Relationship: সদ্য কর্মজীবন থেকে অবসর নিয়েছেন পরিবারের কেউ? স্পর্শকাতর সময়ে এভাবেই তাঁর পাশে থাকুন

Last Updated:

Relationship: পরিবারের বাকিদেরও দায়িত্ব থাকে অবসরপ্রাপ্ত মানুষটির পাশে দাঁড়ানোর৷ তাঁকে বোঝানো যে সংসারে তাঁর প্রয়োজন ফুরিয়ে যায়নি

কর্মজীবন থাকলে অবসরও আসবে তার পিছু পিছু৷ অবসরগ্রহণের (retirement) অনেক আগে থেকেই চলতে থাকে এই পর্বের পরিকল্পনা৷ সেইসঙ্গে থাকে দুশ্চিন্তাও-সময় কী করে কাটবে? পরিবারের বাকিদের সঙ্গে সম্পর্ক কী রকম হবে? অবহেলিত হওয়ার আশঙ্কাও উঁকি দিয়ে যায় মনের কোণে৷ পরিবারের বাকিদেরও দায়িত্ব থাকে অবসরপ্রাপ্ত মানুষটির পাশে দাঁড়ানোর৷ তাঁকে বোঝানো যে সংসারে তাঁর প্রয়োজন ফুরিয়ে যায়নি (Tips to treat a senior family member who has just retired from his work )৷
পর্যাপ্ত সময়-
অবসরগ্রহণের ঠিক পরেই মনে খুশির একটা প্রলেপ থাকে৷ হাল্কা অনুভূতি অনুভূত হয়৷ কিন্তু তার পর থেকেই ঘিরে ধরে একাকিত্ব ও একঘেয়েমি৷ মনে হতে থাকে সংসারে তিনি অবাঞ্ছিত৷ তাই সে সময় অবসরপ্রাপ্তকে পর্যাপ্ত সময় দিতে হবে৷
advertisement
advertisement
কথা বলুন-
কাজ থেকে অবসরের পরে বেশিরভাগ সময়েই মানুষ আগে তুলনায় অনেক বেশি চুপচাপ হয়ে যান৷ কারণ তাঁদের ব্যস্ততা কমে যায় আগের তুলনায়৷ কথা বলার বিষয়ও কমে যায়৷ তাঁদের সঙ্গে সিনেমা, বই, শেয়ার মার্কেট, স্পোর্টস-সহ একাধিক বিষয়ে কথা বলুন৷ এতে তাঁদের একাকিত্ব দূর হবে৷
advertisement
পরিবারে সদ্য অবসরপ্রাপ্ত সদস্যটিকে নিয়ে বেড়াতে যান ঘন ঘন৷ কাছেপিঠে বেড়াতে যাওয়ার ছোট ছোট পরিকল্পনা করুন৷ তাহলে মানসিক ও শারীরিক দু’ দিক দিয়েই তাঁরা ঝরঝরে থাকবেন৷
প্রাপ্য সম্মানটুকু যেন অবসরপ্রাপ্ত পান, সেদিকে খেয়াল রাখুন৷ সংসারে যেন তাঁকে অবাঞ্ছিত বা অনাহূত মনে না হয়৷ তাঁর কথার গুরুত্ব দিন৷ সংসারে তাঁদের স্থান যে আগের মতোই আছে, সেই অনুভূতি যেন তাঁদের মনের মধ্যে থাকে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship: সদ্য কর্মজীবন থেকে অবসর নিয়েছেন পরিবারের কেউ? স্পর্শকাতর সময়ে এভাবেই তাঁর পাশে থাকুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement