Benefits of Green Peas: শুধুই কচুরির পুর বা আলুরদমের সজ্জা নয়, সব্জি হিসেবেও মটরশুটির গুণ অসামান্য

Last Updated:

Benefits of Green Peas:অনেক রকমের অ্যান্টিঅক্সিড্যান্ট, মিনারেল ও ফাইটোনিউট্রিয়েন্ট পাওয়া যায় মটরশুটিতে৷ চোখের স্বাস্থ্য ভাল রাখে এই উপাদানগুলি৷ কমিয়ে দেয় ক্যানসারের আশঙ্কাও৷

শীতকালের অন্যতম সেরা উপহার মটরশুটি৷ স্বাদের পাশাপাশি এই সব্জি পুষ্টিগুণে ভরা৷ সাধারণত সব শাকসব্জিতেই আছে পুষ্টিমূল্য৷ তবে মটরশুটিতে আছে প্রায় সব রকমের পুষ্টিগুণ৷ ঊিটামিন এ, বি, সি, ই, কে আছে মটরশুটিতে৷ এছাড়াও মটরশুটি সমৃদ্ধ জিঙ্ক, ফাইবার ও পটাশিয়ামে৷ অনেক রকমের অ্যান্টিঅক্সিড্যান্ট, মিনারেল ও ফাইটোনিউট্রিয়েন্ট পাওয়া যায় মটরশুটিতে৷ চোখের স্বাস্থ্য ভাল রাখে এই উপাদানগুলি৷ কমিয়ে দেয় ক্যানসারের আশঙ্কাও৷ দেখে নেওয়া যাক মটরশুটির অন্যান্য গুণাগুণ (benefits of green peas)-
চোখের উপকারিতা-
বিশেষজ্ঞদের মতে, নটরশুটিতে থাকা ক্যারটেনয়েডস জিয়াজ্যান্থিন এবং লাটেইন চোখের সুস্থতা রক্ষা করে৷ ছানি-সহ প্রতিকার করে অন্যান্য অসুখ৷ দৃষ্টিশক্তিও উজ্জ্বল করে মটরশুটি৷
advertisement
মটরশুটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট আছে৷ তার ফলে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ শক্তি বেড়ে যায়৷ ভিটামিন সি-এর উৎস হিসেবেও মটরশুটি গুরুত্বপূর্ণ৷
advertisement
অ্যান্টি ইনফ্লেম্যাটরি-
মটরশুটির অ্যান্টিইনফ্লেম্যাটরি গুণের ফলে হৃদরোগ, মধুমেহ ও আর্থ্রাইটিসের সমস্যা নিয়ন্ত্রিত হয়৷
হজমে সাহায্য করে মেটাবলিজম বৃদ্ধি করে মটরশুটি৷ প্রচুর পরিমাণে ফাইবার এতে আছে৷ ফলে পরিপাক ক্রিয়ায় সুবিধে হয়৷ ফাইবারে সল্যুবল সাবস্ট্যান্স৷ ফলে এটি সহজেই হজম হয়ে যায়৷ কোষ্ঠকাঠিন্য দূর করার পাশাপাশি মটরশুটি বাড়তি ওজন নিয়ন্ত্রণ করে৷ বশে রাখে টাইপ টু ডায়াবেটিসকেও৷
advertisement
রক্তে শর্করার মাত্রা নিয়্ন্তর করতে বড় ভূমিকা পালন করে মটরশুটি৷ শরীরকে বাড়তি কর্মক্ষমতা দেওয়ার পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতেও সহায়ক মটরশুটি৷ গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ার ফলে নিয়ন্ত্রিত থাকে মধুমেহ৷ এছাড়াও হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে থাকে মটরশুটিতে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Benefits of Green Peas: শুধুই কচুরির পুর বা আলুরদমের সজ্জা নয়, সব্জি হিসেবেও মটরশুটির গুণ অসামান্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement