Glycerine in winter skincare: ফিরে চলুন মা দিদিমার সাবেক রূপটানে, শীতের সঙ্গী হোক গ্লিসারিন

Last Updated:

শীতে ত্বকের যত্ন আত্তির জন্য গ্লিসারিনের বিকল্প নেই (benefits of glycerine in skincare)

সাবেক বাঙালির রূপটানের উপাদান ছিল গ্লিসারিন (Glycerine)৷ সে সময় শীতকাল মানেই এক শিশি গ্লিসারিন শোভা পাবে গিন্নির সাজ টেবিলে৷ অনেকে ব্যবহার করতেন বছরভরই৷ এখন হাজারো সাজ সরঞ্জামের মাঝে অনেকটাই পিছনে চলে গিয়েছে এই উপকরণ৷ কিন্তু মনে রাখবেন, শীতে ত্বকের যত্ন আত্তির জন্য গ্লিসারিনের বিকল্প নেই (benefits of glycerine in skincare)৷
গ্লিসারিন ত্বকের জন্য ময়শ্চারাইজার হিসেবে সেরা৷ নিয়মিত ব্যবহারে ত্বক হাইড্রেটেড থাকে৷ আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি ত্বককে তরতাজা রাখে গ্লিসারিন৷ শুষ্ক ত্বকের সমস্যা থাকলে গ্লিসারিন আপনার সমস্যার আদর্শ সমাধান হতে পারে৷
আরও পড়ুন : তেল, ঘি না দিয়েই সুস্বাদু পদ রাঁধবেন? নিয়ম মানলে সম্ভব সেই অসাধ্যসাধনও
ত্বকের পিএইচ ব্যালান্স রক্ষা করে গ্লিসারিন৷ নিয়মিত ব্যবহারে ত্বক থেকে আর্দ্রতা হারিয়ে যায় না৷ ত্বক থেকে জলীয় ভাব বাষ্পীভূত হতে দেয় না গ্লিসারিন৷ ত্বকে ময়শ্চারাইজারে প্রলেপ তৈরি করে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে৷
advertisement
advertisement
চর্মরোগের ক্ষেত্রেও গ্লিসারিন উপশমকারী৷ একজিমা এবং সোরিয়াসিসের মতো ত্বকের অসুখের ক্ষেত্রে গ্লিসরিন প্রাকৃতিক ওষুধ৷ ত্বকের মৃত কোষ ঝরিয়ে ঝলমল চেহারা উপহার দেয় গ্লিসারিন৷
বিভিন্ন ভাবে গ্লিসারিন ব্যবহার করতে পারেন৷ সমপরিমাণ গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে নিন৷ মিশ্রণ রেখে দিন এয়ারটাইট কৌটোতে৷ এই মিশ্রণে তুলোর বল চুবিয়ে ওয়াইপ করে নিন মুখ৷ পরের দিন সকালে মুখ ধুয়ে ফেলুন৷
advertisement
আরও পড়ুন : মহার্ঘ্য জাফরান সারিয়ে দেয় একাধিক শারীরিক যন্ত্রণা
দু’ চামচ মধুর সঙ্গে মেশান সম পরিমাণ গ্লিসারিন ও ওটমিল৷ ঘন মিশ্রণ তৈরি হলে সারা মুখ ও হাতে লাগিয়ে নিন৷ শুকিয়ে গেলে প্রথমে দুধ ও পরে জল দিয়ে ধুয়ে ফেলুন৷
চিনি, গ্লিসারিন, পছন্দসই এসেন্সিয়াল অয়েল এবং লেবুর রস মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন৷ তার পর মুখে মেখে কিছু ক্ষণ অপেক্ষা করুন৷ শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন৷ মাখনের মতো পেলব ত্বক অপেক্ষা করবে আপনার জন্য৷
advertisement
ফাটা গোড়ালির সমস্যায় সরাসরি ব্যবহার করুন গ্লিসারিন৷ যন্ত্রণা থেকে মুক্তি পাবেন৷ ত্বক মসৃণ হবে৷
আরও পড়ুন : শীতে সদ্যোজাত সন্তানের কোমল, সংবেদনশীল ত্বকের যত্ন নিন এই উপায়েই
অ্যান্টি এজিং মাস্কেও ব্যবহার করতে পারেন গ্লিসারিন৷ একটা ডিমের সাদা অংশ, এক চামচ কর্নস্টার্চ, দু’ চামচ ভাতের ফ্যান, ১ চামচ গ্লিসারিন নিয়ে একটা পাত্রে ভাল করে মিশিয়ে নিন৷ এই ফেসপ্যাক ব্যবহার করুন মুখে৷ কিছু ক্ষণ অপেক্ষা করে শুকিয়ে নিন৷ তার পর ধুয়ে ফেলুন ঠান্ডা জলে৷
advertisement
স্কিন ক্লেঞ্জার এবং মেক আপ রিমুভার হিসেবেও ব্যবহার করতে পারেন গ্লিসারিন৷  ২ চামচ গ্লিসারিন, অর্ধের লেবুর রস এবং ২ চামচ দুধ মিশিয়ে নিন৷ তুলোর বলে এই মিশ্রণ নিয়ে সারা মুখে, ঘাড়ে ও গলায় লাগিয়ে নিন৷ তার পর ধুয়ে ফেলুন জলে৷ রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এই রূপরুটিনে আপনার ত্বক ভাল থাকে৷ ত্বকে মেকআপ লেগে থাকলে উঠে যায় সেটাও৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Glycerine in winter skincare: ফিরে চলুন মা দিদিমার সাবেক রূপটানে, শীতের সঙ্গী হোক গ্লিসারিন
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement