Home remedies to get rid from wart : আঁচিলের সমস্যায় বিব্রত? সহজ মুক্তি সম্ভব ঘরোয়া এই উপকরণেই
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Home remedies to get rid from wart: আঁচিল অনেকের কাছেই বেশ লজ্জাজনক৷ ঘরোয়া বেশ কিছু উপায়ে আঁচিল থেকে মুক্তি পাওয়া যায়
আঁচিল আমাদের অনেকের কাছেই সমস্যাজনক৷ হাত, ঘাড়, মুখ, পা, গলা-সহ বিভিন্ন অংশে আঁচিল দেখা দিতে পারে৷ সৌন্দর্যহানির পাশাপাশি আঁচিল অনেকের কাছেই বেশ লজ্জাজনক৷ ঘরোয়া বেশ কিছু উপায়ে আঁচিল থেকে মুক্তি পাওয়া যায় (Home remedies to get rid from wart)৷
অ্যাপল ভিনিগার
আঁচিল সমস্যার শিকড় থেকে মুক্তি দেয় অ্যাপল ভিনিগার৷ সারা দিনে অন্তত ৩ বার তুলোয় করে অ্যাপল ভিনিগার লাগান আঁচিলে৷ কিছু দিনের মধ্যে আঁচিলের রং পরিবর্তন হবে৷ সেটির চার পাশের ত্বক শুকিয়ে আসবে৷
advertisement
আরও পড়ুন : ঘরোয়া উপকরণে সহজ উপায়ে বাড়িতেই তৈরি করুন ভেষজ লিপবাম
রসুন কোয়া
advertisement
খোসা ছাড়িয়ে রসুনের কোয়া কয়েক টুকরো করে নিন৷ তার পর আঁচিলের উপরে সেটি ঘষে লাগান৷ নয়তো ব্যবহার করতে পারেন রসুনের পেস্টও৷ দিনকয়েকের মধ্যে আঁচিল খসে পড়বে৷
লেবুর রস
তুলোয় করে লেবুর রস লাগিয়ে দিন আঁচিলে৷ কিছু দিনের মধ্যে আঁচিলটি পড়ে যাবে৷
আরও পড়ুন : নামমাত্র খরচে অন্দরসজ্জা ও দূষণমুক্তি, ঘরে রাখুন অ্যারালিয়া
আলুর খোসা
advertisement
আঁচিল কমাতে আলুর খোসার রসও উপকারী৷ আলু থেঁতো করে সেটিও আঁচিলের উপর লাগিয়ে রাখতে পারেন৷
বেকিং সোডা
বেকিং সোডার সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন৷ সেটি নিয়মিত আঁচিলের উপর দিন৷ কিছু দিনের মধ্যেই আঁচিল সংলগ্ন ত্বকে পরিবর্তন চোখে পড়বে৷
আরও পড়ুন : দোরগোড়ায় শীত, হাত ও পায়ের পাতা উষ্ণ রাখতে কিছু সহজ নিয়ম
আনারস
advertisement
আনারসের রস নিয়মিত আঁচিলের উপর লাগালেও অল্প কিছুদিনের মধ্যেই মুক্তি পাবেন এই সমস্যা থেকে৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2021 7:43 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Home remedies to get rid from wart : আঁচিলের সমস্যায় বিব্রত? সহজ মুক্তি সম্ভব ঘরোয়া এই উপকরণেই