Benefits of Green Peas: শুধুই কচুরির পুর বা আলুরদমের সজ্জা নয়, সব্জি হিসেবেও মটরশুটির গুণ অসামান্য

Last Updated:

Benefits of Green Peas:অনেক রকমের অ্যান্টিঅক্সিড্যান্ট, মিনারেল ও ফাইটোনিউট্রিয়েন্ট পাওয়া যায় মটরশুটিতে৷ চোখের স্বাস্থ্য ভাল রাখে এই উপাদানগুলি৷ কমিয়ে দেয় ক্যানসারের আশঙ্কাও৷

শীতকালের অন্যতম সেরা উপহার মটরশুটি৷ স্বাদের পাশাপাশি এই সব্জি পুষ্টিগুণে ভরা৷ সাধারণত সব শাকসব্জিতেই আছে পুষ্টিমূল্য৷ তবে মটরশুটিতে আছে প্রায় সব রকমের পুষ্টিগুণ৷ ঊিটামিন এ, বি, সি, ই, কে আছে মটরশুটিতে৷ এছাড়াও মটরশুটি সমৃদ্ধ জিঙ্ক, ফাইবার ও পটাশিয়ামে৷ অনেক রকমের অ্যান্টিঅক্সিড্যান্ট, মিনারেল ও ফাইটোনিউট্রিয়েন্ট পাওয়া যায় মটরশুটিতে৷ চোখের স্বাস্থ্য ভাল রাখে এই উপাদানগুলি৷ কমিয়ে দেয় ক্যানসারের আশঙ্কাও৷ দেখে নেওয়া যাক মটরশুটির অন্যান্য গুণাগুণ (benefits of green peas)-
চোখের উপকারিতা-
বিশেষজ্ঞদের মতে, নটরশুটিতে থাকা ক্যারটেনয়েডস জিয়াজ্যান্থিন এবং লাটেইন চোখের সুস্থতা রক্ষা করে৷ ছানি-সহ প্রতিকার করে অন্যান্য অসুখ৷ দৃষ্টিশক্তিও উজ্জ্বল করে মটরশুটি৷
advertisement
মটরশুটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট আছে৷ তার ফলে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ শক্তি বেড়ে যায়৷ ভিটামিন সি-এর উৎস হিসেবেও মটরশুটি গুরুত্বপূর্ণ৷
advertisement
অ্যান্টি ইনফ্লেম্যাটরি-
মটরশুটির অ্যান্টিইনফ্লেম্যাটরি গুণের ফলে হৃদরোগ, মধুমেহ ও আর্থ্রাইটিসের সমস্যা নিয়ন্ত্রিত হয়৷
হজমে সাহায্য করে মেটাবলিজম বৃদ্ধি করে মটরশুটি৷ প্রচুর পরিমাণে ফাইবার এতে আছে৷ ফলে পরিপাক ক্রিয়ায় সুবিধে হয়৷ ফাইবারে সল্যুবল সাবস্ট্যান্স৷ ফলে এটি সহজেই হজম হয়ে যায়৷ কোষ্ঠকাঠিন্য দূর করার পাশাপাশি মটরশুটি বাড়তি ওজন নিয়ন্ত্রণ করে৷ বশে রাখে টাইপ টু ডায়াবেটিসকেও৷
advertisement
রক্তে শর্করার মাত্রা নিয়্ন্তর করতে বড় ভূমিকা পালন করে মটরশুটি৷ শরীরকে বাড়তি কর্মক্ষমতা দেওয়ার পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতেও সহায়ক মটরশুটি৷ গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ার ফলে নিয়ন্ত্রিত থাকে মধুমেহ৷ এছাড়াও হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে থাকে মটরশুটিতে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Benefits of Green Peas: শুধুই কচুরির পুর বা আলুরদমের সজ্জা নয়, সব্জি হিসেবেও মটরশুটির গুণ অসামান্য
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement