Home remedies to get rid from wart : আঁচিলের সমস্যায় বিব্রত? সহজ মুক্তি সম্ভব ঘরোয়া এই উপকরণেই

Last Updated:

Home remedies to get rid from wart: আঁচিল অনেকের কাছেই বেশ লজ্জাজনক৷ ঘরোয়া বেশ কিছু উপায়ে আঁচিল থেকে মুক্তি পাওয়া যায়

ঘরোয়া বেশ কিছু উপায়ে আঁচিল থেকে মুক্তি পাওয়া যায় (Home remedies to get rid from wart)
ঘরোয়া বেশ কিছু উপায়ে আঁচিল থেকে মুক্তি পাওয়া যায় (Home remedies to get rid from wart)
আঁচিল আমাদের অনেকের কাছেই সমস্যাজনক৷ হাত, ঘাড়, মুখ, পা, গলা-সহ বিভিন্ন অংশে আঁচিল দেখা দিতে পারে৷ সৌন্দর্যহানির পাশাপাশি আঁচিল অনেকের কাছেই বেশ লজ্জাজনক৷ ঘরোয়া বেশ কিছু উপায়ে আঁচিল থেকে মুক্তি পাওয়া যায় (Home remedies to get rid from wart)৷
অ্যাপল ভিনিগার
আঁচিল সমস্যার শিকড় থেকে মুক্তি দেয় অ্যাপল ভিনিগার৷ সারা দিনে অন্তত ৩ বার তুলোয় করে অ্যাপল ভিনিগার লাগান আঁচিলে৷ কিছু দিনের মধ্যে আঁচিলের রং পরিবর্তন হবে৷ সেটির চার পাশের ত্বক শুকিয়ে আসবে৷
advertisement
advertisement
খোসা ছাড়িয়ে রসুনের কোয়া কয়েক টুকরো করে নিন৷ তার পর আঁচিলের উপরে সেটি ঘষে লাগান৷ নয়তো ব্যবহার করতে পারেন রসুনের পেস্টও৷ দিনকয়েকের মধ্যে আঁচিল খসে পড়বে৷
লেবুর রস
তুলোয় করে লেবুর রস লাগিয়ে দিন আঁচিলে৷ কিছু দিনের মধ্যে আঁচিলটি পড়ে যাবে৷
advertisement
আঁচিল কমাতে আলুর খোসার রসও উপকারী৷ আলু থেঁতো করে সেটিও আঁচিলের উপর লাগিয়ে রাখতে পারেন৷
বেকিং সোডা
বেকিং সোডার সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন৷ সেটি নিয়মিত আঁচিলের উপর দিন৷ কিছু দিনের মধ্যেই আঁচিল সংলগ্ন ত্বকে পরিবর্তন চোখে পড়বে৷
advertisement
আনারসের রস নিয়মিত আঁচিলের উপর লাগালেও অল্প কিছুদিনের মধ্যেই মুক্তি পাবেন এই সমস্যা থেকে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Home remedies to get rid from wart : আঁচিলের সমস্যায় বিব্রত? সহজ মুক্তি সম্ভব ঘরোয়া এই উপকরণেই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement