Style tips for curvy women : এভাবে সাজুন, ভারী চেহারাতেও হয়ে উঠবেন আকর্ষণীয়া

Last Updated:

কিছু নিয়ম মেনে চললে স্থুলাঙ্গীও হয়ে উঠতে পারবেন আকর্ষণীয়া (Style tips for curvy women )

এক জনের ফিগার অনুযায়ীই সাজপোশাক করা উচিত-এ কথা বলেন সকল স্টাইলিস্টই৷ কিন্তু পোশাক নির্বাচন করতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হয় স্থুলকায়াদের৷ বেশি চাপা পোশাক পরলে বেমানান দৃষ্টিকটু লাগে৷ আবার অন্যদিকে ঢোলা পোশাকে বেশি মোটা মনে হয়৷ তবে কিছু নিয়ম মেনে চললে স্থুলাঙ্গীও হয়ে উঠতে পারবেন আকর্ষণীয়া (Style tips for curvy women )৷ সব সময় মনে রাখবেন সেটাই পরবেন যেটা আপনি ক্যারি করতে পারবেন (Style tips for curvy women to look ravishing)৷
সঠিক অন্তর্বাস
শুধু স্থুলাঙ্গীদের জন্যই নয়৷ সঠিক মাপের অন্তর্বাস পরতে হবে প্রত্যেক মহিলাকেই৷ নয়তো পোশাকের সৌন্দর্য মাঠে মারা যাবে৷ উপযুক্ত মাপের নামী ব্র্যান্ডের অন্তর্বাস পরুন৷ এতে আপনার শরীরী ভাষা ও আত্মবিশ্বাস-দুই-ই সপ্রতিভ থাকবে৷ পছন্দের পোশাকও হবে ফিগারের সঙ্গে মানানসই৷
advertisement
বেশি ঢিলেঢালা নয়
আপনি হয়তো একটা ব্যাগি টিশার্ট পরলেন৷ এতে আপনার বাড়তি মেদ আড়ালে চলে গেল ঠিকই৷ কিন্তু মনে রাখবেন একই সঙ্গে আপনাকে দেখতে লাগবে বেঢপ বস্তার মতো৷ তাই পোশাক নির্বাচনের সময় আপনার মাপের তুলনায় অনেক বেশি গুরুত্ব দিন আপনার শরীরের আকারের উপর৷ যদি আপনি গোলাকৃতি হন, মনে রাখবেন সেটাই একটা আকার৷ এমন পোশাক বাছুন, যেটা আপনার মানানসই এবং যেটা আপনার ফিগারকে অন্য মাত্রা দেবে৷ বেশি সাইজের পোশাকে চেহারা ঢাকবেন না৷ বরং আকার ও আকৃতির সঙ্গে মানানসই পোশাক পরুন৷
advertisement
সাম্প্রতিক ট্রেন্ডে গা ভাসিয়ে পলিয়েস্টার বা লাইক্রা ট্যাঙ্ক টপ পরে ফেলবেন না৷ তার থেকে আপনি বেছে নিন সুতির পোশাক৷ যেটা স্ট্রেচেবল এবং আপনার ফিগারের সঙ্গে মানানসই৷ কাপড়ের ধরন এবং কম্পোজিশন বুঝে তবেই কিনুন৷ শপিং অনলাইনে হোক বা অফলাইনে, পোশাকের কাপড়ের ধরন আপনাকে বুঝতে হবে৷
advertisement
সব সময় যুগের হাওয়ায় গা ভাসানো নয়৷ মাঝে মাঝে বিপরীত স্রোতে সাঁতার কেটে ফিরে যান ভিন্টেজের কাছে৷ ভিন্টেজ পোশাক এবং অ্যাকসেসরিজ যে কোনও স্থূলাঙ্গীকে সাজগোজের ক্ষেত্রে বাহবা কুড়োতে সাহায্য করবে৷ ভিন্টেজ সিল্যুয়েট বা এম্পায়ার লাইন ক্লোদস তাঁদের ক্ষেত্রে খুবই উপযোগী৷
advertisement
পোশাকের যোগ্য সঙ্গত দেয় জুতো৷ পোশাকের সঙ্গে জুতো মানানসই না হলেই সাজ পুরো মাটি৷ বিশেষ পরীক্ষা নিরীক্ষা করতে না চাইলে প্রিন্টেড পোশাকের সঙ্গে একরঙা এবং এক রঙের পোশাকের সঙ্গে পরুন প্রিন্টেড জুতো৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Style tips for curvy women : এভাবে সাজুন, ভারী চেহারাতেও হয়ে উঠবেন আকর্ষণীয়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement