Eyeglasses cleaning tips: কী দিয়ে ধোবেন? মুছবেনই বা কী দিয়ে? জেনে নিন আপনার চশমাকে ভাল রাখার খুঁটিনাটি

Last Updated:

Eyeglasses cleaning tips:চশমায় লেগে থাকা ধুলো থেকেও সংক্রমণ হতে পারে৷ চশমা মোছার আগে ভাল করে হাত ধুয়ে নিন

* না এড়াতে পারলে চোখে বড় আকারের সানগ্লাস দিন।
* দিনে তিন-চার বার চোখে জলের ঝাপটা দিন।
* স্কুল যাওয়া ও ফেরার পথে শিশুও যেন সরাসরি রোদের মুখে না পড়ে, সেই বিষয়ে সতর্ক হন।
* না এড়াতে পারলে চোখে বড় আকারের সানগ্লাস দিন। * দিনে তিন-চার বার চোখে জলের ঝাপটা দিন। * স্কুল যাওয়া ও ফেরার পথে শিশুও যেন সরাসরি রোদের মুখে না পড়ে, সেই বিষয়ে সতর্ক হন।
চশমা (Eyeglass) শুধু পরলেই হবে না, একে সঠিক উপায়ে পরিষ্কারও রাখতে হবে৷ চশমা প্রতিদিন পরিষ্কার করবেন৷ নয়তো চশমায় লেগে থাকা ধুলো থেকেও সংক্রমণ হতে পারে৷ চশমা মোছার আগে ভাল করে হাত ধুয়ে নিন৷ হাতে যাতে ধুলোময়লা বা কোনও ধরনের লোশন বা ক্রিম লেগে না থাকে, খেয়াল রাখুন সেদিকে৷ ট্যাপের জল ধীরগতিতে খুলে তার নীচে চশমা ধরে থাকুন৷ তবে গরম জল যেন চশমাতে না লাগে, সেদিকে নজর দিন (How to clean your eyeglasses)৷
চশমার লেন্স, বা চলতি কথায় যাকে আমরা ‘চশমার কাচ’ বলি, সেটা পরিষ্কার করতে ব্যবহার করুন ডিশওয়াংশিং লিক্যুইড৷ দেখতে হবে, তাতে যেন লোশন বা হ্যান্ড ময়শ্চারাইজার জাতীয় কোনও উপাদান না থাকে৷ হাতের আঙুলে সামান্য পরিমাণ ডিশওয়াশিং লিক্যুইড নিয়ে মুছে ফেলুন চশমার কাচ৷ তার পর ধুয়ে নিন জল দিয়ে৷ তবেপরিষ্কার করার সময় শুধু দুই লেন্স নয়৷ সমানভাবে মুছে নিন নোজপ্যাড এবং কানের পিছনে থাকা চশমার ফ্রেমের অংশও৷
advertisement
আরও পড়ুন : ফিরে চলুন মা দিদিমার সাবেক রূপটানে, শীতের সঙ্গী হোক গ্লিসারিন
চশমা থেকে সাবানের অংশ যেন সম্পূর্ণ উঠে যায়, খেয়াল রাখুন সেদিকে৷ নয়তো শুকিয়ে যাওয়ার পর দাগ হয়ে যাবে৷ চশমা ধোওয়ার পর নরম সুতির কাপড় দিয়ে খুব ভাল করে মুছে নিন৷ এ ছাড়া অনেক সময় কাজের মাঝে চশমা পরিষ্কার করার দরকার হয়৷ সে সময় ব্যবহার করুন ডিসপোজেবল আইগ্লাস ক্লিনিং ওয়াইপ৷ এগুলি শুধু চশমা পরিষ্কার করার জন্যই ব্যবহৃত হয়৷ এ ছাড়া অন্য কোনও কাপড় ব্যবহার করবেন না৷
advertisement
advertisement
আরও পড়ুন : মাটিতেই লুকিয়ে রূপরহস্য, ত্বক ও চুলের যত্নে মুলতানি মিট্টি আজও অদ্বিতীয়
পরনের জামাকাপড়, টিস্যুপেপার, ন্যাপকিন, শাড়ির আঁচল, ওড়নার প্রান্ত দিয়ে কখনওই চশমা মুছবেন না ৷ চশমা মোছার সময় থুতু দেওয়া বদঅভ্যাস৷ এই অভ্যাস থাকলে এখনই ত্যাগ করুন৷ আসবাবের কাচ মোছার জন্য যে তরল ব্যবহার করা হয়, তা দিয়ে একদমই চশমার কাচ মুছবেন না ৷ তাহলে চশমার লেন্স এবং অ্যান্টি রিফ্লেক্টিভ কোটিং নষ্ট হয়ে যাবে৷
advertisement
আরও পড়ুন : শীতে সদ্যোজাত সন্তানের কোমল, সংবেদনশীল ত্বকের যত্ন নিন এই উপায়েই
স্ক্র্যাচ লাগা থেকে চশমাকে দূরে রাখুন৷ কারঁণ এক বার স্ক্র্যাচ লাগলে আর সেটি তোলার উপায় নেই৷ স্ক্র্যাচ রেজিস্ট্যান্স কোটিং আছে, এরকম লেন্স বেছে নিন সব সময়৷ মনে রাখবেন চশমায় স্ক্র্যাচ যত কম পড়বে, তত বেশি কার্যকর থাকবে আপনার চশমা৷ যখন ব্যবহার করবেন না, সব সময় কেসের মধ্যে রাখবেন চশমা৷ খোলা রাখবেন না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Eyeglasses cleaning tips: কী দিয়ে ধোবেন? মুছবেনই বা কী দিয়ে? জেনে নিন আপনার চশমাকে ভাল রাখার খুঁটিনাটি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement