Eyeglasses cleaning tips: কী দিয়ে ধোবেন? মুছবেনই বা কী দিয়ে? জেনে নিন আপনার চশমাকে ভাল রাখার খুঁটিনাটি

Last Updated:

Eyeglasses cleaning tips:চশমায় লেগে থাকা ধুলো থেকেও সংক্রমণ হতে পারে৷ চশমা মোছার আগে ভাল করে হাত ধুয়ে নিন

* না এড়াতে পারলে চোখে বড় আকারের সানগ্লাস দিন।
* দিনে তিন-চার বার চোখে জলের ঝাপটা দিন।
* স্কুল যাওয়া ও ফেরার পথে শিশুও যেন সরাসরি রোদের মুখে না পড়ে, সেই বিষয়ে সতর্ক হন।
* না এড়াতে পারলে চোখে বড় আকারের সানগ্লাস দিন। * দিনে তিন-চার বার চোখে জলের ঝাপটা দিন। * স্কুল যাওয়া ও ফেরার পথে শিশুও যেন সরাসরি রোদের মুখে না পড়ে, সেই বিষয়ে সতর্ক হন।
চশমা (Eyeglass) শুধু পরলেই হবে না, একে সঠিক উপায়ে পরিষ্কারও রাখতে হবে৷ চশমা প্রতিদিন পরিষ্কার করবেন৷ নয়তো চশমায় লেগে থাকা ধুলো থেকেও সংক্রমণ হতে পারে৷ চশমা মোছার আগে ভাল করে হাত ধুয়ে নিন৷ হাতে যাতে ধুলোময়লা বা কোনও ধরনের লোশন বা ক্রিম লেগে না থাকে, খেয়াল রাখুন সেদিকে৷ ট্যাপের জল ধীরগতিতে খুলে তার নীচে চশমা ধরে থাকুন৷ তবে গরম জল যেন চশমাতে না লাগে, সেদিকে নজর দিন (How to clean your eyeglasses)৷
চশমার লেন্স, বা চলতি কথায় যাকে আমরা ‘চশমার কাচ’ বলি, সেটা পরিষ্কার করতে ব্যবহার করুন ডিশওয়াংশিং লিক্যুইড৷ দেখতে হবে, তাতে যেন লোশন বা হ্যান্ড ময়শ্চারাইজার জাতীয় কোনও উপাদান না থাকে৷ হাতের আঙুলে সামান্য পরিমাণ ডিশওয়াশিং লিক্যুইড নিয়ে মুছে ফেলুন চশমার কাচ৷ তার পর ধুয়ে নিন জল দিয়ে৷ তবেপরিষ্কার করার সময় শুধু দুই লেন্স নয়৷ সমানভাবে মুছে নিন নোজপ্যাড এবং কানের পিছনে থাকা চশমার ফ্রেমের অংশও৷
advertisement
আরও পড়ুন : ফিরে চলুন মা দিদিমার সাবেক রূপটানে, শীতের সঙ্গী হোক গ্লিসারিন
চশমা থেকে সাবানের অংশ যেন সম্পূর্ণ উঠে যায়, খেয়াল রাখুন সেদিকে৷ নয়তো শুকিয়ে যাওয়ার পর দাগ হয়ে যাবে৷ চশমা ধোওয়ার পর নরম সুতির কাপড় দিয়ে খুব ভাল করে মুছে নিন৷ এ ছাড়া অনেক সময় কাজের মাঝে চশমা পরিষ্কার করার দরকার হয়৷ সে সময় ব্যবহার করুন ডিসপোজেবল আইগ্লাস ক্লিনিং ওয়াইপ৷ এগুলি শুধু চশমা পরিষ্কার করার জন্যই ব্যবহৃত হয়৷ এ ছাড়া অন্য কোনও কাপড় ব্যবহার করবেন না৷
advertisement
advertisement
আরও পড়ুন : মাটিতেই লুকিয়ে রূপরহস্য, ত্বক ও চুলের যত্নে মুলতানি মিট্টি আজও অদ্বিতীয়
পরনের জামাকাপড়, টিস্যুপেপার, ন্যাপকিন, শাড়ির আঁচল, ওড়নার প্রান্ত দিয়ে কখনওই চশমা মুছবেন না ৷ চশমা মোছার সময় থুতু দেওয়া বদঅভ্যাস৷ এই অভ্যাস থাকলে এখনই ত্যাগ করুন৷ আসবাবের কাচ মোছার জন্য যে তরল ব্যবহার করা হয়, তা দিয়ে একদমই চশমার কাচ মুছবেন না ৷ তাহলে চশমার লেন্স এবং অ্যান্টি রিফ্লেক্টিভ কোটিং নষ্ট হয়ে যাবে৷
advertisement
আরও পড়ুন : শীতে সদ্যোজাত সন্তানের কোমল, সংবেদনশীল ত্বকের যত্ন নিন এই উপায়েই
স্ক্র্যাচ লাগা থেকে চশমাকে দূরে রাখুন৷ কারঁণ এক বার স্ক্র্যাচ লাগলে আর সেটি তোলার উপায় নেই৷ স্ক্র্যাচ রেজিস্ট্যান্স কোটিং আছে, এরকম লেন্স বেছে নিন সব সময়৷ মনে রাখবেন চশমায় স্ক্র্যাচ যত কম পড়বে, তত বেশি কার্যকর থাকবে আপনার চশমা৷ যখন ব্যবহার করবেন না, সব সময় কেসের মধ্যে রাখবেন চশমা৷ খোলা রাখবেন না ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Eyeglasses cleaning tips: কী দিয়ে ধোবেন? মুছবেনই বা কী দিয়ে? জেনে নিন আপনার চশমাকে ভাল রাখার খুঁটিনাটি
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement