Risk of Cloth Mask: কাপড়ের মাস্ক পরছেন? কোভিডে সংক্রমিত হতে পারেন ২০ মিনিটে, বলছেন বিশেষজ্ঞরা

Last Updated:

সাম্প্রতিক গবেষণা বলছে, কাপড়ের মাস্ক পরলে ২০ মিনিটের মধ্যে আপনি সংক্রমিত হতে পারেন (risk of using cloth mask)

কোভিড অতিমারির তৃতীয় তরঙ্গে আবার উঠে এসেছে কাপড়ের মাস্ক বনাম এন-৯৫ মাস্ক দ্বন্দ্ব (cloth mask vs N-95 mask)৷ দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ধীরে ধীরে কমে আসার পর অনেকেই কাপড়ের মাস্কে মুখ ঢেকেছেন৷ অনেকেরই যুক্তি ছিল, শীতকালে এন ৯৫ মাস্ক ব্যবহার করলে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে খুব সমস্যা হয়৷ কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, কাপড়ের মাস্ক পরলে ২০ মিনিটের মধ্যে আপনি সংক্রমিত হতে পারেন (risk of using cloth mask)৷
আরও পড়ুন : সাধারণ সর্দিকাশিতেও বাচ্চার সামনে মাস্ক পরে থাকুন’, মত শিশুরোগ বিশেষজ্ঞর
গবেষক ও বিশেষজ্ঞদের মত, করোনা ভাইরাসের বিরুদ্ধে সবথেকে বেশি সুরক্ষা দেয় এন-৯৫ মাস্কই৷ সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি-র তথ্য অনুযায়ী, সংক্রমিত ব্যক্তি যদি মাস্কবিহীন থাকেন তাহলে তাঁর ৬ ফিট দূরত্বের মধ্যে থাকা মাস্কহীন সুস্থ ব্যক্তি ১৫ মিনিটের মধ্যে সংক্রমিত হতে পারেন৷ যদি দু’জনেই কাপড়ের মাস্ক পরেন তাহলে সংক্রমণ হতে পারে ২৭ মিনিটের মধ্যে৷ সংক্রমিত হওয়ার সময়সীমা কমতে পারে ২০ মিনিটে যদি আক্রান্ত মাস্ক না পরেন এবং অন্য জন কাপড়ের মস্ক পরে থাকেন৷ মাস্কহীন সংক্রমিতের থেকে সার্জিক্যাল মাস্ক পরা সুস্থ ব্যক্তি সংক্রমিত হতে পারেন ৩০ মিনিটের মধ্যে৷ কিন্তু যদি দু’জনেই এন-৯৫ মাস্ক পরেন, তাহলে সংক্রমণের সময়সীমা বেড়ে হবে ২৫ ঘণ্টা৷
advertisement
আরও পড়ুন : রক্তাল্পতা, কোলন ক্যানসারের মতো জটিল রোগ থেকে দূরে রাখে ভুট্টা
কিন্তু যদি এরকম হয় যে আক্রান্ত ব্যক্তি মাস্কহীন আছেন, আর তাঁর কাছে এন-৯৫ মাস্ক পরে আছেন একজন সুস্থ, তাহলে ঝুঁকি কতটা? গবেষকদের মত, আক্রান্ত বা সুস্থ ব্যক্তি, কেউ একজন এন-৯৫ পরলেই সংক্রমণ ছড়াতে সময় নেবে আড়াই ঘণ্টা৷
advertisement
advertisement
এন-৯৫ মাস্কের পাশাপাশি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করাও যথাযথ, বলছেন বিশেষজ্ঞরা৷ যদি একান্তই কাপড়ের মাস্ক ব্যবহার করতে হয়, তাহলে তার সঙ্গে সার্জিক্যাল মাস্ক পরতে হবে বলে মনে করছেন চিকিৎসকরা৷ বিধ্বংসী তৃতীয় তরঙ্গের দাপটে নাকে ও মুখে শুধু একটি কাপড়ের মাস্কের আবরণ? বিশেষজ্ঞদের মত, সেক্ষেত্রে শিয়রে শমন৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Risk of Cloth Mask: কাপড়ের মাস্ক পরছেন? কোভিডে সংক্রমিত হতে পারেন ২০ মিনিটে, বলছেন বিশেষজ্ঞরা
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement