Relationship : এই নিয়মগুলিতে দুর্বল সম্পর্ক মজবুত হয়, ভাঙা সম্পর্কও জোড়া লাগে

Last Updated:

গাছের যত্নের জন্য যেমন আলো, বাতাস, জল, সার, পরিচর্যা দরকার, সম্পর্কেরও (relationship) প্রয়োজন কিছু নিয়ম৷ সেগুলি মেনে চললে সম্পর্কও দীর্ঘজীবী হয়

চারাগাছের মতোই সম্পর্ককেও লালনপালন করতে হয়৷ গাছের যত্নের জন্য যেমন আলো, বাতাস, জল, সার, পরিচর্যা দরকার, সম্পর্কেরও (relationship) প্রয়োজন কিছু নিয়ম৷ সেগুলি মেনে চললে সম্পর্কও দীর্ঘজীবী হয় (Tips to strengthen your relation with your partner)৷ দৃঢ় বন্ধনে আরও কাছাকাছি আসেন দু’জনে৷
সাহায্যের হাত
সমস্যায় একে অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ভুলবেন না৷ অন্য সময়েও অন্যের পছন্দ অপছন্দগুলি জানার চেষ্টা করুন৷ আশা, স্বপ্নকে অনুভব করুন ৷ তাহলে সহজেই সাহায্যের হাত প্রসারিত করতে পারবেন৷ সুদৃঢ় হবে আপনাদের বন্ধন৷
advertisement
একে অপরকে বুঝুন
কাছাকাছি থেকেও কি সঙ্গীকে বুঝে উঠতে পারেন না? তাহলে আপনাদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে কিছু ফাঁক থেকে যাচ্ছে৷ সমস্যা বা দূরত্ব দূর করতে কথা বলুন সঙ্গীর সঙ্গে৷ সম্পর্কে কোথায় গলদ, খুঁজে বার করুন৷
advertisement
যে কোনও সম্পর্কে সময় খুবই গুরুত্বপূর্ণ৷ তবে এখন ব্যস্ততার জন্য সম্পর্কে কোয়ালিটি সময় কমে গিয়েছে অনেকটাই৷ মুখোমুখি কথা বলার অবসর না থাকলেও বজায় রাখুন ভার্চুয়াল যোগাযোগ৷ টেক্সট করুন৷ কাজের মাঝে ভিডিও কল-ও করে নিতে পারেন৷
advertisement
প্রত্যেক ব্যক্তি একে অন্যের থেকে আলাদা৷ তাই সঙ্গীর ব্যক্তিত্বে অপছন্দের কিছু থাকলে সেগুলিতে পরিবর্তন আনার চেষ্টা করতে যাবেন না জোর করে৷ বরং সম্পর্ককে সময় দিন৷ সঙ্গগুণ এবং সময়ের প্রভাবে ব্যক্তিত্বে পরিবর্তন আসতে পারে৷
advertisement
জীবনে ছোট ছোট মুহূর্ত এবং উপলক্ষ উদযাপন করুন৷ জন্মদিন, বিবাহবার্ষিকী-সহ অন্যান্য উপলক্ষ উদযাপন করতে ভুলবেন না৷ এতে আপনাদের সম্পর্ক তরতাজা থাকবে৷
প্রয়োজনে কাউ্ন্সেলিং
ভেঙে যাওয়া সম্পর্ককে নতুন করে রাঙিয়ে তুলতে প্রয়োজন সময়৷ যদি তাতেও সম্পর্ক ভাল না হয়, তাহলে কাউন্সেলরের কাছে যান৷ কাউন্সেলিংয়ে সম্পর্ক মসৃণ হয়৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship : এই নিয়মগুলিতে দুর্বল সম্পর্ক মজবুত হয়, ভাঙা সম্পর্কও জোড়া লাগে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement