নয়া আবিষ্কারে চিন্তা বাড়ল চোরদের
- Published by:Ananya Chakraborty
Last Updated:
নতুন একটি ডিভাইস আবিষ্কার করলেন রুপনারায়ণপুরের এক ব্যক্তি। যা স্বস্তি দেবে সাধারণ মানুষকে। ঘুম কাড়বে চোরদের। মাত্র হাজার টাকার এ?
বিগত কয়েকদিনে আসানসোলের বিভিন্ন এলাকায় চোরের উৎপাত বেড়েছে বলে অভিযোগ। তাদের উৎপাতে অতিষ্ঠ সাধারণ মানুষ। অনেকেই বাড়ি ফাঁকা রেখে বাইরে যেতে ভরসা পাচ্ছেন না।এমনইঅবস্থায় নতুন একটি ডিভাইস আবিষ্কার করলেন রুপনারায়ণপুরের এক ব্যক্তি। যা স্বস্তি দেবে সাধারণ মানুষকে। ঘুম কাড়বে চোরদের। মাত্র হাজার টাকার এই ডিভাইসের উপর বাড়ির দায়িত্ব দিয়ে, আপনি যেতে পারবেন ঘুরতে। অনধিকার কেউ বাড়িতে প্রবেশ করতে চাইলে, সঙ্গে সঙ্গে আপনার স্মার্টফোনে বেজে উঠবে এলার্ম।
রুপনারায়ণপুরের বাসিন্দা স্নেহাশীষ দে। পেশায় ছিলেন সরকারি কর্মচারী। আগে কর্মরত ছিলেন পূর্ব রেলের উচ্চপদে। তার শখ ছিল নিত্য নতুন ডিভাইস আবিষ্কার করা। সেই নেশাতে বুঁদ হয়ে তিনি আবিষ্কার করেছেন হোম সেফটি ডিভাইস। আসানসোলের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বেড়েছিল বিগত কয়েক মাসে। তার মধ্যেই স্নেহাশীষ বাবুর নতুন আবিষ্কার স্বস্তি এনে দিয়েছে সাধারণ মানুষের মনে। ইতিমধ্যেই স্নেহাশীষ দে, তার তৈরি ডিভাইসটি বাজারজাত করার জন্য, পেটেন্ট ফাইল করেছেন। তিনি জানিয়েছেন, খুব কম খরচে, মাত্র এক হাজার টাকায় এই ডিভাইসটি কিনতে পারবেন সাধারন মানুষ। ডিভাইসটি বাড়িতে ইন্সটল করা খুব সহজ। ফলে চোরের উপদ্রব থেকে মানুষের মুক্তি পাওয়া, কার্যত এখন সময়ের অপেক্ষা বললেও ভুল হবে না।
advertisement
কিভাবে কাজ করবে ডিভাইসটি, সেই বিষয়ে জানিয়েছেন আবিষ্কারক স্নেহাশীষ দে। তিনি বলেছেন, ডিভাইসটির সঙ্গে একটি সেলফোন যুক্ত করা থাকবে। ডিভাইস টি ইন্সটল করতে হবে বাড়ির দরজায়। ডিভাইসে থাকা মোবাইল ফোনে বাড়ির কোন একজন সদস্যের ফোন নাম্বার ডায়াল করা থাকবে। কেউ ওই দরজাটি খুলে বাড়িতে প্রবেশ করতে চাইলে, অথবা দরজা ভাঙতে চেষ্টা করলে, ডিভাইসের সঙ্গে যুক্ত থাকা মোবাইলের ডায়াল লিস্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপর ডিভাইসে যুক্ত মোবাইল থেকে বাড়ির সদস্যের মোবাইল নম্বরে একটি আলার্মিং ফোন কল ঢুকবে। ফলে বাড়ি মালিক অথবা বাড়ির ওই সদস্য খুব সহজেই বুঝতে পারবেন বাড়িতে কেউ অনধিকার প্রবেশের চেষ্টা করছেন। ফলে সঙ্গে সঙ্গে তিনি প্রতিবেশী এবং পুলিশকে খবর দিতে পারবেন। পাশাপাশি চোরের উপদ্রব থেকে বাড়ির সম্পত্তি এবং জিনিসপত্র রক্ষা করতে পারবেন।
advertisement
advertisement
ডিভাইসটি সম্পর্কে বলতে গিয়ে স্নেহাশীষ বাবু আরও জানিয়েছেন, ডিভাইসটির জন্য তিনি ইতিমধ্যেই পেটেন্ট ফাইল করেছেন। ডিভাইসটি বাজারজাত হলে, মাত্র হাজার টাকার বিনিময়ে যে কেউ এই ডিভাইসটি কিনতে পারবেন। যন্ত্রটি ইনস্টল করতে কোনো খরচ হবে না। শুধুমাত্র দরজায় ডিভাইস টি ইন্সটল করলেই কাজ হয়ে যাবে। ফলে স্নেহাশীষ বাবুর আশা ডিভাইসটি বাজারজাত হলে, তা বড় সাফল্য লাভ করবে।
advertisement
উল্লেখ্য, রেলের প্রাক্তন কর্মচারী স্নেহাশীষ দে, এর আগেও বেশ কয়েকটি ছোটখাটো ডিভাইস বানিয়েছেন। এই নিয়ে তিনি লাগাতার গবেষণা চালাতে থাকেন। আগামী দিনেও, তিনি আরও অন্যান্য সময়োপযোগী কার্যকরী ডিভাইস বানানোর কথা বলেছেন।
স্নেহাশীষ বাবুর নয়া আবিষ্কারে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। চোরের উপদ্রব থেকে মুক্তি পাওয়ার আশা দেখছেন অনেকে। অন্যদিকে স্নেহাশীষ বাবুর নয়া এই যন্ত্র, চিন্তায় ফেলেছে চোরবাবাজীদের।
Location :
First Published :
July 08, 2021 10:17 PM IST