Health benefits of brown rice : মধুমেহ-সহ আর কোন অসুখে সাদা চালের বদলে ব্রাউন রাইস খাওয়া উপকারী?

Last Updated:

যদি আপনার মধুমেহ ধরা পড়ে, বা রক্তে চিনির মাত্রা রোগের সীমান্তরেখা থাকে, তাহলে সতর্ক হন৷ প্রথম পরিবর্তন হিসেবে খাদ্যতালিকায় আনুন ব্রাউন রাইস (Health benefits of brown rice )

ভারতে মধুমেহ রোগীদের পরিসংখ্যান উদ্বেগ বাড়ানোর জন্য যথেষ্ট৷ খাওয়ার ধরন, জীবনযাপনের ঘরানার জন্য ভারতবাসীরা সহজেই মধুমেহ রোগাক্রান্ত হচ্ছেন৷ সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর ১৪ নভেম্বর দিনটিকে পালন করা হয় বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে৷ ওষুধপত্র, নিয়মিত শরীরচর্চার পাশাপাশি মধুমহে রোগে গুরুত্বূপূর্ণ হল সঠিক খাদ্যাভ্যাস৷ যদি আপনার মধুমেহ ধরা পড়ে, বা রক্তে চিনির মাত্রা রোগের সীমান্তরেখা থাকে, তাহলে সতর্ক হন৷ প্রথম পরিবর্তন হিসেবে খাদ্যতালিকায় আনুন ব্রাউন রাইস (Health benefits of brown rice )৷
আমরা সাধারণত যে সাদা চাল খাই, তার তুলনায় ব্রাউন রাইস (Brown Rice) অনেক কম পলিশড৷ ফলে এর পুষ্টিগুণ ধরা থাকে অনেক বেশি৷ গ্রাম বাংলায় যে ঢেকিছাঁটা চাল, তার সঙ্গে দিব্যি তুলনা করা যায় এর, অন্তত খাদ্যগুণের দিক থেকে৷ এই চালে আছে খাদ্যতন্তু, প্রয়োজনীয় খনিজ, ভিটামিন, অ্যান্টিঅক্সিড্যান্ট ফ্ল্যাভোনয়েড, প্রোটিন ও ফ্যাটি অ্যাসিড৷
advertisement
আরও পড়ুন : নামমাত্র খরচে অন্দরসজ্জা ও দূষণমুক্তি, ঘরে রাখুন অ্যারালিয়া
মধুমেহ নিয়্ন্ত্রণে এই চাল উপযোগী৷ কারণ এর গ্লাইসেমিক ইনডেক্স কম৷ অর্থাৎ এই খাবার হজম হতে বেশি সময় নেয়৷ ফলে রক্তে চিনির মাত্রা রকেটের গতিতে বাড়ে না৷ গবেষণা বলছে, দিনে তিন বার ব্রাউন রাইস খেলেও টাইপ টু ডায়াবেটিস হওয়ার আশঙ্কা কমে অন্তত ৩২ শতাংশ অবধি৷ তাছাড়া এই চালের ফাইটিক অ্যাসিড, ফাইবার এবং পলিফেনল শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে৷
advertisement
advertisement
আরও পড়ুন : ঘরোয়া উপকরণে সহজ উপায়ে বাড়িতেই তৈরি করুন ভেষজ লিপবাম
ওজন কমানোর জন্য যাঁরা ডায়েটিং করছেন, তাঁরাও ব্রাউন রাইস খেতে শুরু করুন৷ ফাইবার বেশি থাকায় এই খাবারে ক্যালরির অংশ খুব কম৷ সাদা চালের বদলে ব্রাউন রাইস খেলে তলপেটের মেদও দ্রুত কমে যায়৷
advertisement
আরও পড়ুন : কী দিয়ে ধোবেন? মুছবেনই বা কী দিয়ে? জেনে নিন আপনার চশমাকে ভাল রাখার খুঁটিনাটি
ব্রাউন রাইসে কোলেস্টেরলের মাত্রা খুব কম৷ শরীরে খারাপ কোলেস্টেরল বা এলডিএল-এর মাত্রা কমিয়ে দেয় ব্রাউন রাইস৷ পাশাপাশি, কোলাইটিস এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যাও দূর হয় এই দানাশস্যে৷ ভাল থাকে পরিপাক ক্রিয়াও৷
সন্তান প্রসব করার পর শারীরিক ও মানসিক একাধিক সমস্যা কমিয়ে দেয় ব্রাউন রাইস৷ নিয়ন্ত্রণে রাখে স্নায়বিক সমস্যাও৷ ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামে ভরা ব্রাউন রাইস মজবুত করে হাড়ের স্বাস্থ্য৷ আর্থ্রাইটিস ও অস্টিওপোরোসিসের মতো সমস্যায় উপশম এনে দেয় ব্রাউন রাইস৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health benefits of brown rice : মধুমেহ-সহ আর কোন অসুখে সাদা চালের বদলে ব্রাউন রাইস খাওয়া উপকারী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement