Mutton Recipe: ‘ভিল ফুড’-এর ঠাকুমার রেসিপিতে পেঁয়াজ, রসুন ছাড়াই রাঁধুন লা-জবাব পাঁঠার মাংস
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Mutton recipe without onion and garlic : ‘ভিল ফুড’ ইউটিউব চ্যানেলের ঠাকুমা পুষ্পরানি সরকার এবং তাঁর পুত্রবধূ শিখিয়েছেন কী করে এই রেসিপিতে পাঁঠার মাংস রাঁধা যায় ৷
দুর্গাপুজো (Durga Puja 2021) মানেই বাঙালি হেঁসেলে রকমারি ব্যঞ্জন ৷ বাঙালি পরিবারে নবমীতে পাঁঠার মাংস (Mutton Recipe) খাওয়ার চল অনেক দিনই ৷ বহু বাড়িতে আবার এ দিন মাংস রাঁধা হয় পেঁয়াজ রসুন ছাড়া (Mutton recipe without onion and garlic)৷ অল্প তেলে মশলাবিহীন সেই মাংসের স্বাদও অপূর্ব ৷ যদি ঠিকমতো রাঁধা যায় ৷ ‘ভিল ফুড’ ইউটিউব চ্যানেলের ঠাকুমা পুষ্পরানি সরকার এবং তাঁর পুত্রবধূ শিখিয়েছেন কী করে এই রেসিপিতে পাঁঠার মাংস রাঁধা যায় ৷
প্রথমে, জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, আদা একে একে বেটে নিতে হবে শিলনোড়ায় ৷ এর পর কড়াইয়ে সর্ষের তেল গরম করে ফোড়ন দিতে হবে তেজপাতা, শুকনোলঙ্কা ও জিরে৷ তার পর দিতে হবে শিলনোড়ায় বাটা মশলা ৷
আরও পড়ুন : দিনের শুরুতে গরম জলে মধু মিশিয়ে পান করেন? উপকারের বদলে হতে পারে অনিষ্টও
ভাল করে কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন কড়াইয়ে দিতে হবে পাঁঠার মাংস ৷ তার পর মেশাতে হবে হলুদ এবং স্বাদমতো নুন ৷ এ বার খুন্তি দিয়ে ক্রমাগত কষাতে হবে ৷ মাংসের সঙ্গে মশলা ভাল করে মিশিয়ে নিতে হবে ৷ কষানো অর্থাৎ তেলমশলায় মাংস ভাল করে জারিত হয়ে গেলে মাংসে দিতে হবে গরম জল ৷ ঠাকুমার পুত্রবধূ কবিতর টিপস, গরম জলে মাংস রাঁধলে ভাল সিদ্ধ হয় ৷ সবার শেষে দিতে হবে ডুমো ডুমো করে কেটে রাখা আলু ৷ ঝোল ফুটতে শুরু করলে তাতে দিতে হবে চিরে রাখা কাঁচালঙ্কা ৷ তার পর আবার ভাল করে মিশিয়ে নিতে হবে ৷ এ বার দেখে নিন আলু সিদ্ধ হয়েছে কিনা ৷ সবার শেষে মাংস গ্যাস থেকে নামানোর পালা ৷ তবে তার আগে ঝোলে মেশাতে হবে গরমমশলা বাটা ৷
advertisement
advertisement
আরও পড়ুন : চোখের জ্যোতি উজ্জ্বল রাখবে কোন কোন খাবার? জেনে নিন বিশ্ব দৃষ্টিশক্তি দিবসে
বৃদ্ধা ইউটিউবার পুষ্পরানির কথায়, অনেকেই তাঁর কাছে জানতে চেয়েছিলেন পেঁয়াজ, রসুন ছাড়া পাঁঠার মাংসের রেসিপি ৷ বললেন, পেঁয়াজ রসুন ছাড়াও পাঁঠার মাংসের স্বাদ অপূর্ব হয় ৷ তাঁর আর্জি, নেটিজেনরা যেন বাড়িতে এই রেসিপি রেঁধে তাঁকে জানান কেমন হয়েছে ৷
Location :
First Published :
October 14, 2021 4:25 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mutton Recipe: ‘ভিল ফুড’-এর ঠাকুমার রেসিপিতে পেঁয়াজ, রসুন ছাড়াই রাঁধুন লা-জবাব পাঁঠার মাংস