Toothpaste Usage : ব্রণমুক্তি থেকে দেওয়ালে বাচ্চার রঙিন হিজিবিজি মুছে ফেলা, টুথপেস্টের জবাব নেই
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
দাঁতের পাশাপাশি আপনার গৃহস্থালির আরও অনেক কিছুর খেয়াল রাখতে পারে টুথপেস্ট (toothpaste)৷ এক ঝলকে জেনে নিন দন্তমাজনের অন্য ব্যবহার ৷
দাঁতের পাশাপাশি আপনার গৃহস্থালির আরও অনেক কিছুর খেয়াল রাখতে পারে টুথপেস্ট ৷ এক ঝলকে জেনে নিন দন্তমাজনের অন্য ব্যবহার ৷
# চামড়ার জুতোর জেল্লা উঠে গিয়েছে? একটু টুথপেস্ট ঘষে দিন সেখানে ৷ তার পর নরম কাপড় দিয়ে মুছে নিন ৷ এর পর আবার মুছে নিন অন্য কাপড়ের টুকরো দিয়ে ৷ আবার নতুন জুতোর মতো চকচকে হবে পাদুকা ৷ একইভাবে পরিষ্কার করে নিতে পারবেন স্নিকার্সও ৷
# বাচ্চার বোতল থেকে দুধের গন্ধ যাচ্ছে না শত পরিষ্কারেও ? সাবানের বদলে ব্রাশে লাগিয়ে নিন টুথপেস্ট ৷ তার পর ভাল করে পরিষ্কার করুন ৷ উধাও হয়ে যাবে দুধের গন্ধ ৷ একইভাবে পরিষ্কার করতে পারেন থার্মোফ্লাস্কও ৷
advertisement
advertisement
# ব্রণ থেকেও রেহাই পাবেন৷ রাতারাতি ব্রণর তেজ কমাতে টুথপেস্ট অব্যর্থ ৷ জেল বেসড নয়, এমন কোনও রঙিন টুথপেস্ট রাতে ঘুমোনর আগে লাগিয়ে রাখুন ব্রণর উপর ৷ সকালে দেখবেন ব্রণ স্তিমিত ৷
# স্পঞ্জে লাগিয়ে নিন টুথপেস্ট ৷ তার পর সেটা দিয়ে গাড়ির হেডলাইট মুছুন ৷ এর পর ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিন ৷
advertisement
# বাড়ির দেওয়ালকে প্রায়ই নিজের ক্যানভাস বানিয়ে নেয় খুদেরা ৷ জেল বেসড নয় এমন টুথপেস্ট লাগান দেওয়ালের রঙিন আঁকিবুঁকির উপর ৷ পরিষ্কার কাপড় ভিজিয়ে মুছে ফেলুন ৷ আগের মতো ঝকঝকে করবে দেওয়াল ৷
# অনেকেই সময় নিয়ে ধীরে সুস্থে চা ও কফি পান করেন ৷ ফলে চায়ের পেয়ালা বা কফিমাগে দাগ লেগে থাকে ৷ চা তৈরির সসপ্যান থেকেও কড়া দাগ উঠতে চায় না ৷ সে ক্ষেত্রেও টুথপেস্ট খুব কার্যকর ৷
advertisement
# টুথপেস্ট লাগিয়ে পরিষ্কার করে নিন হিরের গয়নাও ৷ পুরনো নরম টুথব্রাশে পেস্ট লাগিয়ে গয়নায় প্রলেপ দিন ৷ কিছুক্ষণ পর নরম কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলুন ৷
# কাঠের আসবাবে শুকিয়ে যাওয়া জলের দাগ দেখতে ভাল লাগে না ৷ দাগের উপর টুথপেস্ট লাগিয়ে রাখুন কিছু ক্ষণ ৷ তার পর ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিন ৷ একইভাবে পরিষ্কার করে নিতে পারেন রান্নাঘরের সিঙ্ক এবং বাথরুমের আয়না ৷
advertisement
# রান্নাঘরে রাখুন টুথপেস্টের টিউব ৷ দেখবেন যেন নন-জেল সাদা টুথপেস্ট হয় ৷ রসুন পেঁয়াজ কাটার পর হাতে টুথপেস্ট মেখে ধুয়ে নিন ৷ গন্ধ চলে যাবে ৷ অল্পবিস্তর ছ্যাঁকা, পোড়া, কীটপতঙ্গের কামড়ের ফলে ক্ষতস্থান প্রশমিত করে টুথপেস্ট ৷
# আঙুল, আয়নার কাচ থেকে মেকআপের দাগ তুলতেও টুথপেস্ট কার্যকর ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 22, 2021 4:31 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Toothpaste Usage : ব্রণমুক্তি থেকে দেওয়ালে বাচ্চার রঙিন হিজিবিজি মুছে ফেলা, টুথপেস্টের জবাব নেই