Toothpaste Usage : ব্রণমুক্তি থেকে দেওয়ালে বাচ্চার রঙিন হিজিবিজি মুছে ফেলা, টুথপেস্টের জবাব নেই

Last Updated:

দাঁতের পাশাপাশি আপনার গৃহস্থালির আরও অনেক কিছুর খেয়াল রাখতে পারে টুথপেস্ট (toothpaste)৷ এক ঝলকে জেনে নিন দন্তমাজনের অন্য ব্যবহার ৷

দাঁতের পাশাপাশি আপনার গৃহস্থালির আরও অনেক কিছুর খেয়াল রাখতে পারে টুথপেস্ট ৷ এক ঝলকে জেনে নিন দন্তমাজনের অন্য ব্যবহার ৷
# চামড়ার জুতোর জেল্লা উঠে গিয়েছে? একটু টুথপেস্ট ঘষে দিন সেখানে ৷ তার পর নরম কাপড় দিয়ে মুছে নিন ৷ এর পর আবার মুছে নিন অন্য কাপড়ের টুকরো দিয়ে ৷ আবার নতুন জুতোর মতো চকচকে হবে পাদুকা ৷ একইভাবে পরিষ্কার করে নিতে পারবেন স্নিকার্সও ৷
# বাচ্চার বোতল থেকে দুধের গন্ধ যাচ্ছে না শত পরিষ্কারেও ? সাবানের বদলে ব্রাশে লাগিয়ে নিন টুথপেস্ট ৷ তার পর ভাল করে পরিষ্কার করুন ৷ উধাও হয়ে যাবে দুধের গন্ধ ৷ একইভাবে পরিষ্কার করতে পারেন থার্মোফ্লাস্কও ৷
advertisement
advertisement
# ব্রণ থেকেও রেহাই পাবেন৷ রাতারাতি ব্রণর তেজ কমাতে টুথপেস্ট অব্যর্থ ৷ জেল বেসড নয়, এমন কোনও রঙিন টুথপেস্ট রাতে ঘুমোনর আগে লাগিয়ে রাখুন ব্রণর উপর ৷ সকালে দেখবেন ব্রণ স্তিমিত ৷
# স্পঞ্জে লাগিয়ে নিন টুথপেস্ট ৷ তার পর সেটা দিয়ে গাড়ির হেডলাইট মুছুন ৷ এর পর ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিন ৷
advertisement
# বাড়ির দেওয়ালকে প্রায়ই নিজের ক্যানভাস বানিয়ে নেয় খুদেরা ৷ জেল বেসড নয় এমন টুথপেস্ট লাগান দেওয়ালের রঙিন আঁকিবুঁকির উপর ৷ পরিষ্কার কাপড় ভিজিয়ে মুছে ফেলুন ৷ আগের মতো ঝকঝকে করবে দেওয়াল ৷
# অনেকেই সময় নিয়ে ধীরে সুস্থে চা ও কফি পান করেন ৷ ফলে চায়ের পেয়ালা বা কফিমাগে দাগ লেগে থাকে ৷ চা তৈরির সসপ্যান থেকেও কড়া দাগ উঠতে চায় না ৷ সে ক্ষেত্রেও টুথপেস্ট খুব কার্যকর ৷
advertisement
# টুথপেস্ট লাগিয়ে পরিষ্কার করে নিন হিরের গয়নাও ৷ পুরনো নরম টুথব্রাশে পেস্ট লাগিয়ে গয়নায় প্রলেপ দিন ৷ কিছুক্ষণ পর নরম কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলুন ৷
# কাঠের আসবাবে শুকিয়ে যাওয়া জলের দাগ দেখতে ভাল লাগে না ৷ দাগের উপর টুথপেস্ট লাগিয়ে রাখুন কিছু ক্ষণ ৷ তার পর ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিন ৷ একইভাবে পরিষ্কার করে নিতে পারেন রান্নাঘরের সিঙ্ক এবং বাথরুমের আয়না ৷
advertisement
# রান্নাঘরে রাখুন টুথপেস্টের টিউব ৷ দেখবেন যেন নন-জেল সাদা টুথপেস্ট হয় ৷ রসুন পেঁয়াজ কাটার পর হাতে টুথপেস্ট মেখে ধুয়ে নিন ৷ গন্ধ চলে যাবে ৷ অল্পবিস্তর ছ্যাঁকা, পোড়া, কীটপতঙ্গের কামড়ের ফলে ক্ষতস্থান প্রশমিত করে টুথপেস্ট ৷
# আঙুল, আয়নার কাচ থেকে মেকআপের দাগ তুলতেও টুথপেস্ট কার্যকর ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Toothpaste Usage : ব্রণমুক্তি থেকে দেওয়ালে বাচ্চার রঙিন হিজিবিজি মুছে ফেলা, টুথপেস্টের জবাব নেই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement