Blood Sugar and Menstrual Cycle : ব্লাড শুগারের জন্য কি অনিয়মিত হতে পারে ঋতুস্রাব?

Last Updated:

Type 2 diabetes can affect menstrual cycle:টাইপ টু ডায়াবেটিসে (type 2 diabetes) দীর্ঘ দিন ভুগলে মহিলাদের অ্যানোভ্যুলেশনও হতে পারে৷ এই পরিস্থিতিতে দেহে ওভ্যুলেশন হয় না৷

রোগীর দেহে মধুমেহর (blood sugar) প্রভাবে বহু পরিবর্তন হয়৷ মহিলাদের ক্ষেত্রে ডায়াবেটিসের জেরে যে কুপ্রভাব দেখা দেয়, তার মধ্যে অন্যতম অনিয়মিত ঋতুস্রাব (irregular menstrual cycle)৷ বিশেষ করে টাইপ টু ডায়াবেটিসে (type 2 diabetes) দীর্ঘ দিন ভুগলে মহিলাদের অ্যানোভ্যুলেশনও হতে পারে৷ এই পরিস্থিতিতে দেহে ওভ্যুলেশন হয় না৷ অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম্বাণু মুক্ত হয়ে ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করে না৷ ফলে ঋতুস্রাব চক্রের অনিয়মিত হয়ে যায় (Type 2 diabetes can affect menstrual cycle )৷
শালিমার বাগের ফর্টিস হাসপাতালের চিকিৎক সুনীতা বর্মা সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘মধুমেহ রোগাক্রান্ত মহিলাদের মধ্যে অনিয়মিত বা বিলম্বিত ঋতুচক্রের প্রবণতা দেখা দেয়৷ কারণ তাঁদের দেহে ডিম্বাণু উৎপাদন অনিয়মিত৷’’
আরও পড়ুন: আঁচিলের সমস্যায় বিব্রত? সহজ মুক্তি সম্ভব ঘরোয়া এই উপকরণেই
তিনি আরও জানান যে ডায়াবেটিক মহিলাদের মধ্যে মোটা হওয়ার প্রবণতা থাকে৷ তাছাড়া হরমোনের অসামঞ্জস্যের জেরে ডিম্বাণু উৎপাদন অনিয়মিত হয়ে পড়ে৷ এছাড়াও অ্যানিমিয়া, শ্রান্তি এবং কর্মক্ষমতার অভাবের মতো সমস্যাও তাঁদের মধ্যে দেখা যায়৷
advertisement
advertisement
আরও পড়ুন: দোরগোড়ায় শীত, হাত ও পায়ের পাতা উষ্ণ রাখতে কিছু সহজ নিয়ম
এখানেই শেষ নয়৷ টাইপ টু ডায়াবেটিস এবং পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পিসিওডি-র মধ্যেও সম্পর্ক আছে৷ যাঁরা পিসিওডি-তে আক্রান্ত হন, সেই মহিলারা অনেক সময়েই মাঝ চল্লিশে পৌঁছে অনিয়মিত ঋতুস্রাব চক্র সমস্যার শিকার হন৷
আরও পড়ুন: মধুমেহ-সহ আর কোন অসুখে সাদা চালের বদলে ব্রাউন রাইস খাওয়া উপকারী?
এই পরিস্থিতি এড়াতে ব্লাড শুগার নিয়ন্ত্রণের জন্য প্রথম থেকেই মহিলাদের সক্রিয় হতে হবে৷ চিকিৎসকের পরামর্শ মতো স্বাস্থ্যকর ডায়েটের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা অনুশীলনও মধুমেহ নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ৷ সর্বোপরি, মধুমেহ রোগের কারণে ঋতুস্রাব অনিয়ন্ত্রিত হলে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শও নিতে হবে নিয়মিত৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Blood Sugar and Menstrual Cycle : ব্লাড শুগারের জন্য কি অনিয়মিত হতে পারে ঋতুস্রাব?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement