Breast Health : স্তনের সুস্বাস্থ্যের জন্য অন্তর্বাস পরতেই হবে? জানুন, চিকিৎসকদের মত

Last Updated:

Breast Health : স্তনের সুস্বাস্থ্যের জন্য অন্তর্বাস পরতেই হবে? জানুন, চিকিৎসকদের মত

Breast Health
Breast Health
মহিলাদের স্বাস্থ্যের প্রসঙ্গ এলেই গুঞ্জরিত হতে থাকে একাধিক মিথ৷ সেগুলির মধ্যে অন্যতম হল স্তনযুগল ঠিক রাখার জন্য অন্তর্বাস পরা অবশ্য প্রয়োজনীয়৷ কিন্তু প্রকৃত ছবি হল, অন্তর্বাস পরা স্বাস্থ্যের তুলনায় অনেক বেশি জড়িয়ে আছে ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর৷ এই নিয়ে সম্প্রতি বলেছেন ডক্টর তনয়া৷ যিনি ইনস্টাগ্রামে বেশি পরিচিত ডক্টর কিউটেরাস নামে৷
ইদানীং একটি ইনস্টাগ্রাম রিলে তিনি বলেছেন ব্রেস্ট টোসিস (Breast Ptosis) সমস্যা নিয়ে৷ চিকিৎসার পরিভাষায় যে সমস্যা লুকিয়ে আছে, তা হল স্তন ঝুলে যাওয়া৷ একে আমরা অনেকেই ব্রেস্ট স্যাগিং বলেও চিনে এসেছি৷ প্রচলিত বহুল ধারণা হল, ব্রেসিয়ার বা ব্রা না পরলে স্তন শিথিল হয়ে ঝুলে যায়৷ যদিও ডক্টর তনয়ার মত, স্তনের স্বাস্থ্যের উপর অন্তর্বাসের কোনও প্রভাব নেই৷ বরং, এটা অনেক বেশি ফ্যাশন স্টেটমেন্ট৷
advertisement
আরও পড়ুন : কোনও শ্যাম্পু-কন্ডিশনারেই চুল ভাল থাকছে না? এবার এই গাছের ফল ব্যবহার করে দেখুন
অনেকেরই অনুভূতি, অন্তর্বাস পরলে স্তন ও স্তনবৃন্ত দৃঢ় থাকে৷ সে প্রসঙ্গে তনয়ার মত, স্তনের আকার ভারী হলে শারীরিক অনুশীলন ও জগিংয়ের সময় অন্তর্বাস পরলে সুবিধে হয়৷ একইসঙ্গে তিনি আশ্বস্ত করেছেন এই বলে যে ব্রা না পরলে স্তনযুগল শিথিল হয়ে পড়বে না৷ এও বলেছেন, আন্ডারওয়্যার্ড ব্রা অথবা কালো রঙের ব্রা পরলে ব্রেস্ট ক্যানসার হয় না৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : আপনি অন্তঃসত্ত্বা? এই খাবারের গুণে সব জটিলতা এড়িয়ে চলুন
তবে তনয়ার থেকে কিছুটা অন্য সুর অ্যান্ড্রিয়া ম্যাড্রিগ্রানোর গলায়৷ এই এমডি তথা শিকাগোর ব্রেস্ট সার্জন ও অ্যাসোসিয়েট প্রফেসরের দাবি, স্তনের আকার বড় ও ভারী হলে অন্তর্বাস পরা সুবিধেজনক৷ কারণ বড় স্তন অনেক সময়েই পিঠে ব্যথার কারণ হয়ে দাঁড়ায়৷ পশ্চার সমস্যার জন্য সেক্ষেত্রে যন্ত্রণা হতে পারে কাঁধেও৷ সেক্ষেত্রে তাঁর পরামর্শ, অন্তর্বাস পরার৷ তাহলে যন্ত্রণা থেকে মুক্তি মিলতে পারে৷ কারণ অন্তর্বাস পরলে স্তনের ভার বক্ষদেশ, পিঠ কাঁধের উপর থেকে অন্তর্হিত হয়ে যায়৷ ফলে অনেকটাই রেহাই পাওয়া যায় যন্ত্রণা থেকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Breast Health : স্তনের সুস্বাস্থ্যের জন্য অন্তর্বাস পরতেই হবে? জানুন, চিকিৎসকদের মত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement