চলেছে নদীর পাড়। বহু পরিবার ভিটেমাটি হারিয়ে আশ্রয় শিবিরে কোনরকমে দিন কাটাচ্ছে। এদের মধ্যে অনেকের হয়ত দোতলা বাড়ি ছিল। কিন্তু সর্বগ্রাসী নদী সব শেষ করে দিয়েছে। এই বিষয়ে মালদহের মানুষ বারবার রাজ্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে। তবে নদী ভাঙনের প্রভাব এতটাই বেশি যে তা কখনই রাজ্যের পক্ষে একা সামলানো সম্ভব নয়। এই কারণে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বারবার এই বিষয়ে একটি জাতীয় নীতি রূপায়ণের দাবি তোলা হয়।
মালদহের সেই নদী ভাঙন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করতে আয়োজিত হল এক সেমিনার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান, চর সমস্যা, মৎস্যজীবীদের নানান সমস্যা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। এই সেমিনার আয়োজন করে গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি।
advertisement
advertisement
মালদহের কালিয়াচক, মানিকচক সহ ভাঙন কবলিত এলাকার মানুষরা মিছিল করে মালদহ টাউন হলে আসেন এই সেমিনারে উপস্থিত থাকার জন্য। উপস্থিত ছিলেন মালদহ ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনেরের সভাপতি উজ্জ্বল সাহা সহ গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সদস্যরা। জেলাশাসক জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মত জেলা প্রশাসন ভাঙন কবলিত এলাকার মানুষদের পাশে আছে। বর্ষা আসার আগেই বিভিন্ন এলাকায় বাঁধ দেওয়ার কাজ চলছে, যাতে ভাঙন প্রতিরোধ করা যায়। অন্যদিকে ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, এই ভাঙন মোকাবিলায় কেন্দ্র কোন‌ও টাকা না দিলেও রাজ্য সরকার ইতিমধ্যেই এক হাজার কোটি টাকা খরচ করেছে। তবে সকলেই একটা বিষয় একমত হন, গঙ্গা ভাঙন সমস্যার স্থায়ী সমাধান বের করতে হলে অনেক বড় আকারে কাজ করতে হবে। তার জন্য কেন্দ্রীয় সরকারের সাহায্য জরুরি বলে এই সভা থেকে মত উঠে আসে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: কী করলে ঠেকানো যাবে গঙ্গার ভাঙন? পথ খুঁজতে মালদহে সেমিনার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement