Dol Travel Destination: দোলের ছুটিতে অনায়াসে ঘুরে আসুন পাইনের জঙ্গলে, ঝর্নার জলে পা ডুবিয়েই দিব্যি সময় কেটে যাবে

Last Updated:
দোলের ছুটিতে পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে চলে যেতে পারেন সিঙ্গালিলার মাজুয়া জঙ্গলে ৷ এখানকার মনোরম পরিবেশে কটেজে রাত্রিবাস আপনাকে এক অসাধারণ অভিজ্ঞতা এনে দেবে ৷
1/5
পাহাড়ি পাইনের জঙ্গলে ঝরনার ঠান্ডা জলে পা ঝুলিয়ে সময় কাটানোর স্বাদ কী নিয়েছেন ? ছোট ছোট কাঠের কটেজে রাত কাটানো। আর ঝরনার জলের পাশেই ক্যাম্প ফায়ার করে ঝিঁঝিঁ পোকার ডাক শোনা। এখানের অ্যাডভেঞ্চার মন কাড়বে পর্যটকদের ।
পাহাড়ি পাইনের জঙ্গলে ঝরনার ঠান্ডা জলে পা ঝুলিয়ে সময় কাটানোর স্বাদ কী নিয়েছেন ? ছোট ছোট কাঠের কটেজে রাত কাটানো। আর ঝরনার জলের পাশেই ক্যাম্প ফায়ার করে ঝিঁঝিঁ পোকার ডাক শোনা। এখানের অ্যাডভেঞ্চার মন কাড়বে পর্যটকদের ।
advertisement
2/5
দোলের ছুটিতে পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে চলে যেতে পারেন সিঙ্গালিলার মাজুয়া জঙ্গলে ৷ এখানকার মনোরম পরিবেশে কটেজে রাত্রিবাস আপনাকে এক অসাধারণ অভিজ্ঞতা এনে দেবে ৷
দোলের ছুটিতে পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে চলে যেতে পারেন সিঙ্গালিলার মাজুয়া জঙ্গলে ৷ এখানকার মনোরম পরিবেশে কটেজে রাত্রিবাস আপনাকে এক অসাধারণ অভিজ্ঞতা এনে দেবে ৷
advertisement
3/5
সারাদিন বয়ে চলা ঝরনার শব্দে মন আর মেজাজ দুটোই জুড়িয়ে যাবে । সেখানে তৈরি করা হয়েছে ওই কাঠের কটেজগুলো । কটেজের বাইরে দিয়েই বয়ে গিয়েছে ঝরনাটি । সেখানে বসেই কখন সকাল থেকে সন্ধ্যে হয়ে যাবে বুঝতেই পারবেন না।
সারাদিন বয়ে চলা ঝরনার শব্দে মন আর মেজাজ দুটোই জুড়িয়ে যাবে । সেখানে তৈরি করা হয়েছে ওই কাঠের কটেজগুলো । কটেজের বাইরে দিয়েই বয়ে গিয়েছে ঝরনাটি । সেখানে বসেই কখন সকাল থেকে সন্ধ্যে হয়ে যাবে বুঝতেই পারবেন না।
advertisement
4/5
নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে শেয়ার গাড়ি করে সোজা চলে যেতে হবে দার্জিলিং । তাতে মাথাপিছু খরচ হবে খুব বেশি হলে ৬০০ থেকে ৮০০ টাকা।দার্জিলিং থেকে সিঙ্গালিলা খুব একটা দূরে নয় । সেখান থেকেও ছোট গাড়ি ভাড়া করে চলে যাওয়া যাবে সিঙ্গালিলার মাজুয়া জঙ্গলে । তাতে মাথাপিছু ৩০০ টাকার মতো খরচ ।
নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে শেয়ার গাড়ি করে সোজা চলে যেতে হবে দার্জিলিং । তাতে মাথাপিছু খরচ হবে খুব বেশি হলে ৬০০ থেকে ৮০০ টাকা।দার্জিলিং থেকে সিঙ্গালিলা খুব একটা দূরে নয় । সেখান থেকেও ছোট গাড়ি ভাড়া করে চলে যাওয়া যাবে সিঙ্গালিলার মাজুয়া জঙ্গলে । তাতে মাথাপিছু ৩০০ টাকার মতো খরচ ।
advertisement
5/5
রাতে উডেন কটেজে থাকতে মাথাপিছু খরচ দুই থেকে আড়াই হাজার টাকা । তবে সিজন টাইমে চাহিদা বেশি থাকায় আগে থেকে বুকিং করে রাখাই ভালো । বন দফতরের ওয়েবসাইট থেকে সরাসরি বুকিং করা যায় কটেজগুলি । একটি কটেজে দুই থেকে চারজন থাকার ব্যবস্থা রয়েছে ।
রাতে উডেন কটেজে থাকতে মাথাপিছু খরচ দুই থেকে আড়াই হাজার টাকা । তবে সিজন টাইমে চাহিদা বেশি থাকায় আগে থেকে বুকিং করে রাখাই ভালো । বন দফতরের ওয়েবসাইট থেকে সরাসরি বুকিং করা যায় কটেজগুলি । একটি কটেজে দুই থেকে চারজন থাকার ব্যবস্থা রয়েছে ।
advertisement
advertisement
advertisement