Relationship: সদ্য কর্মজীবন থেকে অবসর নিয়েছেন পরিবারের কেউ? স্পর্শকাতর সময়ে এভাবেই তাঁর পাশে থাকুন

Last Updated:

Relationship: পরিবারের বাকিদেরও দায়িত্ব থাকে অবসরপ্রাপ্ত মানুষটির পাশে দাঁড়ানোর৷ তাঁকে বোঝানো যে সংসারে তাঁর প্রয়োজন ফুরিয়ে যায়নি

কর্মজীবন থাকলে অবসরও আসবে তার পিছু পিছু৷ অবসরগ্রহণের (retirement) অনেক আগে থেকেই চলতে থাকে এই পর্বের পরিকল্পনা৷ সেইসঙ্গে থাকে দুশ্চিন্তাও-সময় কী করে কাটবে? পরিবারের বাকিদের সঙ্গে সম্পর্ক কী রকম হবে? অবহেলিত হওয়ার আশঙ্কাও উঁকি দিয়ে যায় মনের কোণে৷ পরিবারের বাকিদেরও দায়িত্ব থাকে অবসরপ্রাপ্ত মানুষটির পাশে দাঁড়ানোর৷ তাঁকে বোঝানো যে সংসারে তাঁর প্রয়োজন ফুরিয়ে যায়নি (Tips to treat a senior family member who has just retired from his work )৷
পর্যাপ্ত সময়-
অবসরগ্রহণের ঠিক পরেই মনে খুশির একটা প্রলেপ থাকে৷ হাল্কা অনুভূতি অনুভূত হয়৷ কিন্তু তার পর থেকেই ঘিরে ধরে একাকিত্ব ও একঘেয়েমি৷ মনে হতে থাকে সংসারে তিনি অবাঞ্ছিত৷ তাই সে সময় অবসরপ্রাপ্তকে পর্যাপ্ত সময় দিতে হবে৷
advertisement
advertisement
কথা বলুন-
কাজ থেকে অবসরের পরে বেশিরভাগ সময়েই মানুষ আগে তুলনায় অনেক বেশি চুপচাপ হয়ে যান৷ কারণ তাঁদের ব্যস্ততা কমে যায় আগের তুলনায়৷ কথা বলার বিষয়ও কমে যায়৷ তাঁদের সঙ্গে সিনেমা, বই, শেয়ার মার্কেট, স্পোর্টস-সহ একাধিক বিষয়ে কথা বলুন৷ এতে তাঁদের একাকিত্ব দূর হবে৷
advertisement
পরিবারে সদ্য অবসরপ্রাপ্ত সদস্যটিকে নিয়ে বেড়াতে যান ঘন ঘন৷ কাছেপিঠে বেড়াতে যাওয়ার ছোট ছোট পরিকল্পনা করুন৷ তাহলে মানসিক ও শারীরিক দু’ দিক দিয়েই তাঁরা ঝরঝরে থাকবেন৷
প্রাপ্য সম্মানটুকু যেন অবসরপ্রাপ্ত পান, সেদিকে খেয়াল রাখুন৷ সংসারে যেন তাঁকে অবাঞ্ছিত বা অনাহূত মনে না হয়৷ তাঁর কথার গুরুত্ব দিন৷ সংসারে তাঁদের স্থান যে আগের মতোই আছে, সেই অনুভূতি যেন তাঁদের মনের মধ্যে থাকে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship: সদ্য কর্মজীবন থেকে অবসর নিয়েছেন পরিবারের কেউ? স্পর্শকাতর সময়ে এভাবেই তাঁর পাশে থাকুন
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement