Tollywood: দাম্পত্যে ইতি জয়জিৎ-শ্রেয়ার,' গত মাসেই আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে',স্পষ্ট করলেন অভিনেতা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ফিসফাস চলছিল অনেকদিনই, অবশেষে নতুন বছর শুরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানালেন টলিউডের অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। স্ত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত ১২ ডিসেম্বর তাঁর আইনি বিচ্ছেদ হয়েছে, সে কথা প্রকাশ্যে আনলেন জয়জিৎ
কলকাতা: ফিসফাস চলছিল অনেকদিনই, অবশেষে নতুন বছর শুরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানালেন টলিউডের অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। স্ত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত ১২ ডিসেম্বর তাঁর আইনি বিচ্ছেদ হয়েছে, সে কথা প্রকাশ্যে আনলেন জয়জিৎ। তাঁর ভাষায়, ” আমরা কখনওই এটা পাবলিকলি ঘোষণা করতে চাইনি। কারণ এটা কোনও আনন্দের খবর নয় যে তাই ঢাকঢোল পিটিয়ে জানাতে হবে। কিছু সংবাদপত্র আমায় দাম্পত্য নিয়ে প্রশ্ন করেছিল। আমি কোনওদিনই মিথ্যে বলিনা, এবারও বলিনি। জানাই, যে আমার আর শ্রেয়ার আইনি ডিভোর্স হয়ে গিয়েছে গত মাসেই। আমি চাই,আগামিদিন আমাদের প্রত্যেকেরই ভাল যাক। আমারও ভাল যাক। আমার প্রাক্তন স্ত্রীরও ভাল যাক।”
টলিপাড়ার অন্দরে জল্পনা-কল্পনা ছিল অনেকদিন ধরেই, কিন্তু প্রকাশ্যে বিচ্ছেদের কথা কোনও দিনই স্বীকার করেননি জয়জিৎ ও শ্রেয়া। অবশেষে জয়জিৎ-ই স্পষ্ট জানালেন, ডিসেম্বর মাসে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে। অভিনেতা জানান, ” আমরা মিউচিয়ালি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্তে আদালত মান্যতা দিয়েছে। গত মাসের ১২ তারিখ আমরা সেই রায় পেয়েছি। আমাদের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে।”
advertisement
গত দু’বছর ধরেই আলাদা থাকছিলেন জয়জিৎ এবং শ্রেয়া। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। ছেলের জন্যই অভিনেতা চাননি তাঁদের সম্পর্ক ভাঙা নিয়ে খুব বেশি লেখালেখি হোক, তাঁদের বিচ্ছেদের কোনও প্রভাব ছেলের উপর পড়ুক। জয়জিতের কথায়, ” ছেলের সিদ্ধান্তকেও আমরা দু’জনে মান্যতা দিয়েছি। ছেলে আমার এবং আমার বাবা মায়ের সঙ্গে থাকে। আমি ছেলেকে একটা জিনিসই বলেছি, আমার প্রতিও যেমন ওর দায়িত্ব, কর্তব্য রয়েছে, মায়ের প্রতিও সমান দায়িত্ব, কর্তব্য রয়েছে।”
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 04, 2026 6:20 PM IST








