Winter Gardening Tips: জলে গুলে 'স্প্রে' করুন এই 'একটি' জিনিস! শীতকালে বাড়ির টবে দেদার ফোটান সূর্যমুখী! জানুন নির্ঝঞ্ঝাট সহজ টিপস

Last Updated:

Winter Gardening Tips: মূলত সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত সূর্যমুখী বপন করা যায়। তবে বাড়ির ছাদ বাগানে সূর্যমুখী চাষ করতে গেলে মেনে চলতে হবে কিছু নিয়ম।

+
টবে

টবে দেদার ফোটান সূর্যমুখী

উত্তর দিনাজপুর: শীতকাল মানে বিভিন্ন ধরনের রকমারি ফুলের চাষ। আর এই শীতকালের ফুলগুলির মধ্যে অন্যতম সূর্যমুখী। এই শীতে বাড়ির টবে রোপণ করে ফেলুন সূর্যমুখীর চারা। মূলত সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত সূর্যমুখী বপন করা যায়। তবে বাড়ির ছাদ বাগানে সূর্যমুখী চাষ করতে গেলে মেনে চলতে হবে কিছু নিয়ম।
ফুল চাষি গোবিন্দ সাহা জানান, এই সূর্যমুখীর চারাটি এমন দিকে লাগাতে হবে যাতে সামান্য রোদ পায়। রোদের ছটায় এই ফুল যেন আরও বেশি জ্বলজ্বল করে ও দ্রুত বেড়ে ওঠে। লাল-হলুদ সূর্যমুখী পাবেন বাজারে। বীজ থেকে লাগাতে পারেন বা দোকান থেকে কিনে আনতে পারেন চারা। এবার দেখে নেওয়া যাক নিয়ম:
advertisement
advertisement
১) এই গাছের আকার ও ফুল বড় হতে দরকার খুব বেশি সূর্যরশ্মি। এমন দিকে এই গাছ লাগান যেখানে সকালের রোদ গাছ পাবে। মধ্যাহ্নের কড়া রোদে গাছের ক্ষতি হতে পারে।
২) মোটামুটি ৬-৮ ইঞ্চির টবে লাগান এই গাছ। অন্যান্য গাছের তুলনায় এই গাছকে একটু বেশি পরিমাণে যত্ন নিতে হবে। তাই নিয়ম করে খাবারের জোগান দিতে হবে।
advertisement
৩) বাড়িতে সরষে ও নিম খোল সম পরিমাণে মিশিয়ে তার সঙ্গে ভার্মিকমপোস্ট যোগ করে জৈব সার তৈরি করে নিতে পারেন। এছাড়া ১৫ দিন পরপর গাছের খাবার দিন। খোল পচা জলও দিতে পারেন।
advertisement
৪) সকালে-বিকেলে গাছে জলও দিতে হবে নিয়ম করে। এই গাছে মাকোর পোকার আক্রমণ দেখা যায়। তাই নিয়ম করে কীটনাশক স্প্রে করতে হবে। ব্যবহার করতে পারেন নিম তেল।
৫) ১৫ দিনে একবার জলে গুলে স্প্রে করে দিন বিকেলের দিকে।
advertisement
৬) সব ধরণের মাটিতে সূর্যমুখী ফুল চাষ করা গেলেও মাঝারি নিচু দো-আঁশ মাটি সবচেয়ে বেশী উপযোগী এই সূর্যমুখীর চাষে।
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Gardening Tips: জলে গুলে 'স্প্রে' করুন এই 'একটি' জিনিস! শীতকালে বাড়ির টবে দেদার ফোটান সূর্যমুখী! জানুন নির্ঝঞ্ঝাট সহজ টিপস
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement