Shiv Temple: শিবরাত্রির বিশেষ দর্শণ, মন্দিরবাজারেরই রয়েছে ৩০০ বছরের প্রাচীন এই শিবমন্দির!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনা জেলায় রয়েছে অনেক প্রাচীন শিবমন্দির। শিবরাত্রিতে সেই সমস্ত শিবমন্দিরের প্রচুর পরিমাণে ভিড় হয়। এই সমস্ত শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম প্রাচীন শিবমন্দির হল মন্দিরবাজারের কেশবেশ্বর শিব মন্দির।
মন্দিরবাজার: দক্ষিণ ২৪ পরগনা জেলায় রয়েছে অনেক প্রাচীন শিবমন্দির। শিবরাত্রিতে সেই সমস্ত শিবমন্দিরের প্রচুর পরিমাণে ভিড় হয়। এই সমস্ত শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম প্রাচীন শিবমন্দির হল মন্দিরবাজারের কেশবেশ্বর শিব মন্দির।
১১৫৫ খ্রীষ্টাব্দে স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির নির্মাণ করেন তৎকালীন জমিদার চৌধুরী পরিবারের লোকজনরা। পরবর্তীকালে এই মন্দিরের নাম থেকেই এলাকার নাম হয়ে যায় মন্দিরবাজার।মন্দির চত্বরে রয়েছে ফলের বাজার। মন্দিরের পাশে রয়েছে বিশালাকার পুকুর। বর্তমানে জমিদারি প্রথা না থাকায়, সমস্তটাই দেখভাল করে মন্দিরের দায়িত্বে থাকা সমস্ত ব্যক্তিরা।
আরও পড়ুনDol Travel Destination: দোলের ছুটিতে অনায়াসে ঘুরে আসুন পাইনের জঙ্গলে, ঝর্নার জলে পা ডুবিয়েই দিব্যি সময় কেটে যাবে
এই মন্দিরের স্থাপত্যশৈলী দক্ষিণ ২৪ পরগণার অন্যান্য মন্দিরের থেকে আলাদা। প্রায় ৭০ ফুট উচ্চতার এই মন্দিরের উপরে রয়েছে ত্রিশুলযুক্ত কলস। ত্রিখিলান প্রবেশপথ ও অলিন্দ এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য যা অন্যান্য মন্দিরের সঙ্গে এই মন্দিরকে আলাদা করেছে। এবছর শিবরাত্রিতে পূণ্যার্থীদের কথা ভেবে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মন্দিরের কর্মকর্তারা।
advertisement
advertisement
প্রশাসনের পক্ষ থেকেও সমস্ত রকম পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর। পূণ্যার্থীদের সুবিধার্থে মন্দিরের সামনেই মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদারের উদ্যোগে তৈরি করা হয়েছে একটি অতিথি নিবাস। আপনি চাইলে এখানেই রাত্রি কাটাতে পারেন।
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2024 5:26 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Shiv Temple: শিবরাত্রির বিশেষ দর্শণ, মন্দিরবাজারেরই রয়েছে ৩০০ বছরের প্রাচীন এই শিবমন্দির!