মোহর ভরা কলসির প্রলোভন দেখিয়ে প্রতারণা, সতর্ক থাকার উপায়

Last Updated:

গল্প ফেঁদে সোনার নকল কয়েন বিক্রি করার চক্র নতুন নয়।

মাধব দাস, বীরভূম : হঠাৎ একটি অচেনা নম্বর থেকে ফোন। অচেনা ওই নম্বর থেকে ফোন করা ব্যক্তি ফোনে কথা-বার্তা এমনভাবে শুরু করেন যেন পূর্ব পরিচিত। বাড়িতে রাজমিস্ত্রির কাজ করেছেন অথবা অন্য কোন গল্প দিয়ে শুরু হয়। আর এর পরেই ফাঁদ পাতা শুরু।
\'দাদা, বাড়ি তৈরির কাজ করার সময় মোহর ভরা কলসি পেয়েছি। বুঝতেই তো পারছেন গরিব মানুষ। ওগুলো বিক্রি করতে চাই।\' আর এই ভাবে শুরু করেই ফাঁদে ফেলা, তারপর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা প্রতারণা। এমন গল্প ফেঁদে সোনার নকল কয়েন বিক্রি করার চক্র নতুন নয়। আর এই চক্রকে রুখে দেওয়ার জন্য বীরভূম জেলা পুলিশের তরফ থেকে একাধিক জনকে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু তারপরেও নতুন নতুন পন্থা বেছে এই চক্র মাথাচাড়া দিয়ে উঠছে।
advertisement
সূত্র মারফত জানা যাচ্ছে, এক সময় এই প্রতারণা চক্র সাঁইথিয়ার কল্যাণপুর এলাকায় সবথেকে প্রকট ছিল। তবে বর্তমানে এর জাল ছড়িয়ে পড়েছে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও কলকাতা ও শহরতলিতেও। সম্প্রতি এই সোনার নকল কয়েন বিক্রির জাল চক্রে যুক্ত থাকার অভিযোগে শান্তিনিকেতন থানার পুলিশ কঙ্কালীতলার একটি কোয়ার্টার থেকে দু\'জনকে গ্রেপ্তার করেছেন এবং তাদের থেকে ২৪৫টি নকল কয়েন উদ্ধার করা হয়েছে।
advertisement
advertisement
প্রতারকরা মূলত কোন একটি ব্যক্তিকে টার্গেট করে ফোন করেন এবং তাকে এমন নানান গল্প শুনিয়ে ফাঁদে ফেলেন। এরপর ওই ব্যক্তির কাছে আসল সোনার একটি বা দুটি কয়েন নিয়ে তারা পৌঁছে যান। সেখানে গিয়ে ওই ব্যক্তিকে আসল সোনার কয়েনটি যেকোনো সোনার দোকানে দেখে নেওয়ার জন্য বলেন। কয়েন আসল যাচাই হওয়ার পর শুরু হয় দর কষাকষি। দর-কষাকষি শেষে যে দাম ধার্য হয় সেই দাম অনুযায়ী প্রতারকরা প্রতারিত ব্যক্তিকে কোন একটি নির্দিষ্ট জায়গায় লেনদেনের জন্য আসতে বলেন। আর সেখানে সেই সর্বস্বান্ত হচ্ছেন মোহর ভরা কলসির লোভে আসা ব্যক্তিরা।
advertisement
সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে মূলত প্রতারণা দু\'রকম ভাবে করা হয়ে থাকে। এক, কলসি অথবা কোন পাত্রের মধ্যে নকল কয়েন ভরে উল্লু বানিয়ে। আর দ্বিতীয় পন্থা হিসেবে প্রতারকরা প্রতারিত হওয়া ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সব ছিনিয়ে নেয়। তবে একাধিক এমন ঘটনা ঘটে যাওয়ার পরেও এখনো একাধিক মানুষকে এমন ফাঁদে পড়তে লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
সাধারণ মানুষ যাতে এমন প্রতারণার ফাঁদে না পড়েন তার জন্য বীরভূম জেলা পুলিশের তরফ থেকে জেলার বিভিন্ন প্রান্তে এবং সোশ্যাল মিডিয়ায় সতর্কতামূলক প্রচার চালাচ্ছে অবিরত। পাশাপাশি এমন প্রতারণা থেকে বাঁচার উপায় হিসাবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এমন ধরনের কোন ফোন এলে যেন সদা সতর্ক ভাবে সেই সকল ফোন এড়িয়ে চলা হয়। তাদের ফাঁদে না পড়ে এমন ধরনের ফোন এলেই তা যেন নিকটবর্তী থানায় জানানো হয় যত দ্রুত সম্ভব। স্বাভাবিকভাবেই এমন প্রতারণা থেকে বাঁচার উপায় হলো সতর্ক থাকা।
বাংলা খবর/ খবর/Local News/
মোহর ভরা কলসির প্রলোভন দেখিয়ে প্রতারণা, সতর্ক থাকার উপায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement