সাপের সঙ্গম দেখা গেল তিরুমালার পূর্ব বালাজি নগরে৷ সকলে তা দেখতে ভিড় করলেন৷ দু’টি সাপের যৌন মিলন মানুষের কাছে খুবই আগ্রহের৷ একে সাধারণ ভাবে সাপে শঙ্খ লাগা বলে৷ এটি বিরল দৃশ্য এবং এই মিলন চাক্ষুষ করাও পুণ্যের, এমনই মানা হয়৷ সাপের ভালবাসা সচরাচর দেখা যায় না৷ কালভদ্রে দেখা মিললেও সে দৃশ্য হুমড়ি খেয়ে দেখেন মানুষ৷ অনেকের ধারণা বা বিশ্বাস শঙ্খ লাগলে নাকি বৃষ্টিপাত হয়৷ আবার অনেকের ধারণা সাপের শঙ্খ লাগা স্থানে কাপড় বিছিয়ে দিয়ে ওই কাপড় যত্ন করে রাখলে নাকি সংসারে লক্ষ্মীর কৃপা থাকে৷ আবার অনেকের বিশ্বাস যে এ রকম দৃশ্য চোখে পড়লে সন্তান বাসনা পূরণ হয়৷ তাই মোটের উপর সাপের যৌন মিলনকে মঙ্গলজনক বা শুভ হিসেবে মানেন অনেকে৷
যদিও এর বিজ্ঞানসম্মত কোনও ব্যাখ্যা নেই৷ বিজ্ঞানের মতে এটি একটি প্রাকৃতিক ঘটনা৷ মানুষ বা অন্য প্রাণীর যেমন যৌন মিলন হয়, সাপের ক্ষেত্রেও তাই প্রজয্য৷ নির্দিষ্ট সময় থাকে যখন সাপের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়৷ যৌন মিলনে উদ্দীপ্ত করে এবং প্রেমের বিষয়টি প্রাধান্য পায়৷ সেই সময়ই সাপেরা যৌন মিলনে মিলিত হয়৷ তাছাড়াও এই মিলন আরও কিছু বিষয়ের উপর নির্ভর করে৷ যেমন খাদ্য, নিরাপত্তা, তাপমাত্রা, সঙ্গীর সহজলভ্যতা৷ বর্ষাকালে সাপের মিলনের উপযুক্ত সময়৷ এই জন্যই বর্ষাকালে সাপের শঙ্খ বেশি দেখা যায়৷
তবে এছাড়াও অন্য ঋতুতেও সাপের মিলন হয়৷ সাধারণ ভাবে একটি পুরুষ ও একটি নারী সাপের সঙ্গমই হয়ে থাকে৷ তবে অনেক সময়ই দু’টি পুরুষ সাপের শঙ্খ লাগে৷ এটা কখনও খেলার মতো বা মারামারি বা পৌরুষ জাহির করার জন্যই হয়ে থাকে৷ যখন সাপের শঙ্খ লাগে তখন দু’টি সাপের দেহ পেঁচিয়ে দেহের অর্ধেক রাশির মত মাটি থেকে অনেকটা উপরে উঠে যায়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Snake, Viral Video