Wooden comb for haircare: চুল ভাল রাখতে চান? প্লাস্টিকের নয়, ব্যবহার করুন কাঠের চিরুনি

Last Updated:

Wooden comb for haircare:সবথেকে ভাল হয় যদি নিমকাঠের চিরুনি পাওয়া যায়৷ কাঠের চিরুনির অসংখ্য গুণ জেনে নিন এক ঝলকে

ভাল করে চুল আঁচড়ানো কেশচর্চার (hair care) অন্যতম অঙ্গ৷ চুল আঁচড়ানোর (brushing hair) গুণাগুণ সম্পূর্ণ পাওয়া যাবে না, যদি না চিরুনির উপাদান ঠিকঠাক হয়৷ প্লাস্টিকের নয়৷ সবসময় কাঠের চিরুনি ব্যবহার করুন৷ সবথেকে ভাল হয় যদি নিমকাঠের চিরুনি পাওয়া যায়৷ কাঠের চিরুনির অসংখ্য গুণ জেনে নিন এক ঝলকে (benefits of wooden comb) ৷
কাঠ প্রাকৃতিক উপাদান৷ ফলে কোনওভাবেই ত্বকে অ্যালার্জিঘটিত সংক্রমণ হয় না৷ অনেক সময় প্লাস্টিকের চিরুনির ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়৷ কাঠের চিরুনি দিয়ে আঁচড়ালে চুল মোলায়েম ও উজ্জ্বল হয়৷
কাঠের চিরুনি দিয়ে আঁচড়ালে স্ক্যাল্পে থাকা প্রাকৃতিক তেল সব চুলের গোড়ায় সুষমভাবে ছড়িয়ে পড়ে৷ এর ফলে চুল চটচটে হয় না৷ বজায় থাকে চুলের স্বাভাবিক আর্দ্রতা এবং স্বাস্থ্যোজ্জ্বল লুক৷
advertisement
advertisement
আরও পড়ুন : ভাতের ফ্যান রোজ ফেলে দেন? এক বার দেখুন কোন কোন উপকারিতা হেলায় হারাচ্ছেন
স্ক্যাল্পের ত্বক স্পর্শকাতর হলেও কাঠের চিরুনি উপকারী৷ এর মোলায়েম স্পর্শ স্নায়ুকে শান্ত রাখে৷ ফিল গুড অনুভূতিও আসে৷ কাঠের চিরুনি দিয়ে আঁচড়ালে নতুন চুল গজাতেও সাহায্য করে৷
সহজেই জট পড়ে এরকম রুক্ষ চুলের জন্য কাঠের চিরুনি খুবই উপকারী৷ এই চিরুনি দিয়ে আঁচড়ালে চুলে জট পড়ে না৷ রেহাই পাওয়া যায় ডগা ফেটে যাওয়ার সমস্যা থেকেও৷
advertisement
খুসকির সমস্যাও নিয়ন্ত্রিত হয় কাঠের চিরুনিতে৷ কারণ এই চিরুনিতে আঁচড়ানোর ফলে স্ক্যাল্পে থাকা স্বাভাবিক তেল সুষমভাবে ছড়িয়ে পড়ে সর্বত্র৷ ধাতব বা প্লাস্টিকের চিরুনিতে এই সুবিধে পাওয়া যায় না৷
আরও পড়ুন : ব্রেস্ট ক্যানসার রোগিণীদের ডায়েটে কি বাদাম থাকা প্রয়োজনীয়?
কাঠের চিরুনি দিয়ে আঁচড়ানোর ফলে ধুলোবালি, ময়লা দূর হয়ে চুলের গোড়া এবং স্ক্যাল্প পরিষ্কারও থাকে৷
advertisement
পাশাপাশি, ব্যবহারের দিক থেকেও প্লাস্টিকের চিরুনির তুলনায় কাঠের চিরুনি অনেক বেশি টেকসই৷ প্লাস্টিকের চিরুনির দাঁত সহজেই ভেঙে যায়৷ কিন্তু কাঠের চিরুনিতে এই সমস্যা থাকে না৷
আরও পড়ুন : হ্রদে সাঁতার কাটার সময় তরুণের হাতে কামড় কুমিরের! আতঙ্কের ভাইরাল ভিডিওতে শিউরে উঠছেন নেটিজেনরা
আপনার চুলের ধরন যে রকমই হোক না কেন, কাঠের চিরুনি থেকে ক্ষতির সম্ভাবনা নেই৷ কাঠের চিরুনি পরিষ্কার করাও সোজা৷ তবে সাবানজল দিয়ে এই চিরুনি পিষ্কার না করাই ভাল৷ পরিবর্তে চিরুনিতে লাগিয়ে রাখুন নারকেল তেল৷ তেল ভাল করে বসে যাওয়ার পর মুছে নিন পরিষ্কার নরম কাপড়ের টুকরো দিয়ে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Wooden comb for haircare: চুল ভাল রাখতে চান? প্লাস্টিকের নয়, ব্যবহার করুন কাঠের চিরুনি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement