Hair Donation: স্মার্ট লুকে নয়, মানুষের সেবায় তৃপ্তি! শখের ১৭ ইঞ্চি চুল এখন অন্যের হাসি ফোটাবে, যুবকের ত্যাগ দেখে মুগ্ধ গোটা বীরভূম
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Birbhum Hair Donation: ক্যানসার আক্রান্তদের পাশে মানবিক হাত, ১৭ ইঞ্চি চুল দান করলেন দুবরাজপুরের বিশ্বরূপ।
বীরভূমের দুবরাজপুর থেকে উঠে এল এক অনন্য মানবিক উদ্যোগ। ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াতে নিজের সযত্নে রাখা ১৭ ইঞ্চি লম্বা চুল দান করলেন দুবরাজপুর শহরের বাসিন্দা যুবক বিশ্বরূপ দাস। রক্তদান, বস্ত্রদান বা অঙ্গদানের কথা শোনা গেলেও একজন যুবকের চুল দানের ঘটনা এলাকায় আলাদা করে নজর কেড়েছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
advertisement
advertisement
advertisement
একজন যুবক হয়ে বড় চুল রাখা এবং তা মানবিক কাজে দান করার এই উদ্যোগ সমাজের প্রচলিত ধারণাকে ভেঙে দিয়েছে। বিশ্বরূপের এই মানবিক পদক্ষেপ সমাজের অন্যান্য মানুষদেরও ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াতে ও মানবিক কাজে যুক্ত হতে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)






