Home /News /life-style /
তরুমালার পবিত্র স্থানে সাপের শঙ্খ! সঙ্গমে মজে সাপ, দেখতে ভিড় মানুষের, ভিডিও দুরন্ত Viral

তরুমালার পবিত্র স্থানে সাপের শঙ্খ! সঙ্গমে মজে সাপ, দেখতে ভিড় মানুষের, ভিডিও দুরন্ত Viral

সাপের যৌন মিলনকে মঙ্গলজনক বা শুভ হিসেবে মানেন অনেকে৷

 • Share this:

  সাপের সঙ্গম দেখা গেল তিরুমালার পূর্ব বালাজি নগরে৷ সকলে তা দেখতে ভিড় করলেন৷ দু’টি সাপের যৌন মিলন মানুষের কাছে খুবই আগ্রহের৷ একে সাধারণ ভাবে সাপে শঙ্খ লাগা বলে৷ এটি বিরল দৃশ্য এবং এই মিলন চাক্ষুষ করাও পুণ্যের, এমনই মানা হয়৷ সাপের ভালবাসা সচরাচর দেখা যায় না৷ কালভদ্রে দেখা মিললেও সে দৃশ্য হুমড়ি খেয়ে দেখেন মানুষ৷ অনেকের ধারণা বা বিশ্বাস শঙ্খ লাগলে নাকি বৃষ্টিপাত হয়৷ আবার অনেকের ধারণা সাপের শঙ্খ লাগা স্থানে কাপড় বিছিয়ে দিয়ে ওই কাপড় যত্ন করে রাখলে নাকি সংসারে লক্ষ্মীর কৃপা থাকে৷ আবার অনেকের বিশ্বাস যে এ রকম দৃশ্য চোখে পড়লে সন্তান বাসনা পূরণ হয়৷ তাই মোটের উপর সাপের যৌন মিলনকে মঙ্গলজনক বা শুভ হিসেবে মানেন অনেকে৷

  যদিও এর বিজ্ঞানসম্মত কোনও ব্যাখ্যা নেই৷ বিজ্ঞানের মতে এটি একটি প্রাকৃতিক ঘটনা৷ মানুষ বা অন্য প্রাণীর যেমন যৌন মিলন হয়, সাপের ক্ষেত্রেও তাই প্রজয্য৷ নির্দিষ্ট সময় থাকে যখন সাপের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়৷ যৌন মিলনে উদ্দীপ্ত করে এবং প্রেমের বিষয়টি প্রাধান্য পায়৷ সেই সময়ই সাপেরা যৌন মিলনে মিলিত হয়৷ তাছাড়াও এই মিলন আরও কিছু বিষয়ের উপর নির্ভর করে৷ যেমন খাদ্য, নিরাপত্তা, তাপমাত্রা, সঙ্গীর সহজলভ্যতা৷ বর্ষাকালে সাপের মিলনের উপযুক্ত সময়৷ এই জন্যই বর্ষাকালে সাপের শঙ্খ বেশি দেখা যায়৷

  তবে এছাড়াও অন্য ঋতুতেও সাপের মিলন হয়৷ সাধারণ ভাবে একটি পুরুষ ও একটি নারী সাপের সঙ্গমই হয়ে থাকে৷ তবে অনেক সময়ই দু’টি পুরুষ সাপের শঙ্খ লাগে৷ এটা কখনও খেলার মতো বা মারামারি বা পৌরুষ জাহির করার জন্যই হয়ে থাকে৷ যখন সাপের শঙ্খ লাগে তখন দু’টি সাপের দেহ পেঁচিয়ে দেহের অর্ধেক রাশির মত মাটি থেকে অনেকটা উপরে উঠে যায়৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Snake, Viral Video

  পরবর্তী খবর