Viral: পিঠে বস্তাভর্তি কয়েন! শতছিন্ন মলিন পোশাক পরনে ‘ভিক্ষাজীবী’ দোকানে গেলেন আইফোন ১৫ কিনতে! তার পর...

Last Updated:

Viral: কোনও কোনও দোকান তো তাঁকে ঢুকতেই দিল না৷ আবার কোনও দোকান ঢুকতে দিলেও তাঁর কাছ থেকে কয়েন নিতে নারাজ!

সমাজমাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে ভিডিওটি
সমাজমাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে ভিডিওটি
ভারতে বিত্তবান জীবনযাপনের অন্যতম প্রতীক আইফোন৷ ধরেই নেওয়া হয় দরিদ্র মানুষ এই বৃত্তের বাইরে৷ সম্প্রতি এক ইনস্টাগ্রাম চ্যানেল সেই ধারণার মূলে কুঠারাঘাত করেছে৷ সেই চ্যানেলে পরীক্ষামূলক একটি ভিডিও করা হয়৷ দেখতে চাওয়া হয়, যদি ভিক্ষাজীবীবেশী কেউ আইফোন কিনতে দোকানে যান, তাহলে তাঁর সঙ্গে কেমন ব্যবহার করা হবে৷
ভিডিওতে দেখা যায় রাজস্থানের যোধপুর শহরে সাধারণ ভিক্ষাজীবীর বেশে এক যুবক মোবাইলের শোরুমগুলিতে যাচ্ছেন৷ তাঁর সঙ্গে রয়েছে বস্তাভর্তি মুদ্রা বা কয়েন৷ কিনতে চান আইফোন১৫৷ কোনও কোনও দোকান তো তাঁকে ঢুকতেই দিল না৷ আবার কোনও দোকান ঢুকতে দিলেও তাঁর কাছ থেকে কয়েন নিতে নারাজ!
অবশেষে একটি দোকান রাজি হয়৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই যুবক দোকানের মেঝের উপর উপুড় করে দিলেন কয়েনের বস্তা৷ বিক্রেতা একটি একটি করে সব কয়েন গুনে রেখে দেন৷ ক্রেতাও তাঁর কাঙ্ক্ষিত আইফোন প্রো ম্যাক্স সংগ্রহ করে ভাল ভাবে দেখেশুনে নেন৷ আইফোন হাতে নিয়ে ছবিও তোলেন৷ ছবি তোলেন দোকানদারেরও৷ তিনি তো বিস্ময়ে হতবাক৷
advertisement
advertisement
advertisement
সমাজমাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে ভিডিওটি৷ ৩৪ মিলিয়নের বেশি ভিউজের পাশাপাশি এসেছে অসংখ্য লাইক ও কমেন্ট৷ অনেকেরই এই পরীক্ষা নিরীক্ষা ভাল লেগেছে৷ আবার অনেকে দোকানদারের একগাল মাছি অবস্থা দেখে নিজেরাও হাসছেন৷
তবে অধিকাংশ নেটিজেনরাই একমত, এই ভিডিও পরিকল্পনামাফিক করানো৷ তাঁদের মতে, ভিক্ষাজীবী এরকম আচরণ করবেন না৷ তবে পোশাক পরিচ্ছদ বা উপস্থিতি দেখে যে ক্রেতাকে বিচার করা উচিত নয় সে বিষয়েও সহমত নেটিজেনরা৷
advertisement
প্রসঙ্গত গত ২২ সেপ্টেম্বর ভারতের বাজারে আইফোন এসেছে৷ দিল্লি, মুম্বই-সহ একাধিক শহরে আই ফোন ১৫ লঞ্চ হওয়ার আগেই শোরুমে ভিড় জমেছে উৎসাহীদের৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral: পিঠে বস্তাভর্তি কয়েন! শতছিন্ন মলিন পোশাক পরনে ‘ভিক্ষাজীবী’ দোকানে গেলেন আইফোন ১৫ কিনতে! তার পর...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement