Wooden comb for haircare: চুল ভাল রাখতে চান? প্লাস্টিকের নয়, ব্যবহার করুন কাঠের চিরুনি

Last Updated:

Wooden comb for haircare:সবথেকে ভাল হয় যদি নিমকাঠের চিরুনি পাওয়া যায়৷ কাঠের চিরুনির অসংখ্য গুণ জেনে নিন এক ঝলকে

ভাল করে চুল আঁচড়ানো কেশচর্চার (hair care) অন্যতম অঙ্গ৷ চুল আঁচড়ানোর (brushing hair) গুণাগুণ সম্পূর্ণ পাওয়া যাবে না, যদি না চিরুনির উপাদান ঠিকঠাক হয়৷ প্লাস্টিকের নয়৷ সবসময় কাঠের চিরুনি ব্যবহার করুন৷ সবথেকে ভাল হয় যদি নিমকাঠের চিরুনি পাওয়া যায়৷ কাঠের চিরুনির অসংখ্য গুণ জেনে নিন এক ঝলকে (benefits of wooden comb) ৷
কাঠ প্রাকৃতিক উপাদান৷ ফলে কোনওভাবেই ত্বকে অ্যালার্জিঘটিত সংক্রমণ হয় না৷ অনেক সময় প্লাস্টিকের চিরুনির ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়৷ কাঠের চিরুনি দিয়ে আঁচড়ালে চুল মোলায়েম ও উজ্জ্বল হয়৷
কাঠের চিরুনি দিয়ে আঁচড়ালে স্ক্যাল্পে থাকা প্রাকৃতিক তেল সব চুলের গোড়ায় সুষমভাবে ছড়িয়ে পড়ে৷ এর ফলে চুল চটচটে হয় না৷ বজায় থাকে চুলের স্বাভাবিক আর্দ্রতা এবং স্বাস্থ্যোজ্জ্বল লুক৷
advertisement
advertisement
আরও পড়ুন : ভাতের ফ্যান রোজ ফেলে দেন? এক বার দেখুন কোন কোন উপকারিতা হেলায় হারাচ্ছেন
স্ক্যাল্পের ত্বক স্পর্শকাতর হলেও কাঠের চিরুনি উপকারী৷ এর মোলায়েম স্পর্শ স্নায়ুকে শান্ত রাখে৷ ফিল গুড অনুভূতিও আসে৷ কাঠের চিরুনি দিয়ে আঁচড়ালে নতুন চুল গজাতেও সাহায্য করে৷
সহজেই জট পড়ে এরকম রুক্ষ চুলের জন্য কাঠের চিরুনি খুবই উপকারী৷ এই চিরুনি দিয়ে আঁচড়ালে চুলে জট পড়ে না৷ রেহাই পাওয়া যায় ডগা ফেটে যাওয়ার সমস্যা থেকেও৷
advertisement
খুসকির সমস্যাও নিয়ন্ত্রিত হয় কাঠের চিরুনিতে৷ কারণ এই চিরুনিতে আঁচড়ানোর ফলে স্ক্যাল্পে থাকা স্বাভাবিক তেল সুষমভাবে ছড়িয়ে পড়ে সর্বত্র৷ ধাতব বা প্লাস্টিকের চিরুনিতে এই সুবিধে পাওয়া যায় না৷
আরও পড়ুন : ব্রেস্ট ক্যানসার রোগিণীদের ডায়েটে কি বাদাম থাকা প্রয়োজনীয়?
কাঠের চিরুনি দিয়ে আঁচড়ানোর ফলে ধুলোবালি, ময়লা দূর হয়ে চুলের গোড়া এবং স্ক্যাল্প পরিষ্কারও থাকে৷
advertisement
পাশাপাশি, ব্যবহারের দিক থেকেও প্লাস্টিকের চিরুনির তুলনায় কাঠের চিরুনি অনেক বেশি টেকসই৷ প্লাস্টিকের চিরুনির দাঁত সহজেই ভেঙে যায়৷ কিন্তু কাঠের চিরুনিতে এই সমস্যা থাকে না৷
আরও পড়ুন : হ্রদে সাঁতার কাটার সময় তরুণের হাতে কামড় কুমিরের! আতঙ্কের ভাইরাল ভিডিওতে শিউরে উঠছেন নেটিজেনরা
আপনার চুলের ধরন যে রকমই হোক না কেন, কাঠের চিরুনি থেকে ক্ষতির সম্ভাবনা নেই৷ কাঠের চিরুনি পরিষ্কার করাও সোজা৷ তবে সাবানজল দিয়ে এই চিরুনি পিষ্কার না করাই ভাল৷ পরিবর্তে চিরুনিতে লাগিয়ে রাখুন নারকেল তেল৷ তেল ভাল করে বসে যাওয়ার পর মুছে নিন পরিষ্কার নরম কাপড়ের টুকরো দিয়ে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Wooden comb for haircare: চুল ভাল রাখতে চান? প্লাস্টিকের নয়, ব্যবহার করুন কাঠের চিরুনি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement