Relationship : এই নিয়মগুলিতে দুর্বল সম্পর্ক মজবুত হয়, ভাঙা সম্পর্কও জোড়া লাগে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
গাছের যত্নের জন্য যেমন আলো, বাতাস, জল, সার, পরিচর্যা দরকার, সম্পর্কেরও (relationship) প্রয়োজন কিছু নিয়ম৷ সেগুলি মেনে চললে সম্পর্কও দীর্ঘজীবী হয়
চারাগাছের মতোই সম্পর্ককেও লালনপালন করতে হয়৷ গাছের যত্নের জন্য যেমন আলো, বাতাস, জল, সার, পরিচর্যা দরকার, সম্পর্কেরও (relationship) প্রয়োজন কিছু নিয়ম৷ সেগুলি মেনে চললে সম্পর্কও দীর্ঘজীবী হয় (Tips to strengthen your relation with your partner)৷ দৃঢ় বন্ধনে আরও কাছাকাছি আসেন দু’জনে৷
সাহায্যের হাত
সমস্যায় একে অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ভুলবেন না৷ অন্য সময়েও অন্যের পছন্দ অপছন্দগুলি জানার চেষ্টা করুন৷ আশা, স্বপ্নকে অনুভব করুন ৷ তাহলে সহজেই সাহায্যের হাত প্রসারিত করতে পারবেন৷ সুদৃঢ় হবে আপনাদের বন্ধন৷
advertisement
একে অপরকে বুঝুন
কাছাকাছি থেকেও কি সঙ্গীকে বুঝে উঠতে পারেন না? তাহলে আপনাদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে কিছু ফাঁক থেকে যাচ্ছে৷ সমস্যা বা দূরত্ব দূর করতে কথা বলুন সঙ্গীর সঙ্গে৷ সম্পর্কে কোথায় গলদ, খুঁজে বার করুন৷
advertisement
আরও পড়ুন : এভাবে সাজুন, ভারী চেহারাতেও হয়ে উঠবেন আকর্ষণীয়া
একে অন্যকে সময় দিন
যে কোনও সম্পর্কে সময় খুবই গুরুত্বপূর্ণ৷ তবে এখন ব্যস্ততার জন্য সম্পর্কে কোয়ালিটি সময় কমে গিয়েছে অনেকটাই৷ মুখোমুখি কথা বলার অবসর না থাকলেও বজায় রাখুন ভার্চুয়াল যোগাযোগ৷ টেক্সট করুন৷ কাজের মাঝে ভিডিও কল-ও করে নিতে পারেন৷
advertisement
আরও পড়ুন : রোগা হওয়ার রেজোলিউশন ব্যর্থ হল এ বছরও? এই ভুলগুলি করেই যাচ্ছেন না তো?
পরিবর্তনের চেষ্টা জোর করে নয়
প্রত্যেক ব্যক্তি একে অন্যের থেকে আলাদা৷ তাই সঙ্গীর ব্যক্তিত্বে অপছন্দের কিছু থাকলে সেগুলিতে পরিবর্তন আনার চেষ্টা করতে যাবেন না জোর করে৷ বরং সম্পর্ককে সময় দিন৷ সঙ্গগুণ এবং সময়ের প্রভাবে ব্যক্তিত্বে পরিবর্তন আসতে পারে৷
advertisement
আরও পড়ুন : শুধু দিলেই হবে না, প্রিয়জনকে উপহার দেওয়ার সময় মেনে চলুন নির্দিষ্ট সহবতও
ছোট ছোট উদযাপন
জীবনে ছোট ছোট মুহূর্ত এবং উপলক্ষ উদযাপন করুন৷ জন্মদিন, বিবাহবার্ষিকী-সহ অন্যান্য উপলক্ষ উদযাপন করতে ভুলবেন না৷ এতে আপনাদের সম্পর্ক তরতাজা থাকবে৷
প্রয়োজনে কাউ্ন্সেলিং
ভেঙে যাওয়া সম্পর্ককে নতুন করে রাঙিয়ে তুলতে প্রয়োজন সময়৷ যদি তাতেও সম্পর্ক ভাল না হয়, তাহলে কাউন্সেলরের কাছে যান৷ কাউন্সেলিংয়ে সম্পর্ক মসৃণ হয়৷
Location :
First Published :
December 19, 2021 6:08 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship : এই নিয়মগুলিতে দুর্বল সম্পর্ক মজবুত হয়, ভাঙা সম্পর্কও জোড়া লাগে