লড়লেন মেসি, ম্যাজিকে মজলো দুনিয়া
Last Updated:
ম্যাজিক না ম্যাজিশিয়ান ৷ একটা মানসিক ভাবে পিছিয়ে পড়া দলকে আবারও চাঙ্গা করলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ৷ আবার প্রমাণ করলেন বড় মঞ্চেই বড় প্রতিভারা জ্বলে ওঠে ৷
#সেন্ট পিটার্সবার্গ : ম্যাজিক না ম্যাজিশিয়ান ৷ একটা মানসিক ভাবে পিছিয়ে পড়া দলকে আবারও চাঙ্গা করলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ৷ আবার প্রমাণ করলেন বড় মঞ্চেই বড় প্রতিভারা জ্বলে ওঠে ৷
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেও শেষ ম্যাচে ভাগ্য নির্ধারণ হয়েছে আর্জেন্টিনার ৷ নির্ধারক হয়েছেন সেই লিওনেল মেসিই ৷ কিন্তু এবার চাপটা যেন আরও বহুগুণ বেশি ছিল ৷ নিজের ওপর থাকা সেই পাহাড় প্রমাণ চাপ সরিয়ে পারফরম্যান্স দিলেন মেসি ৷ আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিসের পর যেভাবে সবদিক থেকে আক্রমণ ধেয়ে আসছিল তা ডজ করে মঙ্গলবারের মেসি যেন স্বাভাবিক ছন্দে ৷
advertisement
advertisement
এবারের বিশ্বকাপের ১০০-তম গোল স্কোরার হলেন তিনি ৷ ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীকে জাতীয় দলের জার্সিতে সেরা গোলস্কোরারদের তালিকায় ফের টপকে গেলেন এসব তো নেহাতই পরিসংখ্যানের কচাকচির কথা ৷ যারা এদিনের নব্বই মিনিটের লড়াই দেখল তারা দেখলো কখনও গোল করে , কখনো রেফারির সঙ্গে ফাউল নিয়ে কথা বলে, ৩১ মেসি-র দৌড়ে বিপক্ষকে পরাস্ত করে বারবার ভয় দেখানোতে মেসি যেন সত্যিই এদিন অসাধারণ ছিলেন ৷ এমনকি রোজোর গোলের পর যেভাবে মেসি আনন্দ করলেন সে ও যেন এক অন্য মেসিকে চিনিয়ে দিল ৷
advertisement
হ্যাঁ অধিনায়ক তো এমনই হয়, যে ভালো-মন্দ সবসময়তে বুঝিয়ে দেয় পাশেই আছি. সঙ্গেই আছি ৷ এবারের বিশ্বকাপে প্রথম গোল পেলেন মেসি, তবে সবকটি বিশ্বকাপ মিলিয়ে তাঁর গোলর সংখ্যা ৬ ৷ অন্যদিকে জাতীয় দলের জার্সি গায়ে ৮৪ ম্যাচে মোট গোল ৬৫ ৷ নাইজেরিয়ার বিরুদ্ধে যে শুরুটা হল এটা যেন মেসির যথার্থ বার্থ ডে সেলিব্রেশন ৷ কেকটা কেটেছিলেন রবিবার আর সকলে সেটা যেন মুখে তুললো মঙ্গলবার ৷ ফ্যানরা যেন আরও একবার মাতলো মেসির বার্থডে ব্যাশে ৷
advertisement
#SomosArgentina ¡Festeje capitán! pic.twitter.com/tipBQHdrCx
— Selección Argentina (@Argentina) June 26, 2018
Location :
First Published :
June 27, 2018 2:59 AM IST