Holi 2024 Travel Destination: পাহাড়ের চূড়ায় পেটপুজো! ক্যান্ডেল লাইট ডিনার! দোলের ছুটি ঘুরে আসুন এই জায়গা থেকে
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
Daragaon Travel Spots: পাহাড়ের চূড়ায় কটেজ। তার সঙ্গে রয়েছে ডাইনিং-এর ব্যবস্থা। চাইলে ক্যান্ডেল লাইট ডিনার-এর আয়োজন করতে পারবেন মনের মানুষটির জন্য। এই সুন্দর ব্যবস্থা রয়েছে ভারত-ভুটান সীমান্ত আপার ডারাগাঁও এলাকায়।
আলিপুরদুয়ার: পাহাড়ের চূড়ায় কটেজ। তার সঙ্গে রয়েছে ডাইনিং-এর ব্যবস্থা। চাইলে ক্যান্ডেল লাইট ডিনার-এর আয়োজন করতে পারবেন মনের মানুষটির জন্য। এই সুন্দর ব্যবস্থা রয়েছে ভারত-ভুটান সীমান্ত আপার দারাগাঁও এলাকায়।
এলাকাবাসীদের প্রচেষ্টায় নতুন পর্যটনস্থল গড়ে উঠছে ভারত-ভুটান সীমান্তে। এই এলাকার গেরিগাঁও ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে পর্যটকদের কাছে। এভাবেই আপার ডারাগাঁও মন কেড়ে নেবে পর্যটকদের। পাহাড়ি এলাকায় ধীরে ধীরে ঘটছে পর্যটনের বিকাশ। স্থানীয় প্রশাসন জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাদের উদ্যোগে আপার ডারাগাঁও এলাকায় চারটি কটেজ তৈরি হয়েছে। আরও তিনটি কটেজ তৈরির কাজ চলছে। স্থানীয় বাসিন্দা মীর লামা লিজে নিয়েছেন কটেজগুলি। চারটি কটেজে রয়েছে একটি করে বেডরুম, বসার ঘর এবং ওয়াশরুম। একফালি বারান্দা রয়েছে। যেখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা সম্ভব।
advertisement
advertisement
মীর লামা বলেন, “কটেজের ঘরগুলি বড় রয়েছে। পরিবার বা বন্ধুদের দল এলে শোওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়।পাশাপাশি আমরা খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। পাহাড়ের চূড়ায় ডাইনিং-এর ব্যবস্থা করা হয়েছে।”
advertisement
রাতের বেলা ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে দেওয়া হয় কটেজ কর্তৃপক্ষের তরফ থেকে। এরকম কোনও পরিকল্পনা মাথায় থাকলে আগে জানিয়ে দিতে হবে কর্তৃপক্ষকে। সেই অনুযায়ী ব্যবস্থা করা হবে। পাশাপাশি রয়েছে বনফায়ারের ব্যবস্থা।
অনন্যা দে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2024 4:26 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Holi 2024 Travel Destination: পাহাড়ের চূড়ায় পেটপুজো! ক্যান্ডেল লাইট ডিনার! দোলের ছুটি ঘুরে আসুন এই জায়গা থেকে