Hair Donation: স্মার্ট লুকে নয়, মানুষের সেবায় তৃপ্তি! শখের ১৭ ইঞ্চি চুল এখন অন্যের হাসি ফোটাবে, যুবকের ত্যাগ দেখে মুগ্ধ গোটা বীরভূম

Last Updated:
Birbhum Hair Donation: ক্যানসার আক্রান্তদের পাশে মানবিক হাত, ১৭ ইঞ্চি চুল দান করলেন দুবরাজপুরের বিশ্বরূপ।
1/5
বীরভূমের দুবরাজপুর থেকে উঠে এল এক অনন্য মানবিক উদ্যোগ। ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াতে নিজের সযত্নে রাখা ১৭ ইঞ্চি লম্বা চুল দান করলেন দুবরাজপুর শহরের বাসিন্দা যুবক বিশ্বরূপ দাস। রক্তদান, বস্ত্রদান বা অঙ্গদানের কথা শোনা গেলেও একজন যুবকের চুল দানের ঘটনা এলাকায় আলাদা করে নজর কেড়েছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
বীরভূমের দুবরাজপুর থেকে উঠে এল এক অনন্য মানবিক উদ্যোগ। ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াতে নিজের সযত্নে রাখা ১৭ ইঞ্চি লম্বা চুল দান করলেন দুবরাজপুর শহরের বাসিন্দা যুবক বিশ্বরূপ দাস। রক্তদান, বস্ত্রদান বা অঙ্গদানের কথা শোনা গেলেও একজন যুবকের চুল দানের ঘটনা এলাকায় আলাদা করে নজর কেড়েছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
ক্যানসার চিকিৎসার গুরুত্বপূর্ণ ধাপ কেমোথেরাপি। এই চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় নারী-পুরুষ নির্বিশেষে বহু রোগীর চুল সম্পূর্ণ ঝরে যায়। এর ফলে শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক অবসাদ ও হীনমন্যতায় ভোগেন ক্যানসার আক্রান্তরা। সেই মানসিক যন্ত্রণা লাঘবের কথা ভেবেই চুল দানের সিদ্ধান্ত নেন বিশ্বরূপ।
ক্যানসার চিকিৎসার গুরুত্বপূর্ণ ধাপ কেমোথেরাপি। এই চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় নারী-পুরুষ নির্বিশেষে বহু রোগীর চুল সম্পূর্ণ ঝরে যায়। এর ফলে শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক অবসাদ ও হীনমন্যতায় ভোগেন ক্যানসার আক্রান্তরা। সেই মানসিক যন্ত্রণা লাঘবের কথা ভেবেই চুল দানের সিদ্ধান্ত নেন বিশ্বরূপ।
advertisement
3/5
সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ‘হেয়ার ডোনেশন’ সম্পর্কে জানতে পারেন বিশ্বরূপ দাস। এরপর তিনি যোগাযোগ করেন ‘স্পন্দন ফাউন্ডেশন’ নামক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে। ওই সংস্থার মাধ্যমেই নিজের চুল দান করেন তিনি, যা ক্যানসার আক্রান্তদের জন্য উইগ তৈরিতে ব্যবহার করা হবে।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ‘হেয়ার ডোনেশন’ সম্পর্কে জানতে পারেন বিশ্বরূপ দাস। এরপর তিনি যোগাযোগ করেন ‘স্পন্দন ফাউন্ডেশন’ নামক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে। ওই সংস্থার মাধ্যমেই নিজের চুল দান করেন তিনি, যা ক্যানসার আক্রান্তদের জন্য উইগ তৈরিতে ব্যবহার করা হবে।
advertisement
4/5
চুল দান প্রসঙ্গে বিশ্বরূপ বলেন,
চুল দান প্রসঙ্গে বিশ্বরূপ বলেন, "ছোটবেলা থেকেই বড় চুল রাখার শখ ছিল। সোশ্যাল মিডিয়ায় হেয়ার ডোনেশনের বিষয়টি জানার পর মনে হয়েছিল, এর মাধ্যমে কিছু ভালো করা যায়। আর কিছু করতে না পারলেও নিজের চুল দান করে ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াতে পেরেছি ভেবে খুব ভালো লাগছে।"
advertisement
5/5
একজন যুবক হয়ে বড় চুল রাখা এবং তা মানবিক কাজে দান করার এই উদ্যোগ সমাজের প্রচলিত ধারণাকে ভেঙে দিয়েছে। বিশ্বরূপের এই মানবিক পদক্ষেপ সমাজের অন্যান্য মানুষদেরও ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াতে ও মানবিক কাজে যুক্ত হতে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
একজন যুবক হয়ে বড় চুল রাখা এবং তা মানবিক কাজে দান করার এই উদ্যোগ সমাজের প্রচলিত ধারণাকে ভেঙে দিয়েছে। বিশ্বরূপের এই মানবিক পদক্ষেপ সমাজের অন্যান্য মানুষদেরও ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াতে ও মানবিক কাজে যুক্ত হতে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
advertisement
advertisement