North 24 Parganas News: বরণডালা থেকে গাছকৌটো, বিয়ের উপকরণও এখন কাস্টমাইজ, জানুন কোথায় পাবেন

Last Updated:

বিবাহের বিশেষ মুহূর্তকে স্মরনীয় করে রাখতে এখন নানা থিমের উপর বিয়ে বাড়ি থেকে পোশাক এমনকি বিয়ের কুলো বরণডালা থেকে গাছ কৌটোকেও রাঙিয়ে তোলা হচ্ছে আধুনিক রং এর প্রলেপে।

+
হাতে

হাতে আঁকা কুলো গাছ কৌট 

উত্তর ২৪ পরগনা: বিয়েতে এখন লেগেছে আধুনিকতার ছোঁয়া। শুভ বিবাহের বিশেষ মুহূর্তকে স্মরনীয় করে রাখতে তাই এখন নানা থিমের উপর বিয়ে বাড়ি থেকে পোশাক এমনকি বিয়ের কুলো বরণডালা থেকে গাছ কৌটোকেও রাঙিয়ে তোলা হচ্ছে আধুনিক রং এর প্রলেপে। আর বিয়ের মরশুমে এরকম বিয়ের কুলো বরণডালা, গাছ কৌটো, পাঞ্জাবি, থালা রং করেই স্বনির্ভর হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনা গুমা এলাকার মেয়ে প্রান্তিকা বিশ্বাস।
বেশ ভালই মিলছে অর্ডার, তাই এখন অন্যান্য কাজ ফেলে সময় এর মধ্যে বিয়ের এই সব রঙিন জিনিস সাজিয়ে তুলতে ব্যস্ত সে। বন্ধুর আবদারেই কেনভাস ছেড়ে প্রথম বিয়ের এই জিনিসের উপর তুলির টান দিয়েছিল প্রান্তিকা। এখন অনেকেই তাদের বিয়ের সরঞ্জাম মনের মত ডিজাইন করতে যোগাযোগ করছে গুমার সুকান্ত পল্লীর এই মহিলা শিল্পী প্রান্তিকার কাছে। ছোট বেলা থেকে আঁকার প্রতি ঝোঁক থাকলেও সেভাবে কখনোই প্রশিক্ষণ নেয়নি মেয়ে, বলেই জানালেন মা বেবি বিশ্বাস।
advertisement
advertisement
মেয়ে আজ বিয়ের নানা ডিজাইন থেকে শুরু করে হাতের কাজ ফুটিয়ে তুলছে, ও নিজের হাত খরচা তুলছে তাতে যথেষ্টই খুশি মা। পাড়া প্রতিবেশীরাও অবসর সময়ে প্রান্তিকার হাতের কাজ দেখতে বাড়ি তে আসেন। অনেকেই এখন বিয়ের কুলো, পিরি, গাছ কৌটো এমনকি বিয়ের দিন পড়ার পাঞ্জাবি থেকে ফটো সবই করে দেওয়ার আবদার নিয়ে আসছে প্রান্তিকার কাছে। এসবেরই দাম রয়েছে ৮০০ থেকে ১৫০০ র মধ্যে। তাই
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আপনার বিয়ের অনুষ্ঠান হোক বা থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে বিয়েতে ব্যবহারের জিনিসপত্র, মনের মত করে সাজিয়ে তুলতে আপনারাও চাইলে খুঁজে নিতে পারেন এই মহিলা শিল্পী প্রান্তিকা বিশ্বাসকে।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North 24 Parganas News: বরণডালা থেকে গাছকৌটো, বিয়ের উপকরণও এখন কাস্টমাইজ, জানুন কোথায় পাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement