World Autism Awareness Day: বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২: সংবেদনশীল যত্নই পারে শিশুকে সৃজনশীল রাখতে

Last Updated:

Autism: বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বজুড়ে প্রতি ১৬০ জন শিশুর মধ্যে একজন অটিজমে (World Autism Awareness Day) আক্রান্ত।

World Autism Awareness Day
World Autism Awareness Day
#নয়াদিল্লি: অটিস্টিক মানুষ (autistic people) এবং অটিস্টিক মানুষরা যে নানান সমস্যার সম্মুখীন হন তা সম্পর্কে সচেতনতা বাড়াতেই ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস (World Autism Awareness Day) হিসেবে পালন করা হয়। অটিজম (autism) আজীবনের এক এমন সঙ্গী যা মানুষের সামাজিক জীবন এবং দৈনন্দিন কার্যকারিতাকে প্রভাবিত করে। যদি সময়মতো রোগ ধরা পড়ে এবং সংবেদনশীলভাবে তার যত্ন নেওয়া হয় তাহলে এই রোগ নিয়েও সুন্দর, সৃজনশীল জীবনযাপন করা যেতেই পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বজুড়ে প্রতি ১৬০ জন শিশুর মধ্যে একজন অটিজমে (World Autism Awareness Day) আক্রান্ত।
অটিজম কী?
অটিজম রোগ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD) নামেও পরিচিত। এটি একটি নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার (autism spectrum disorder) যা সামাজিকীকরণ এবং যোগাযোগ করার ক্ষমতা সহ অনেক মৌলিক দক্ষতা এবং কর্মক্ষমতার বিকাশকে প্রভাবিত করে। সাধারণত ৩ বছর বয়সের আগেই এই রোগ (World Autism Awareness Day) প্রকাশ পায় কিন্তু সারাজীবন ধরেই এই সমস্যাকে বহন করতে হয়।
advertisement
advertisement
গবেষণা বলছে, পরিবেশের প্রভাবের পাশাপাশি জিন শিশুর বৃদ্ধিকে এমনভাবে প্রভাবিত করতে পারে যাতে ASD দেখা দিতে পারে। সময়ের আগেই শিশুর জন্ম, পারিবারিক ইতিহাস, বাবা মায়ের বয়স বেশি হওয়ার কারণগুলিও রয়েছে এই রোগের নেপথ্যে।
লক্ষণ
সামাজিক যোগাযোগ স্থাপনে অসুবিধা হয় শিশুদের এবং মুখের অভিব্যক্তির অভাব, চোখের যোগাযোগের অভাব, ডাকার পরে উত্তর দিতে দেরি হওয়া এবং অস্বাভাবিক সুরে কথা বলা। চলন্ত বস্তু বা বস্তুর কোনও অংশে মনোনিবেশ করাতে সমস্যা দেখা দেয়, রুটিন বা সময়সূচিতে সামান্য পরিবর্তন হলেই অনভ্যাসের জেরে বিরক্তি এবং নতুন পরিবেশে সামঞ্জস্য রক্ষার ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হয় শিশুরা।
advertisement
চিকিৎসা
এই রোগের (World Autism Awareness Day) চিকিৎসার বিষয়টি এখনও ধোঁয়াশায়। চিকিৎসকদের একাংশ বলেন যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের কোনও স্থায়ী সমাধান নেই। অনেকেই এটাও বলেন সকলের ক্ষেত্রেই যে একরকমের প্রতিকার কাজে আসবে এমন কথাও নেই। চিকিত্সার উদ্দেশ্য হল অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের লক্ষণগুলি হ্রাস করা এবং শিশুর কাজ করার ক্ষমতাকে আরও উন্নত করা।
advertisement
বিদ্যালয়ের পড়াশোনার শুরুর দিক থেকে বিষয়টির যত্ন নিলে আপনার শিশু সামাজিক, যোগাযোগ বাড়ানোর, কার্যকরী এবং আচরণগত নানান দক্ষতা শিখতে শুরু করে।
অটিজমের চিকিৎসার মধ্যে রয়েছে ওষুধ, আচরণগত শিক্ষা এবং মনস্তাত্বিক পদ্ধতি যেমন সামাজিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, ইতিবাচক আচরণ এবং কর্মক্ষমতা বৃদ্ধি।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
World Autism Awareness Day: বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২: সংবেদনশীল যত্নই পারে শিশুকে সৃজনশীল রাখতে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement