বাড়িতে গাঁজা চা বানানোর পদ্ধতি: নামে ‘গাঁজা চা’ হলেও এতে চা পাতা দিতে হয় না। বরং গাঁজার পাতাই চা পাতার কাজ করে। ২ কাপ জল এবং ১ গ্রাম গাঁজা নিয়ে মিনিট পনেরো ফোটাতে হবে। তারপর ছেঁকে নিয়ে পরিবেশন করতে হবে গরম গরম। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই চা ফ্রিজে ৫ দিন পর্যন্ত রাখা যায়। খাবার সময় শুধু গরম করে নিলেই হল। তবে স্বাদ বাড়াতে এতে মধু বা চিনি দেওয়া যায়।
অন্যান্য ক্ষেত্রে: বিশেষজ্ঞদের মতে, চা ছাড়াও দুধেও গাঁজার ব্যবহার করা যায়। ভাং তৈরির সময় দুধে অল্প পরিমাণ গাঁজা মেশালে তা স্বাস্থ্যকর পানীয় হয়ে ওঠে। জ্বর এবং ঠান্ডা লাগার হাত থেকে মুক্তি পেতে গাঁজা চা একটা প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। তাছাড়া গর্ভাবস্থায় মর্নিং সিকনেস কমাতে গাঁজার পেস্ট ব্যবহারের চল রয়েছে। রিপোর্ট অনুযায়ী, জামাইকাতে শরীরে এনার্জি বাড়াতে গাঁজা চা পানের বহুল ব্যবহার রয়েছে।