Tips before buying a lipstick : লিপস্টিক থেকেও ঠোঁটের মারাত্মক সর্বনাশ হতে পারে! বিপদ এড়াতে কেনার আগে নজর দেবেন যেখানে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
লিপস্টিক কেনার সময় আরও কয়েকটি জরুরি তথ্য মাথায় রাখতে হবে।(Tips to remember before buying a lipstick)
লিপস্টিক ছাড়া সাজ যেন অসম্পূর্ণ৷ তবে রঙ আর ব্র্যান্ড ছাড়া লিপস্টিক কেনার সময় আরও কয়েকটি জরুরি তথ্য মাথায় রাখতে হবে।(Tips to remember before buying a lipstick)
# প্যারাবেন থাকলে সেই লিপস্টিক কিনবেন না
শুধু লিপস্টিক নয়, অনেক প্রসাধনীতেই প্রেজারভেটিভ হিসাবে প্যারাবেন থাকে। প্যারাবেন সরাসরি ত্বকে ঢুকে যায় এবং স্তন ক্যানসারের মতো মারাত্মক রোগের কারণ হতে পারে।
advertisement
# এড়িয়ে চলুন ডার্ক শেড
মনে রাখবেন লিপস্টিকের রঙ যত ঘন হয় তার অর্থ এতে তত বেশি করে হেভি মেটালস আছে। তাই লিপস্টিকের হাল্কা শেডই ভাল। যদি একান্তই ডার্ক শেড ব্যবহার করতে ইচ্ছে হয় তাহলে হার্বাল বা ভেষজ লিপস্টিক বেছে নিন।
advertisement
আরও পড়ুন : ঘরোয়া উপকরণের স্পর্শেই চোখের পাতা করে তুলুন ঘন ও কালো
# থ্যালেট (Phthalate) মুক্ত লিপস্টিক কিনতে হবে
বেশিরভাগ দামি ব্র্যান্ডের লিপস্টিকে তার উপাদানগুলি লেখা থাকে। যদি দেখেন যে সেই লিপস্টিকে থ্যালেট আছে তাহলে সেটা কিনবেন না। কারণ থ্যালেট শরীরে হরমোনের গতিপ্রকৃতি পাল্টে দেয়। অতিরিক্ত থ্যালেটের প্রভাবে স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে বা প্রজনন ক্ষমতা কমে যেতে পারে।
advertisement
আরও পড়ুন : চুলে স্পা করানোর আগে এ গুলি মনে রাখুন, নইলে কিন্তু হিতে বিপরীত
# লিপস্টিকে লেড বা সিসা থাকলে চলবে না
অনেক ব্র্যান্ডই লিপস্টিকে লেড বা সিসা ব্যবহার করে। এটি একটি বিষাক্ত পদার্থ যা ক্যানসারেরও কারণ হতে পারে।
আরও পড়ুন : সদ্যোজাতকে স্তন্যপান করাচ্ছেন? স্তনে এই লক্ষণগুলি দেখা দিলেই ভয়ঙ্কর সংক্রমণ থেকে সতর্ক হোন
# প্রাকৃতিক বস্তু দিয়ে তৈরি লিপস্টিক বেছে নিন
advertisement
যেসব লিপস্টিকে শিয়া বাটার, জোজোবা অয়েল, আরগান অয়েল বা ক্যাস্টর অয়েল আছে সেগুলো বেছে নিন। এইগুলো হল প্রাকৃতিক উপাদান যা কোনও রকম ক্ষতি না করেই ঠোঁট আর্দ্র রাখবে।
Location :
First Published :
February 28, 2022 12:37 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tips before buying a lipstick : লিপস্টিক থেকেও ঠোঁটের মারাত্মক সর্বনাশ হতে পারে! বিপদ এড়াতে কেনার আগে নজর দেবেন যেখানে