Winter Flower Care: শীতে ছাদ বাগানের শোভা বাড়াতে ডায়ান্থাস ফুলের পরিচর্যা করুন এইভাবে

Last Updated:

শীতের মরশুমি ফুলের মধ্যে ডায়ান্থাস বেশ জনপ্রিয়। তবে এই গাছের সঠিক পরিচর্যা না হলে সহজেই নষ্ট হয়ে যেতে পারে, কমতে পারে ফুলের পরিমাণ

+
title=

উত্তর ২৪ পরগনা: শীতের সময় পরিবেশের পাশাপাশি মনকে রাঙিয়ে তোলে রংবেরঙের ফুল। শীতকালীন ফুলের মধ্যে একটি অসাধারণ ফুল হল ডায়ান্থাস। আপনার যদি ছাদ বাগানের শখ থাকে তবে শীতকালে বাড়ির ছাদে অবশ্যই লাগান এই ফুল। গোলাপি রঙের খুব সুন্দর নকশা কাটা এই ফুল দেখলেই মন ভাল হয়ে যায়।
শীতের মরশুমি ফুলের মধ্যে ডায়ান্থাস বেশ জনপ্রিয়। তবে এই গাছের সঠিক পরিচর্যা না হলে সহজেই নষ্ট হয়ে যেতে পারে, কমতে পারে ফুলের পরিমাণ। ছাত বাগানে ডায়ান্থাস ফুলের গাছ লাগানোর জন্য প্রথমেই চলে যান নার্সারিতে। সেখান থেকে ভাল জাতের চারা কিনে আনতে হবে। তারপরে মাটি প্রস্তুত করতে হবে। কোকোপিটের সঙ্গে বাগানের মাটি এবং এক বছরের পচানো গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট ভাল করে মিশিয়ে নিয়ে মাটি তৈরি করুন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এবার গাছটিকে কয়েকদিন ছায়ায় রাখুন। তবে শীতকালীন যে কোনও গাছের ফুল ফোটানোর জন্য রোদের আধিক্য প্রয়োজন হয়। সেজন্য আপনার ছাদ বাগানের যেখানে সারা দিন শীতকালীন রোদ ভালভাবে পড়বে সেখানে এই টব রেখে দিন। তবে মাথায় রাখবেন এই গাছ বেশি জল পছন্দ করে না। তাই মাটি একেবারে শুকিয়ে গেলে তবেই টবের মধ্যে থাকা গাছের গোড়ায় জল দিন। আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে, মাঝেমধ্যে নিম তেল স্প্রে করুন। এভাবেই একটু পরিচর্যার ম্যাধ্যমে ছাদ বাগানে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে ডায়ান্থাস ফুল।
advertisement
জুলফিকার মোল্লা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Winter Flower Care: শীতে ছাদ বাগানের শোভা বাড়াতে ডায়ান্থাস ফুলের পরিচর্যা করুন এইভাবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement