Viral Video: হ্রদে সাঁতার কাটার সময় তরুণের হাতে কামড় কুমিরের! আতঙ্কের ভাইরাল ভিডিওতে শিউরে উঠছেন নেটিজেনরা

Last Updated:

Viral Video:কিছু ক্ষণ পর পিছন থেকে হঠাৎ দ্রুতগতিতে চলে এল একটি কুমির (crocodile)৷ টের পেয়ে প্রাণপণে সাঁতার কাটতে লাগলেন যুবক৷ প্রাণে বাঁচলেন বটে৷ কিন্তু হাতে কামড় বসিয়ে দিল কুমিরটি

সাঁতারের সুখকর অভিজ্ঞতা মুহূর্তের মধ্যে পরিণত হল মৃত্যুদূতের সঙ্গে সাক্ষাতে৷ এরকমই একটি ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে৷ ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক হ্রদে নিশ্চিন্তে সাঁতার কাটছেন৷ কিছু ক্ষণ পর পিছন থেকে হঠাৎ দ্রুতগতিতে চলে এল একটি কুমির (crocodile)৷ টের পেয়ে প্রাণপণে সাঁতার কাটতে লাগলেন যুবক৷ প্রাণে বাঁচলেন বটে৷ কিন্তু হাতে কামড় বসিয়ে দিল কুমিরটি৷
শিরদাঁড়ায় হিমশীতল স্রোত বইয়ে দেওয়া এই ভিডিও ব্রাজিলের (Brazil) ঘটনা বলে জানা গিয়েছে৷ কাম্পো গ্রন্দ এলাকায় কিছুটা জঙ্গুলে জায়গায় পর্যটকদের প্রিয় এই হ্রদের নাম ‘দ্য লাগো দো আমোর’৷ স্প্যানিশ ভাষায় এর অর্থ ‘প্রেমের হ্রদ’৷ সেখানেই এই বিপত্তি ঘটে৷ পুরো ঘটনা ক্যামেরাবন্দি করেন উইলিয়ান ক্যাটানো৷
আরও পড়ুন : বিমানবন্দরে সিআইএসএফ বাহিনীর জওয়ানদের স্যালুট শিশুর, ভাইরাল ভিডিওতে আবেগতাড়িত নেটিজেনরা
তবে শোনা গিয়েছে পর্যটকদের কাছে প্রিয় হলেও এই হ্রদে সাঁতার কাটা নিষিদ্ধ৷ অভিযোগ, নিয়ম লঙ্ঘন করেই ওই তরুণ সাঁতার কাটতে নেমেছিলেন৷
advertisement
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে নিস্তরঙ্গ হ্রদে সাঁতার কাটার সময় হঠাৎই যুবককে ধাওয়া করে আসে একটি অ্যালিগেটর৷ ‘শিকার’-কে নাগালের মধ্যে পেয়ে দ্রুত বি-লাইন তৈরি করে নেয় সরীসৃপটি৷ অর্থাৎ তরুণকে ঘিরে চক্রাকারে সাঁতার কাটতে শুরু করে৷ বিপদ আসন্ন জেনে জীবন হাতে করে সাঁতার কাটতে শুরু করেন ওই তরুণ৷ প্রাণে বেঁচে গেলেও তাঁর হাত কামড়ে ধরেছিল কুমিরটি৷
advertisement
আরও পড়ুন : সুস্থ থাকতে এই তিক্ত স্বাদগুলি ঘুরিয়ে ফিরিয়ে পড়ুক আপনার পাতে
কুমিরের আক্রমণ থেকে বাঁচার জন্য চেষ্টার কোনও কসুর রাখেননি ওই যুবক৷ অবশেষে নিজের প্রাণ বাঁচাতে তিনি সক্ষম হন৷ সাঁতারের পর জল থেকে তিনি উঠে আসেন দু’ চোখেমুখে চরম আতঙ্ক নিয়ে৷ কুমিরের কামড়ে তাঁর ডান বাহু থেকে তখন রক্ত ঝরছে৷ বলেছেন, তিনি জানতেন না এই হ্রদে কুমির আছে৷
advertisement
আরও পড়ুন : ডেঙ্গু থেকে দূরে থাকতে ডায়েটে রাখুন এই খাবারগুলি
সংবাদমাধ্যমে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন গারাপেইরা মারিনালভা দা সিলভা৷ গত পাঁচ বছর ধরে তিনি এই হ্রদের ধারে আখের রস বিক্রি করছেন৷ বলেছেন, তিনি এই প্রথম দেখলেন হ্রদে কাউকে সাঁতার কাটতে৷ এই হ্রদ কুমিরের জন্য কুখ্যাত৷ সেকথাও বলেছেন তিনি৷ তাঁর কথায়, ‘‘বাচ্চারা মাঝে মাঝে হ্রদের কাছে চলে গেলে আমরা কুমিরের কথা বলে সাবধান করে দিই৷ নেটিজেনদের মত, হ্রদের পাশে কুমির নিয়ে সতর্কতামূলক বোর্ড থাকলে ওই তরুণ এই আক্রমণ এড়াতে পারতেন৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: হ্রদে সাঁতার কাটার সময় তরুণের হাতে কামড় কুমিরের! আতঙ্কের ভাইরাল ভিডিওতে শিউরে উঠছেন নেটিজেনরা
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement