Coochbehar News: ভেজা হাত সুইচ বোর্ডে দিতেই যা হল! অথৈ জলে গোটা পরিবার
- Reported by:SARTHAK PANDIT
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
মঙ্গলবার প্রদীপ বর্মন নিজের কারখানায় কাজ করছিলেন। সেই সময় ভেজা হাত সুইচ বোর্ডে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন
কোচবিহার: আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে নিশিগঞ্জ-১ গ্রাম পঞ্চায়েতের সিটকিবাড়ি এলাকায়। মৃতের নাম প্রদীপ বর্মন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে নিশিগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার প্রদীপ বর্মন নিজের কারখানায় কাজ করছিলেন। সেই সময় ভেজা হাত সুইচ বোর্ডে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। এদিকে মৃত ব্যক্তিই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। সেই তাঁর এমন অস্বাভাবিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
খবর পেয়ে হাসপাতালে গিয়ে পৌঁছয় নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। নিয়মমাফিক ময়নাতদন্তের জন্য তারা দেহটি নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান, কিছুটা গাফিলতি করেই ভেজা হাতে আলো জ্বালতে গিয়ে এই বিপত্তি হয়েছে।
সার্থক পণ্ডিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 13, 2023 12:51 PM IST








