Ways to Prevent Hairy Caterpillars: শুঁয়োপোকা গায়ে লেগে ক্ষতবিক্ষত? জানুন কী করে আরাম পাবেন

Last Updated:

বেঙ্গালুরুর ডার্মাটোলজিস্ট ডা: প্রীতি জানালেন কত সমস‍্যা সৃষ্টি করতে পারে এই শুঁয়োপোকা। সেইসঙ্গে তিনি এও জানালেন কীভাবে এই সমস‍্যা থেকে বাঁচবেন।

বর্ষায় বাড়ে পোকামাকড়ের উ‍ত্‍পাত। তবে বেশ কিছু কীটপতঙ্গ শরীরের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকারক হয়। অসাবধানে এদের দেহে হাত লাগলে ছড়াতে পারে বিভিন্ন ধরনের রোগ। এমনই একটি পোকা হল রোমশ শুঁয়োপোকা। এই ধরনের শুঁয়োপোকা অনেকসময় সবজিতে দেখা যায়। গাছে কিংবা বাড়ির দেওয়ালেও দেখা মিলতে পারে এই শুঁয়োপোকা। বেঙ্গালুরুর ডার্মাটোলজিস্ট ডা: প্রীতি জানালেন কত সমস‍্যা সৃষ্টি করতে পারে এই শুঁয়োপোকা। সেইসঙ্গে তিনি এও জানালেন কীভাবে এই সমস‍্যা থেকে বাঁচবেন।
শরীরে একজিমা হতে পারে
বিশেষজ্ঞদের মতে রোমশ শুঁয়োপোকা গায়ে লাগলে ফুসকুড়িও হতে পারে। এই পোকার শরীরে এমন একটি পদার্থ রয়েছে যা দেহে অ‍্যালার্জি বা সংক্রমণ সৃষ্টি করতে পারে। এটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে এগজিমা এবং সেই সঙ্গে ত্বকে আমবাতও সৃষ্টি করতে পারে।
advertisement
শুঁয়োপোকা কামড়ালে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। সংক্রমণ এড়ানোর জন্য প্রথমে বাড়িতে কিছু পদক্ষেপ নেওয়া উচিত। সবার আগে উচিত ত্বকে পোকার হুল লেগে থাকলে তা মুছে ফেলা। ভালভাবে জল এবং সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
advertisement
নিজের কিছু হোম ফার্স্ট এইড করা উচিত। যাতে সংক্রমণ এড়ানো যায়। যদি আপনি একটি পোকা দ্বারা দংশন করা হয়, সবার আগে ত্বকের এই পোকার হুল, টিক বা চুল মুছে ফেলুন। এছাড়াও সাবান এবং জল দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে ফেলুন। এতে করে শরীরে অ্যালার্জি হওয়ার আশঙ্কাও কমে।
advertisement
দেহের কোনও স্থানে এই পোকার সংক্রমণে ফুলে গেলে তার ওপর বরফ লাগানো যেতে পারে। বরফের প‍্যাক ফোলাবাব কমাতে সাহায‍্য করে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ways to Prevent Hairy Caterpillars: শুঁয়োপোকা গায়ে লেগে ক্ষতবিক্ষত? জানুন কী করে আরাম পাবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement