শুধু দাঁত মাজা নয় ! জেনে নিন টুথপেস্ট আর কী কী কাজে লাগে
Last Updated:
শুধু দাঁত মাজা নয় ! জেনে নিন টুথপেস্ট আর কী কী কাজে লাগে
#কলকাতা: টুথপেস্ট দিয়ে দাঁত মাজা হয়! এ তো এক বছরের বাচ্চাও জানে! কিন্তু শুধু এটুকুই নয়, টুথপেস্টের রয়েছে আরও নানা গুণ! যেমন--
সিডি-ডিভিডির উপর অনেক সময়ই দাগ পড়ে যায়। সেক্ষেত্রে, দাগের উপর আলতোভাবে অল্প পরিমাণে পেস্ট লাগিয়ে, কিছুক্ষণ রেখে কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিন। দেখবেন, মুহূর্তের মধ্যে দাগ চলে গিয়েছে। কাঠের আসবাবপত্র থেকে দাগ তুলতেও টুথপেস্ট এক্সপার্ট। এখানেই শেষ নয়!
কাপড়ের দাগ তুলতেও টুথপেস্ট ব্যবহার করুন।
advertisement
চুলে চুইংগাম আটকে গিয়েছে? অল্প টুথপেস্ট লাগিয়ে, ধীরে ধীরে জট ছাড়িয়ে ফেলুন! হালকা পুড়ে গেলে সঙ্গে সঙ্গে টুথপেস্ট লাগিয়ে নিন। ফোসকা পড়বে না!
advertisement
রুপোর বাসন, গয়না বা শোপিস চকচকে করতে, টুথপেস্ট দিয়ে আলতো করে মুছে নিন। মনে হবে, এক্কেবারে সদ্য কেনা!
ব্রণ হয়েছে? রাতে, মুখ ভাল করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে, ব্রণর উপর টুথপেস্ট লাগিয়ে, ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে উঠে দেখবেন পিম্পল গায়েব! পেঁয়াজ-রসুন কাটা বা মাছ মাংস ধোয়ার পর হাতে বিচ্ছিরি গন্ধ হয়! সেক্ষেত্রে হাতে টুথপেস্ট লাগিয়ে হাত ধুয়ে নিন। গন্ধ উধাও!
advertisement
টয়লেট পরিষ্কার করতে টুথপেস্টের জুড়ি নেই ! খানিকটা টুথপেস্ট কমোডের গায়ে লাগিয়ে, কিছুক্ষণ রেখে, ফ্ল্যাশ করে নিন। কমোড ঝকঝক করবে! জুতোর সাদা অংশ চকচকে করতেও ব্যবহার করুন টুথপেস্ট। পুরানো ব্রাশে টুথপেস্ট নিয়ে ময়লা অংশ ঘষে নিন। দাগ-ছোপ পালাবে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2018 7:38 PM IST