মহিলা মৃৎশিল্পী থেকে আয়োজক এবং পুরোহিতও মহিলা! মাতৃকুটিরের অভিনব পুজোর সাক্ষী থাকল শিলিগুড়ি

Last Updated:

মহিলা দ্বারা পরিচালিত পুজো শুনেছেন। কিন্তু মহিলা পুরোহিত? শুনেছেন? আর যদি বলি সেই পুজোর আয়োজনের মূর্তি; সেটাও মহিলা মৃৎশিল্পীর তৈরি! কী বলবেন? ভাবনায় পরে গেলেন তো? হ্যাঁ, এমনই এক দুর্গাপুজো সাড়ম্বরে পালিত হল শিলিগুড়ির পূর্ব বিবেকানন্দ পল্লীর মাতৃকুটিরে

শিলিগুড়ির মাতৃকুটিরের চলছে মাতৃ আরাধনা
শিলিগুড়ির মাতৃকুটিরের চলছে মাতৃ আরাধনা
#শিলিগুড়ি: ঋতাভরী চক্রবর্তী এবং সোহম মজুমদার অভিনীত, অরিত্র মুখোপাধ্যায় দ্বারা পরিচালিত সিনেমা  'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' মুক্তি পাওয়ার পর থেকেই যেন বাঙালিদের মধ্যে এক সচেতনার উণ্মোচন হয়। মহিলা পুরোহিত, মহিলা মৃৎশিল্পী, মহিলা দ্বারা আয়োজিত পুজো, এসব যেন ধীরে ধীরে সমাজে বৃহত্তর জায়গা নিতে শুরু করে। মেয়েদের ঋতুস্রাব চলাকালীন পুজোর জায়গায় প্রবেশ করা বা পুজোর সামগ্রীতে হাত দেওয়া ছিল নিষেধ। এসবকে প্রাধান্য না দিয়ে পুজোয় পুরোপুরি মেতে উঠেছেন মহিলারা।
তবে, মহিলা দ্বারা পরিচালিত পুজো শুনেছেন। কিন্তু মহিলা পুরোহিত? শুনেছেন? আচ্ছা, আর যদি বলি সেই পুজোর আয়োজনের মূর্তি; সেটাও মহিলা মৃৎশিল্পীর তৈরি! কী বলবেন? ভাবনায় পরে গেলেন তো? হ্যাঁ, এমনই এক দুর্গাপুজো সাড়ম্বরে পালিত হল শিলিগুড়ির পূর্ব বিবেকানন্দ পল্লীর মাতৃকুটিরে। ষষ্ঠীর বোধন থেকে দর্পে বিসর্জন তদস্তু বিজয়া; সবটাই হয় শাস্ত্রমতে। এককথায় একবিংশ শতাব্দীতে তন্ত্রধারীদের অচলায়তনে আঘাত হেনেছে প্রিয়ম্বদা, জয়া, শিখারা।
advertisement
নারীদের পুজো করারও বিধানকে উজাগর করে গত দু'বছর ধরে মহিলা পুরোহিত ও মহিলা মৃৎশিল্পী দ্বারা গড়া মহামায়ার আরাধনা চলছে। পুজোর আয়োজনে যেমন অনেক ক্ষেত্রেই পুরুষদের থেকে মহিলারা এগিয়ে থাকছে সেক্ষেত্রে পুজোও তাঁরাও নিষ্ঠার সঙ্গে করতে পারবে এমন ভাবনা থেকেই মহিলা পুরোহিত দিয়ে পুজোর শুরু মাতৃকুটিরে। আগামীতেও এমনটাই চলবে বলে জানিয়েছেন মাতৃকুটিরের পুজোর অন্যতম উদ্যোক্তা প্রিয়ম্বদা বিশ্বাস। তাঁর কথায়, সব কিছুতেই যদি মহিলারা পায়ে পা মিলিয়ে পুরুষের সঙ্গে চলতে পারে তাহলে পুজোতে তাঁরা বাদ যাবেন কেন?
advertisement
advertisement
অন্যদিকে, যাঁরা পুজো করলেন শিখা চক্রবর্তী ও জয়া চক্রবর্তী; তাঁরা জানান, শাস্ত্রে যদি বিধান থাকতে পারে মায়ের আরাধনায় কোনও বাধা থাকতে পারে না। শিখাদেবী এখানে পৌরহিত্য করেন। বলেন, 'বাবা পুরোহিত ছিলেন। ছোটবেলা থেকেই বাবাকে পুজো করতে দেখে আসছি। তাই নিয়ম-নিষ্ঠায় কখনও কোনও ত্রুটি রাখি না। আমি বিগত দুবছর ধরে এখানে পুজো করছি। অনেকে যেমন সাপোর্ট (support) করেছেন, তেমনি অনেক বাধাও দিয়েছেন। মহিলারা কেন পুজো করবেন? এই প্রশ্নের মুখে বারবার পড়তে হযেছে। কিন্তু পুরাণমতে মহিলারাও পুজো করতে পারেন। এতে কোনও ক্ষতি হয় না। আর্যসমাজে মনীষী এবং ঋষিদের সঙ্গে মহিলারাও যজ্ঞে অংশ নিতেন। আমরা সমাজে এক দৃষ্টান্ত স্থাপন করতে চাই।'
advertisement
পুজোর অন্যতম উদ্যোক্তা এবং মাতৃকুটিরের কর্মকর্ত্রী প্রিয়ম্বদা বিশ্বাস নিউজ ১৮ লোকালকে  বলেন,  'বরাবরই মাতৃভক্তি ছিল আমার মধ্যে। ভাবাবেগের জায়গা থেকেই হয়ত স্বপ্নাদেশে নির্দেশ পেয়েছিলাম। এবং সেখান থেকেই এই পুজোর সূত্রপাত। এই পুজো সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত। প্রতিমা তৈরি করা থেকে শুরু করে মায়ের আরাধনা, সম্পূর্ণ মহিলারাই করেন। ছোট বড় নির্বিশেষে সবাই এই পুজোয় অংশ নেন।'
advertisement
ষষ্ঠী থেকে দশমী থাকে বিভিন্ন ভোগের আয়োজন থাকে। এই বিষয়ে তিনি বলেন, 'সপ্তমীতে মাকে অন্নভোগ দেওয়া হয়, অষ্টমীতে খিচুড়ি ভোগ, নবমীতে পোলাও বা ফ্রায়েড রাইস (fried rice)। এছাড়া পিঠে পুলি তো রয়েছেই। দশমীতে কচুর শাক, পান্তা ভাত দিয়ে মাকে বিদায় জানানো হয়। দর্পে বিসর্জনের পরই মায়ের বিসর্জন হয়। ভোগের পাশাপাশি নতুন বস্ত্র, যেমন লালা-পাড় সাদা শাড়ি দিতে হয়। সেটাও দি আমরা নিয়ম মেনে।'
advertisement
দর্শক এবং সমাজে অন্য মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন,  'প্রথার পরিবর্তন হোক। মহিলাদের হাতেই মায়ের প্রতিমা গড়া হয়েছে। পুজোর সজ্জা, বাজার সবকিছুতেই মহিলার একটি অনন্য ভূমিকা রয়েছে। এটাই বলব, সকলে মিলে নারীশক্তির জয়জয়কারে হাত বাড়াই। নারীশক্তিরই তো আরাধনা! এই নারীশক্তির আরাধনায় আমার বার্তা এটাই থাকবে সঠিক নারীশক্তির জাগরণ হোক। নারীরা তাঁদের সত্তাকে চিনে উঠুক, জেনে উঠুক। সেটাকে সঠিক উপায় কাজে লাগানো হোক।'
advertisement
আর্যসমাজই হোক কিংবা বর্তমান সমাজ। নারীশক্তির জয়জয়কার হোক সঠিকভাবেই। সেই শক্তির ব্যবহার হোক সৎভাবেই। এই বার্তা দিয়েই বছরের পর বছর পুজো করার পরিকল্পনা নিয়েছে 'মাতৃকুটির'।
Vaskar Chakraborty
বাংলা খবর/ খবর/Local News/
মহিলা মৃৎশিল্পী থেকে আয়োজক এবং পুরোহিতও মহিলা! মাতৃকুটিরের অভিনব পুজোর সাক্ষী থাকল শিলিগুড়ি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement